অনলাইন ডেস্ক
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আজ ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫’ অনুষ্ঠানে এসেছেন দেশে থাকা বেশির ভাগ তারকা ক্রিকেটাররা। সেখানে এসেছিলেন নারী ক্রিকেটাররাও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদকে কাছে পেয়েই নিগার সুলতানা জ্যোতির আবদার, তাঁদের জন্য যেন একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করা হয়।
জ্যোতি অবশ্য সাবেক বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কাছেও মেয়েদের জন্য ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের অনুরোধ করেছিলেন। পাপনের বোর্ড জ্যোতিদের আশ্বস্ত করলেও সেটা আলোর মুখ দেখেনি। ঢাকার পাঁচতারকা হোটেলে আজ জ্যোতি নারীদের ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের অনুরোধ করলে ফারুক ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। মেয়েদের ক্রিকেটে বিপিএলের আদলে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের ইঙ্গিত দিয়েছেন নতুন বিসিবি সভাপতি। আড্ডায় তখন জ্যোতি, জাহানারা আলমদের টুর্নামেন্ট আয়োজন করতে বিভিন্ন পরামর্শ দিলেন। দল তৈরি করতে হলে খেলোয়াড় পাওয়া যাবে কি না, সেটা জানতে চাইলেন বিসিবি সভাপতি। এই অনুষ্ঠান দিয়েই ২০২৪-২০২৫ বিপিএলের মাস্কট উন্মোচন হওয়ার কথা। ৩০ ডিসেম্বর শুরু হবে আগামী বিপিএল।
বাংলাদেশের নারী, পুরুষ দুই ক্রিকেট দলই ব্যস্ত সময় পার করছে। ছেলেরা ব্যস্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। জ্যামাইকায় চলছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দল দুটি। অন্যদিকে নারী ক্রিকেটাররা ব্যস্ত ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি রয়েছে নারীদের বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজে।
পুরুষ,নারী সব ক্রিকেটারদের জন্য ভারত, অস্ট্রেলিয়া ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করছে অনেক আগে থেকেই। ওমেনস প্রিমিয়ার লিগ (ডব্লুপিএল) নামে মেয়েদের আইপিএল ২০২৩ সাল থেকে হয়ে আসছে। বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল চলছে দীর্ঘ ১২ বছর ধরে চলছে। তবে সেটা হচ্ছে শুধু ছেলেদের ক্রিকেটেই। ফারুকের কথা বাস্তব প্রমাণিত হলে শিগগিরই হয়তো দেখা যাবে নারী বিপিএল।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আজ ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫’ অনুষ্ঠানে এসেছেন দেশে থাকা বেশির ভাগ তারকা ক্রিকেটাররা। সেখানে এসেছিলেন নারী ক্রিকেটাররাও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদকে কাছে পেয়েই নিগার সুলতানা জ্যোতির আবদার, তাঁদের জন্য যেন একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করা হয়।
জ্যোতি অবশ্য সাবেক বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কাছেও মেয়েদের জন্য ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের অনুরোধ করেছিলেন। পাপনের বোর্ড জ্যোতিদের আশ্বস্ত করলেও সেটা আলোর মুখ দেখেনি। ঢাকার পাঁচতারকা হোটেলে আজ জ্যোতি নারীদের ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের অনুরোধ করলে ফারুক ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। মেয়েদের ক্রিকেটে বিপিএলের আদলে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের ইঙ্গিত দিয়েছেন নতুন বিসিবি সভাপতি। আড্ডায় তখন জ্যোতি, জাহানারা আলমদের টুর্নামেন্ট আয়োজন করতে বিভিন্ন পরামর্শ দিলেন। দল তৈরি করতে হলে খেলোয়াড় পাওয়া যাবে কি না, সেটা জানতে চাইলেন বিসিবি সভাপতি। এই অনুষ্ঠান দিয়েই ২০২৪-২০২৫ বিপিএলের মাস্কট উন্মোচন হওয়ার কথা। ৩০ ডিসেম্বর শুরু হবে আগামী বিপিএল।
বাংলাদেশের নারী, পুরুষ দুই ক্রিকেট দলই ব্যস্ত সময় পার করছে। ছেলেরা ব্যস্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। জ্যামাইকায় চলছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দল দুটি। অন্যদিকে নারী ক্রিকেটাররা ব্যস্ত ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি রয়েছে নারীদের বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজে।
পুরুষ,নারী সব ক্রিকেটারদের জন্য ভারত, অস্ট্রেলিয়া ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করছে অনেক আগে থেকেই। ওমেনস প্রিমিয়ার লিগ (ডব্লুপিএল) নামে মেয়েদের আইপিএল ২০২৩ সাল থেকে হয়ে আসছে। বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল চলছে দীর্ঘ ১২ বছর ধরে চলছে। তবে সেটা হচ্ছে শুধু ছেলেদের ক্রিকেটেই। ফারুকের কথা বাস্তব প্রমাণিত হলে শিগগিরই হয়তো দেখা যাবে নারী বিপিএল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫