নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আগে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্তর সেই কথা নিশ্চয়ই মনে আছে। চ্যাম্পিয়ন হওয়ার কথা বলে খেলতে গেলেও টুর্নামেন্টে ভরাডুবি হয়েছিল বাংলাদেশের। এবার আর সেই ভুলটা করতে চান না বাংলাদেশ অধিনায়ক।
প্রসঙ্গটা এসেছে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কারণে। লর্ডসে গতকাল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে শুরু হয়েছে। শ্রীলঙ্কা সিরিজের আগে আজ মিরপুরে সংবাদ সম্মেলেনে শান্ত যখন এলেন, তখন উঠেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কথা। বাংলাদেশ কি কোনোদিন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবে—এমন প্রশ্ন এসেছে অধিনায়কের কাছে। উত্তরে শান্ত বলেন, ‘এটা তো অনেক বড়। এত দূরে এখন যদি আমি চিন্তা করি, তাহলে বোকামি হবে বলে মনে করি। ছোট ছোটভাবে যদি আমরা এগোতে পারি, তাহলে খুব ভালো।’
২০১৯ সাল থেকে শুরু করে এই নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন চক্র শেষ হতে যাচ্ছে। আইসিসির এই ইভেন্টে তিন চক্র মিলিয়ে ৩১ টেস্ট খেলে জিতেছে কেবল পাঁচ টেস্ট। প্রথম দুই চক্রে (২০১৯-২১, ২০২১-২৩) বাংলাদেশ শেষ করেছে ৯ দলের মধ্যে ৯ নম্বরে থেকে। চলমান ২০২৩-২৫ চক্রে বাংলাদেশ প্রথম দুই বারের চেয়ে ভালো খেলেছে। এই চক্রে দলটি জিতেছে চার টেস্ট। শেষ করেছে সাত নম্বরে থেকে। এবারের চক্রেও অংশ নিয়েছে ৯ দল।
২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র বাংলাদেশ শুরু করবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে। ১৭ জুন গলে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ। শান্তর মতে ধাপে ধাপে এগোলে বাংলাদেশের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অসম্ভব নয়। বাংলাদেশ অধিনায়ক বলেন,‘আপনি যদি দেখেন, যখন আমরা শুরু করেছিলাম, এর আগের চক্রে একটা ম্যাচ জিতেছি। সবশেষ চক্রে চারটা ম্যাচ জিতেছি। আমাদের একটু উন্নতি হয়েছে। লক্ষ্য থাকবে যে এই চক্রে আরও দুই-তিনটা ম্যাচ বেশি জিততে পারি। এভাবে ছোট ছোট চিন্তা করে যদি এগোতে পারি, তাহলে কেন নয় যে একটা সময় বাংলাদেশ হয়তো ফাইনাল খেলবে। তবে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এই বছর, পরবর্তী ২ বছরের মধ্যে গত বছরের চেয়ে ভালো ফল করছি।’
২০২৩-২৫ চক্রে বাংলাদেশ যে চার ম্যাচ জিতেছে, তার মধ্যে তিনটিই বিদেশের মাঠে। শান্তর নেতৃত্বে গত বছর পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করে বাংলাদেশ। এই চক্রে ঘরের মাঠে বাংলাদেশ জেতে কেবল সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে। শ্রীলঙ্কা,দক্ষিণ আফ্রিকা—দুই দলের বিপক্ষে শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ ঘরের মাঠে হয়েছে ধবলধোলাই। গলে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ শুরুর আগে আজ সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘ঘরের মাঠের ম্যাচগুলো জিততে হবে বলে আমি মনে করি। ঘরের মাঠে গত চক্রে খুবই বাজে খেলেছিলাম। যদি দেশের মাঠে আরেকবার ভালো খেলতে পারতাম, তাহলে হয়তো জয়ের সংখ্যাটা বাড়ত আরেকটু। ঘরের মাঠের টেস্টগুলো কীভাবে জিততে পারি, সেই চিন্তা করছি। ঘরের মাঠে টেস্টের সময় আরেকটু পরিকল্পনা করে খেলব আমরা। দেশের বাইরে ভালো করার আত্মবিশ্বাস কাজে দেবে।’
টেস্ট দিয়েই মূলত শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় সিরিজ। সাদা পোশাকের সিরিজ শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। যেখানে শান্তকে অধিনায়ক করে বাংলাদেশ শুধু প্রথম টেস্টের দল ঘোষণা করেছে। তিনি বর্তমানে ওয়ানডে ও টেস্টের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আগে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্তর সেই কথা নিশ্চয়ই মনে আছে। চ্যাম্পিয়ন হওয়ার কথা বলে খেলতে গেলেও টুর্নামেন্টে ভরাডুবি হয়েছিল বাংলাদেশের। এবার আর সেই ভুলটা করতে চান না বাংলাদেশ অধিনায়ক।
প্রসঙ্গটা এসেছে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কারণে। লর্ডসে গতকাল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে শুরু হয়েছে। শ্রীলঙ্কা সিরিজের আগে আজ মিরপুরে সংবাদ সম্মেলেনে শান্ত যখন এলেন, তখন উঠেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কথা। বাংলাদেশ কি কোনোদিন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবে—এমন প্রশ্ন এসেছে অধিনায়কের কাছে। উত্তরে শান্ত বলেন, ‘এটা তো অনেক বড়। এত দূরে এখন যদি আমি চিন্তা করি, তাহলে বোকামি হবে বলে মনে করি। ছোট ছোটভাবে যদি আমরা এগোতে পারি, তাহলে খুব ভালো।’
২০১৯ সাল থেকে শুরু করে এই নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন চক্র শেষ হতে যাচ্ছে। আইসিসির এই ইভেন্টে তিন চক্র মিলিয়ে ৩১ টেস্ট খেলে জিতেছে কেবল পাঁচ টেস্ট। প্রথম দুই চক্রে (২০১৯-২১, ২০২১-২৩) বাংলাদেশ শেষ করেছে ৯ দলের মধ্যে ৯ নম্বরে থেকে। চলমান ২০২৩-২৫ চক্রে বাংলাদেশ প্রথম দুই বারের চেয়ে ভালো খেলেছে। এই চক্রে দলটি জিতেছে চার টেস্ট। শেষ করেছে সাত নম্বরে থেকে। এবারের চক্রেও অংশ নিয়েছে ৯ দল।
২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র বাংলাদেশ শুরু করবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে। ১৭ জুন গলে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ। শান্তর মতে ধাপে ধাপে এগোলে বাংলাদেশের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অসম্ভব নয়। বাংলাদেশ অধিনায়ক বলেন,‘আপনি যদি দেখেন, যখন আমরা শুরু করেছিলাম, এর আগের চক্রে একটা ম্যাচ জিতেছি। সবশেষ চক্রে চারটা ম্যাচ জিতেছি। আমাদের একটু উন্নতি হয়েছে। লক্ষ্য থাকবে যে এই চক্রে আরও দুই-তিনটা ম্যাচ বেশি জিততে পারি। এভাবে ছোট ছোট চিন্তা করে যদি এগোতে পারি, তাহলে কেন নয় যে একটা সময় বাংলাদেশ হয়তো ফাইনাল খেলবে। তবে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এই বছর, পরবর্তী ২ বছরের মধ্যে গত বছরের চেয়ে ভালো ফল করছি।’
২০২৩-২৫ চক্রে বাংলাদেশ যে চার ম্যাচ জিতেছে, তার মধ্যে তিনটিই বিদেশের মাঠে। শান্তর নেতৃত্বে গত বছর পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করে বাংলাদেশ। এই চক্রে ঘরের মাঠে বাংলাদেশ জেতে কেবল সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে। শ্রীলঙ্কা,দক্ষিণ আফ্রিকা—দুই দলের বিপক্ষে শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ ঘরের মাঠে হয়েছে ধবলধোলাই। গলে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ শুরুর আগে আজ সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘ঘরের মাঠের ম্যাচগুলো জিততে হবে বলে আমি মনে করি। ঘরের মাঠে গত চক্রে খুবই বাজে খেলেছিলাম। যদি দেশের মাঠে আরেকবার ভালো খেলতে পারতাম, তাহলে হয়তো জয়ের সংখ্যাটা বাড়ত আরেকটু। ঘরের মাঠের টেস্টগুলো কীভাবে জিততে পারি, সেই চিন্তা করছি। ঘরের মাঠে টেস্টের সময় আরেকটু পরিকল্পনা করে খেলব আমরা। দেশের বাইরে ভালো করার আত্মবিশ্বাস কাজে দেবে।’
টেস্ট দিয়েই মূলত শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় সিরিজ। সাদা পোশাকের সিরিজ শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। যেখানে শান্তকে অধিনায়ক করে বাংলাদেশ শুধু প্রথম টেস্টের দল ঘোষণা করেছে। তিনি বর্তমানে ওয়ানডে ও টেস্টের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে