নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে শ্রীলঙ্কা। বিশ্বকাপের মূল লড়াইয়ে আগে ভারতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ সব দলের জন্য। যার জন্য প্রস্তুতি ম্যাচ হলো আদর্শ।
গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ দিয়ে অনেক বিতর্ক পেছনে ফেলে বিশ্বকাপে মনোযোগ রাখার সুযোগ সাকিব আল হাসানের দলের। গা গরম কিংবা ড্রেস রিহার্সালের ম্যাচ হওয়ায় নির্ধারিত একাদশ নিয়ে খেলার বাধ্যবাধকতা নেই।
মাঠে ১১ জন খেলবেন, ব্যাটিংও করবেন ১১ জনই। তবে দলগুলো প্রস্তুতি ম্যাচে চাইলে বোলারদের ব্যাটিং না করিয়ে ব্যাটারদের ওই সুযোগ দিতে পারে। আবার কোনো ব্যাটার আত্মবিশ্বাস পাওয়ার মতো রান করেতে চাইলে স্বেচ্ছায় ব্যাটিং ছেড়ে অন্যকে সুযোগ দিতে পারবেন।
কদিন আগে শেষ হওয়া এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে দুবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুটি ম্যাচেই হেরেছেন সাকিবরা।
এই ম্যাচে একাদশে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। একাদশে নেই নাজমুল হোসেন শান্ত, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। তবে দলের যদি প্রয়োজনে নিয়ম অনুযায়ী বোলিং করতে পারবেন তাঁরা। অধিনায়কত্ব করছেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশের বিশ্বকাপ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (সহ অধিনায়ক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান, তানজিম হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।
শ্রীলঙ্কার বিশ্বকাপ দল:
দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস, কুশল পেরেরা, পাতুম নিসাঙ্কা, দিমুত করুণারত্নে, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্ত, দুনিথ ভেল্ললাগে, মাহিশ তিকশানা, কাসুন রাজিথা, মাতিশা পাতিরানা, লাহিরু কুমারা, দিলশান মাদুশাঙ্কা।
বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে শ্রীলঙ্কা। বিশ্বকাপের মূল লড়াইয়ে আগে ভারতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ সব দলের জন্য। যার জন্য প্রস্তুতি ম্যাচ হলো আদর্শ।
গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ দিয়ে অনেক বিতর্ক পেছনে ফেলে বিশ্বকাপে মনোযোগ রাখার সুযোগ সাকিব আল হাসানের দলের। গা গরম কিংবা ড্রেস রিহার্সালের ম্যাচ হওয়ায় নির্ধারিত একাদশ নিয়ে খেলার বাধ্যবাধকতা নেই।
মাঠে ১১ জন খেলবেন, ব্যাটিংও করবেন ১১ জনই। তবে দলগুলো প্রস্তুতি ম্যাচে চাইলে বোলারদের ব্যাটিং না করিয়ে ব্যাটারদের ওই সুযোগ দিতে পারে। আবার কোনো ব্যাটার আত্মবিশ্বাস পাওয়ার মতো রান করেতে চাইলে স্বেচ্ছায় ব্যাটিং ছেড়ে অন্যকে সুযোগ দিতে পারবেন।
কদিন আগে শেষ হওয়া এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে দুবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুটি ম্যাচেই হেরেছেন সাকিবরা।
এই ম্যাচে একাদশে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। একাদশে নেই নাজমুল হোসেন শান্ত, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। তবে দলের যদি প্রয়োজনে নিয়ম অনুযায়ী বোলিং করতে পারবেন তাঁরা। অধিনায়কত্ব করছেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশের বিশ্বকাপ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (সহ অধিনায়ক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান, তানজিম হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।
শ্রীলঙ্কার বিশ্বকাপ দল:
দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস, কুশল পেরেরা, পাতুম নিসাঙ্কা, দিমুত করুণারত্নে, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্ত, দুনিথ ভেল্ললাগে, মাহিশ তিকশানা, কাসুন রাজিথা, মাতিশা পাতিরানা, লাহিরু কুমারা, দিলশান মাদুশাঙ্কা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫