চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সন্ধ্যায় শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে সাকিব নেই জিম্বাবুয়ে সিরিজের চট্টগ্রাম পর্বে। বর্তমানে তিনি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে। করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি।
ডিপিএলের সুপার লিগে বিকেএসপির ৪ নম্বর মাঠে খেলছে শেখ জামাল ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। ৩৯তম ওভারের চতুর্থ বলে গাজী গ্রুপের স্পিনার শেখ পারভিজ জীবনকে লং অফে ঠেলে সিঙ্গেল নেন সাকিব। এই সিঙ্গেলেই ৭৩ বলে সেঞ্চুরি পেয়ে গেলেন তিনি। সেঞ্চুরির পর অবশ্য সাকিবের তেমন বাঁধভাঙা উদ্যাপন ছিল না। হেলমেট না খুলে ব্যাটটা হালকা একটু উঁচিয়ে ধরেছেন। সতীর্থ ইয়াসির আলী চৌধুরীর সঙ্গে করমর্দন করেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। তারপর তাঁকে (ইয়াসির) জড়িয়ে ধরেন সাকিব। শেখ জামাল ধানমন্ডি ক্লাব নিজেদের ফেসবুক পেজে সাকিবের সেঞ্চুরির মুহূর্ত নিয়ে একটি রিলস পোস্ট করেছে। ক্লাবটি লিখেছে, ‘সেঞ্চুরির মুহূর্ত।’ এই বাক্য লেখার পর সেঞ্চুরি ও আগুনের ইমোজি দিয়েছে। ইমোজি দেওয়ার পরে লিখেছে, ‘আমাদের ৭৫’। শেষে রাজার মুকুট ও পেশিশক্তির ইমোজি ব্যবহার করা হয়েছে।
সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি সাকিব। ৪২তম ওভারের দ্বিতীয় বলে আব্দুল গাফফার সাকলাইনকে তুলে মারতে যান বাংলাদেশের তারকা অলরাউন্ডার। ডিপ এক্সট্রা কাভারে ক্যাচ ধরেন জীবন। ৭৯ বলে ৯ চার ও ৭ ছক্কায় ১০৭ রান করেন সাকিব। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটা তাঁর দশম সেঞ্চুরি। ৯টিই তিনি করেছেন ওয়ানডেতে। ২০১৯ বিশ্বকাপে টন্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেন ওয়ানডে ক্যারিয়ারের সবশেষ সেঞ্চুরি। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্রিকেটেও সবশেষ সেঞ্চুরি এটা।
লিস্ট ‘এ’ ক্রিকেটে সাকিবের পাঁচ বছর পরে পাওয়া সেঞ্চুরিতে দারুণ খেলেছে শেখ জামাল। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৮০ রান করেছে শেখ জামাল। সাকিবের ১০৭ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ইয়াসিরের। ৫১ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৭১ রান করেন ইয়াসির।
টস জিতে আজ প্রথমে ফিল্ডিং নেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। দলীয় ১ রানেই ভেঙে যায় শেখ জামালের উদ্বোধনী। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে সাইফ হাসানকে কট এন্ড বোল্ড করেন মাসুম খান টুটুল। উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন ফজলে মাহমুদ রাব্বি। আরেক ওপেনার সৈকত আলীকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৫২ রানের জুটি গড়তে অবদান রাখেন রাব্বি। সৈকতকে ফিরিয়ে জুটি ভাঙেন সাকলাইন।
৪ নম্বরে ব্যাটিংয়ে নামেন শেখ জামালের অধিনায়ক নুরুল হাসান সোহান। তবে তিনি ১৭ বল খেলে করেছেন ৫ রান। সৈকত, সোহানের তাড়াতাড়ি বিদায়ে দলটির স্কোর হয়ে যায় ১৮.১ ওভারে ৩ উইকেটে ৬৩ রান। দলের বিপদের মুহূর্তে পাঁচে ব্যাটিংয়ে নামেন সাকিব। চতুর্থ উইকেটে রাব্বি ও সাকিব গড়েন ৮৯ রানের জুটি। জুটি গড়ার সময়ই ৪৩ বলে ফিফটি তুলে নেন সাকিব। সাবলীলভাবে যখন জুটিটি এগোতে থাকে, তখন আহত হয়ে মাঠ ছাড়েন রাব্বি। ইয়াসিরকে নিয়ে এরপর ঝোড়ো ব্যাটিং করতে থাকেন সাকিব। ৭০ রানের জুটি চতুর্থ উইকেটে গড়েন সাকিব ও ইয়াসির।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব খেলেছেন মাত্র এক ম্যাচ। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে অবশ্য আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। করেছেন ৫১ রান, বোলিংয়ে ১৪৯ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সন্ধ্যায় শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে সাকিব নেই জিম্বাবুয়ে সিরিজের চট্টগ্রাম পর্বে। বর্তমানে তিনি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে। করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি।
ডিপিএলের সুপার লিগে বিকেএসপির ৪ নম্বর মাঠে খেলছে শেখ জামাল ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। ৩৯তম ওভারের চতুর্থ বলে গাজী গ্রুপের স্পিনার শেখ পারভিজ জীবনকে লং অফে ঠেলে সিঙ্গেল নেন সাকিব। এই সিঙ্গেলেই ৭৩ বলে সেঞ্চুরি পেয়ে গেলেন তিনি। সেঞ্চুরির পর অবশ্য সাকিবের তেমন বাঁধভাঙা উদ্যাপন ছিল না। হেলমেট না খুলে ব্যাটটা হালকা একটু উঁচিয়ে ধরেছেন। সতীর্থ ইয়াসির আলী চৌধুরীর সঙ্গে করমর্দন করেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। তারপর তাঁকে (ইয়াসির) জড়িয়ে ধরেন সাকিব। শেখ জামাল ধানমন্ডি ক্লাব নিজেদের ফেসবুক পেজে সাকিবের সেঞ্চুরির মুহূর্ত নিয়ে একটি রিলস পোস্ট করেছে। ক্লাবটি লিখেছে, ‘সেঞ্চুরির মুহূর্ত।’ এই বাক্য লেখার পর সেঞ্চুরি ও আগুনের ইমোজি দিয়েছে। ইমোজি দেওয়ার পরে লিখেছে, ‘আমাদের ৭৫’। শেষে রাজার মুকুট ও পেশিশক্তির ইমোজি ব্যবহার করা হয়েছে।
সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি সাকিব। ৪২তম ওভারের দ্বিতীয় বলে আব্দুল গাফফার সাকলাইনকে তুলে মারতে যান বাংলাদেশের তারকা অলরাউন্ডার। ডিপ এক্সট্রা কাভারে ক্যাচ ধরেন জীবন। ৭৯ বলে ৯ চার ও ৭ ছক্কায় ১০৭ রান করেন সাকিব। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটা তাঁর দশম সেঞ্চুরি। ৯টিই তিনি করেছেন ওয়ানডেতে। ২০১৯ বিশ্বকাপে টন্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেন ওয়ানডে ক্যারিয়ারের সবশেষ সেঞ্চুরি। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্রিকেটেও সবশেষ সেঞ্চুরি এটা।
লিস্ট ‘এ’ ক্রিকেটে সাকিবের পাঁচ বছর পরে পাওয়া সেঞ্চুরিতে দারুণ খেলেছে শেখ জামাল। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৮০ রান করেছে শেখ জামাল। সাকিবের ১০৭ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ইয়াসিরের। ৫১ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৭১ রান করেন ইয়াসির।
টস জিতে আজ প্রথমে ফিল্ডিং নেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। দলীয় ১ রানেই ভেঙে যায় শেখ জামালের উদ্বোধনী। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে সাইফ হাসানকে কট এন্ড বোল্ড করেন মাসুম খান টুটুল। উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন ফজলে মাহমুদ রাব্বি। আরেক ওপেনার সৈকত আলীকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৫২ রানের জুটি গড়তে অবদান রাখেন রাব্বি। সৈকতকে ফিরিয়ে জুটি ভাঙেন সাকলাইন।
৪ নম্বরে ব্যাটিংয়ে নামেন শেখ জামালের অধিনায়ক নুরুল হাসান সোহান। তবে তিনি ১৭ বল খেলে করেছেন ৫ রান। সৈকত, সোহানের তাড়াতাড়ি বিদায়ে দলটির স্কোর হয়ে যায় ১৮.১ ওভারে ৩ উইকেটে ৬৩ রান। দলের বিপদের মুহূর্তে পাঁচে ব্যাটিংয়ে নামেন সাকিব। চতুর্থ উইকেটে রাব্বি ও সাকিব গড়েন ৮৯ রানের জুটি। জুটি গড়ার সময়ই ৪৩ বলে ফিফটি তুলে নেন সাকিব। সাবলীলভাবে যখন জুটিটি এগোতে থাকে, তখন আহত হয়ে মাঠ ছাড়েন রাব্বি। ইয়াসিরকে নিয়ে এরপর ঝোড়ো ব্যাটিং করতে থাকেন সাকিব। ৭০ রানের জুটি চতুর্থ উইকেটে গড়েন সাকিব ও ইয়াসির।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব খেলেছেন মাত্র এক ম্যাচ। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে অবশ্য আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। করেছেন ৫১ রান, বোলিংয়ে ১৪৯ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫