Ajker Patrika

দর্শকবিহীন মাঠে হবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট 

দর্শকবিহীন মাঠে হবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট 

উপমহাদেশের ক্রিকেটপ্রেমী ভক্ত-সমর্থকদের কথা নতুন করে না বললেও চলছে। ঘরের মাঠে বসে খেলা দেখতে মুখিয়ে থাকেন অসংখ্য দর্শক। যদি উপমহাদেশের দুই দল মুখোমুখি হয়, তাহলে তো কথাই নেই। এবার বাংলাদেশ-পাকিস্তান টেস্টের আগে ভক্ত-সমর্থকেরা শুনলেন দুঃসংবাদ। 

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে হবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট। এই টেস্টটি দর্শকবিহীন মাঠে হবে বলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানিয়েছে। কারণ ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে ন্যাশনাল স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে। পিসিবি বলেছে, ‘আমরা বুঝতে পারছি যে আমাদের খেলাপাগল দর্শকেরা ক্রিকেটে কতটা প্রভাব রাখেন। তারা আমাদের খেলোয়াড়দের অনেক অনুপ্রাণিত করেন। তবে ভক্তদের নিরাপত্তা ও সুস্বাস্থ্যের ব্যাপারটিকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি। সব বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিলাম যে দ্বিতীয় টেস্ট দর্শকবিহীন মাঠে হবে।’ 

 ১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপ পাকিস্তানের মাঠে সবশেষ আয়োজিত কোনো আইসিসি ইভেন্ট। ২৯ বছর পর আইসিসির ইভেন্ট আয়োজন করতে পিসিবি যে কতটা দৃঢ়প্রতিজ্ঞ, সেটা আবারও ফুটে উঠেছে ন্যাশনাল স্টেডিয়ামের সংস্কার কাজের মাধ্যমে। পিসিবি বলেছে, ‘২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে দর্শকবান্ধব মাঠ বানাতে যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, সংস্কার কাজ সেটারই অংশ। ১৯৯৬ সালের পর পাকিস্তানে এই প্রথম আইসিসি ইভেন্ট হতে যাচ্ছে। মাঠের অবস্থা পরিবর্তনের জন্য যা হচ্ছে, সেজন্য ভক্ত-সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছি।’ 

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ সামনে রেখে এরই মধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে। অনেকে হয়তো টিকিট কেটেও ফেলেছেন। তাদের দুশ্চিন্তা করতে না করেছে পিসিবি, ‘এই সিদ্ধান্তের ফলে টিকিট বিক্রি তৎক্ষণাৎ স্থগিত করা হয়েছে। ভক্ত-সমর্থকদের যারা টিকিট এরই মধ্যে কিনে ফেলেছেন, তারা আপনাআপনিই টাকা ফেরত পাবেন। টিকিট কেনার সময় অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত যে তথ্য দেওয়া হয়েছে, সেখানে টাকা পাঠিয়ে দেওয়া হবে।’ 
 

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের আটে বাংলাদেশ। পাঁচে থাকা পাকিস্তানের সফলতার হার ৩৬.৬৭ শতাংশ। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত