নিজস্ব প্রতিবেদক, চেন্নাই থেকে
রাওয়ালপিন্ডি থেকে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়াম—দূরত্ব প্রায় ২ হাজার ৪০০ কিলোমিটার। পাকিস্তানের পর এবার ভারত কাঁপাচ্ছেন হাসান মাহমুদ। চেন্নাইয়ের মেঘলা আবহাওয়ার সুযোগ কাজে লাগিয়ে সুইং আদায় করে নিচ্ছেন হাসান। ভারতীয় ব্যাটারদের যেন নাভিশ্বাস উঠে যাচ্ছে হাসানকে সামলাতে।
আন্তর্জাতিক ক্রিকেটে হাসানের পথচলা চার বছরের। চেন্নাইয়ে ভারতের বিপক্ষে টেস্টটা বাংলাদেশের জার্সিতে তাঁর ৪৪ ম্যাচ। বেশির ভাগ ম্যাচই তিনি খেলেছেন সাদা বলের ক্রিকেটে (ওয়ানডে ও টি-টোয়েন্টি)। সেই তুলনায় টেস্ট অভিজ্ঞতা বেশিদিনের নয়। ক্যারিয়ারের চতুর্থ টেস্ট খেলতে এসে কাঁপিয়ে দিচ্ছেন ভারতের ব্যাটারদের।
চেন্নাইয়ে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত। অধিনায়কের আস্থার প্রতিদান হাসান দিচ্ছেন দারুণভাবে। প্রথম সেশনেই রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি—তিন ব্যাটারকে ফিরিয়ে ভারতকে বেকায়দায় ফেলেন। ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে ভারত যখন অথৈ সাগরে হাবুডুবু খেতে থাকে, তখন হাল ধরেন ঋষভ পন্ত ও যশস্বী জয়সওয়াল। লাঞ্চের পর এই জুটিও ভেঙেছেন হাসান।
বাংলাদেশের পেসার বুদ্ধি করে আউট করেন পন্তকে। ২৬তম ওভারের তৃতীয় বলে পয়েন্ট দিয়ে কাট শটে ৪ মারেন পন্ত। পরের বলেই হাসানের ফাঁদে পা দেন তিনি। একইভাবে খেলতে গিয়ে উইকেটরক্ষক লিটন দাসের তালুবন্দী হয়েছেন। চতুর্থ উইকেটে ৯৯ বলে ৬২ রানের জুটি গড়েন পন্ত-জয়সওয়াল।
চার টেস্টের ক্যারিয়ারে হাসান নিয়েছেন ১৭ উইকেট, যা বাংলাদেশের জন্য বিরল কীর্তি। এর আগে বাংলাদেশের কোনো পেসারই ক্যারিয়ারে প্রথম চার টেস্টে ১৭ উইকেট নিতে পারেননি। আরেক উইকেট পেলে টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে টানা দুই ম্যাচে ৫ উইকেট শিকারের মাইলফলক ছোঁবেন হাসান।
আরও পড়ুন: হাসানের তোপে দিশেহারা ভারত
রাওয়ালপিন্ডি থেকে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়াম—দূরত্ব প্রায় ২ হাজার ৪০০ কিলোমিটার। পাকিস্তানের পর এবার ভারত কাঁপাচ্ছেন হাসান মাহমুদ। চেন্নাইয়ের মেঘলা আবহাওয়ার সুযোগ কাজে লাগিয়ে সুইং আদায় করে নিচ্ছেন হাসান। ভারতীয় ব্যাটারদের যেন নাভিশ্বাস উঠে যাচ্ছে হাসানকে সামলাতে।
আন্তর্জাতিক ক্রিকেটে হাসানের পথচলা চার বছরের। চেন্নাইয়ে ভারতের বিপক্ষে টেস্টটা বাংলাদেশের জার্সিতে তাঁর ৪৪ ম্যাচ। বেশির ভাগ ম্যাচই তিনি খেলেছেন সাদা বলের ক্রিকেটে (ওয়ানডে ও টি-টোয়েন্টি)। সেই তুলনায় টেস্ট অভিজ্ঞতা বেশিদিনের নয়। ক্যারিয়ারের চতুর্থ টেস্ট খেলতে এসে কাঁপিয়ে দিচ্ছেন ভারতের ব্যাটারদের।
চেন্নাইয়ে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত। অধিনায়কের আস্থার প্রতিদান হাসান দিচ্ছেন দারুণভাবে। প্রথম সেশনেই রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি—তিন ব্যাটারকে ফিরিয়ে ভারতকে বেকায়দায় ফেলেন। ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে ভারত যখন অথৈ সাগরে হাবুডুবু খেতে থাকে, তখন হাল ধরেন ঋষভ পন্ত ও যশস্বী জয়সওয়াল। লাঞ্চের পর এই জুটিও ভেঙেছেন হাসান।
বাংলাদেশের পেসার বুদ্ধি করে আউট করেন পন্তকে। ২৬তম ওভারের তৃতীয় বলে পয়েন্ট দিয়ে কাট শটে ৪ মারেন পন্ত। পরের বলেই হাসানের ফাঁদে পা দেন তিনি। একইভাবে খেলতে গিয়ে উইকেটরক্ষক লিটন দাসের তালুবন্দী হয়েছেন। চতুর্থ উইকেটে ৯৯ বলে ৬২ রানের জুটি গড়েন পন্ত-জয়সওয়াল।
চার টেস্টের ক্যারিয়ারে হাসান নিয়েছেন ১৭ উইকেট, যা বাংলাদেশের জন্য বিরল কীর্তি। এর আগে বাংলাদেশের কোনো পেসারই ক্যারিয়ারে প্রথম চার টেস্টে ১৭ উইকেট নিতে পারেননি। আরেক উইকেট পেলে টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে টানা দুই ম্যাচে ৫ উইকেট শিকারের মাইলফলক ছোঁবেন হাসান।
আরও পড়ুন: হাসানের তোপে দিশেহারা ভারত
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫