যে আশা নিয়ে বাংলাদেশ এশিয়া কাপ খেলতে গিয়েছিল, সেটা পূরণ হয়নি। এক ম্যাচ জিতে সুপার ফোরে উঠলেও এই পর্বে এখন পর্যন্ত জয়হীন বাংলাদেশ। নিজেদের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে পেরে ওঠেনি সাকিব আল হাসানের দল।
আজ সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য শুধু আনুষ্ঠানিকতা। বাংলাদেশের উল্টো রথে ভারত। সুপার ফোরের প্রথম দুই ম্যাচ জিতে এর মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে তারা। বর্তমান পরিস্থিতিতে দুই দলের অবস্থান দুই মেরুতে হলেও বাংলাদেশকে সমীহ করছে ভারত। গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ভারতীয় দলের বোলিং কোচ পরশ মামব্রের কথায় অন্তত সেরকমই মনে হওয়ার কথা। বাংলাদেশের পেস বোলিংয়ের কথা উল্লেখ করে মামব্রে বলেছেন, ‘তারা গত কয়েক বছর ধরে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলছে। এই সময়ে তাদের দুর্দান্ত কিছু ফাস্ট বোলারও এসেছে।’
দুই দলের সর্বশেষ লড়াই হয়েছে বাংলাদেশের ঘরের মাঠে। সেখানে স্বাগতিকদের কাছে সিরিজ হেরেছে ভারত। বাংলাদেশের বিপক্ষেও তাই সেরা ক্রিকেট খেলতে হবে বলে মনে করেন মামব্রে। তিনি বলেছেন, ‘আমাদের দিক থেকে বললে, আমাদের জন্য সব প্রতিপক্ষই গুরুত্বপূর্ণ, সব দলই আমাদের চ্যালেঞ্জ দেওয়ার মতো। বাংলাদেশ খুবই ভালো দল। আমাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে।’
সুপার ফোরে পাকিস্তান, শ্রীলঙ্কা—দুই দলেরই ব্যাটিং গুটিয়ে দিয়ে জিতেছে ভারত। পেস বোলিংয়ে জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুররা এমনকি পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও ভালো ছন্দে আছেন। স্পিনে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলও পিছিয়ে নেই। সামনে সেরা দল সাজাতে মধুর সমস্যাই পড়তে হবে টিম ম্যানেজমেন্টকে। তবে বোলিংয়ে বিকল্প তৈরি হওয়াকে ইতিবাচকভাবে নিচ্ছেন মামব্রে, ‘বিকল্প থেকে বেছে নেওয়ার মতো সমস্যা ভালো। কারণ, উইকেট এবং প্রতিপক্ষ দেখে কম্বিনেশন সাজানো যায়।’
যে আশা নিয়ে বাংলাদেশ এশিয়া কাপ খেলতে গিয়েছিল, সেটা পূরণ হয়নি। এক ম্যাচ জিতে সুপার ফোরে উঠলেও এই পর্বে এখন পর্যন্ত জয়হীন বাংলাদেশ। নিজেদের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে পেরে ওঠেনি সাকিব আল হাসানের দল।
আজ সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য শুধু আনুষ্ঠানিকতা। বাংলাদেশের উল্টো রথে ভারত। সুপার ফোরের প্রথম দুই ম্যাচ জিতে এর মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে তারা। বর্তমান পরিস্থিতিতে দুই দলের অবস্থান দুই মেরুতে হলেও বাংলাদেশকে সমীহ করছে ভারত। গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ভারতীয় দলের বোলিং কোচ পরশ মামব্রের কথায় অন্তত সেরকমই মনে হওয়ার কথা। বাংলাদেশের পেস বোলিংয়ের কথা উল্লেখ করে মামব্রে বলেছেন, ‘তারা গত কয়েক বছর ধরে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলছে। এই সময়ে তাদের দুর্দান্ত কিছু ফাস্ট বোলারও এসেছে।’
দুই দলের সর্বশেষ লড়াই হয়েছে বাংলাদেশের ঘরের মাঠে। সেখানে স্বাগতিকদের কাছে সিরিজ হেরেছে ভারত। বাংলাদেশের বিপক্ষেও তাই সেরা ক্রিকেট খেলতে হবে বলে মনে করেন মামব্রে। তিনি বলেছেন, ‘আমাদের দিক থেকে বললে, আমাদের জন্য সব প্রতিপক্ষই গুরুত্বপূর্ণ, সব দলই আমাদের চ্যালেঞ্জ দেওয়ার মতো। বাংলাদেশ খুবই ভালো দল। আমাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে।’
সুপার ফোরে পাকিস্তান, শ্রীলঙ্কা—দুই দলেরই ব্যাটিং গুটিয়ে দিয়ে জিতেছে ভারত। পেস বোলিংয়ে জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুররা এমনকি পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও ভালো ছন্দে আছেন। স্পিনে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলও পিছিয়ে নেই। সামনে সেরা দল সাজাতে মধুর সমস্যাই পড়তে হবে টিম ম্যানেজমেন্টকে। তবে বোলিংয়ে বিকল্প তৈরি হওয়াকে ইতিবাচকভাবে নিচ্ছেন মামব্রে, ‘বিকল্প থেকে বেছে নেওয়ার মতো সমস্যা ভালো। কারণ, উইকেট এবং প্রতিপক্ষ দেখে কম্বিনেশন সাজানো যায়।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫