সামাজিক মাধ্যমে চোখ রাখলেই দেখা যাচ্ছে করুণ দৃশ্য। বন্যায় তলিয়ে যাচ্ছে অসংখ্য ঘরবাড়ি। গৃহহীন ব্যক্তিরা অসহায়ের মতো নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘুরছেন। বাংলাদেশের বন্যার্তদের দেখে কষ্ট লুকোতে পারেননি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার তাওহীদ হৃদয়।
পার্বত্য চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লার হাজার হাজার মানুষ বন্যায় গৃহহীন হয়ে পড়েছেন। অনেক এলাকায় বৈদ্যুতিক গোলযোগও সৃষ্টি হয়েছে। পাশাপাশি তাঁরা বিশুদ্ধ খাবার, পানি, ঔষধের অভাব বোধ করছেন। বন্যার্তদের জন্য এরই মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। হৃদয়ের আকুল প্রার্থনা, সবাই যেন বন্যার্তদের পাশে দাঁড়ান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশের ২৩ বছর বয়সী ক্রিকেটার লিখেছেন, ‘কী লিখব? কী লেখা উচিত? নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি। ওরা মাঠ পর্যায়ে কাজ করবে। তবে আমার কষ্ট লাগছে, যতটুকুই করা হবে তা কি যথেষ্ট? তবু করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাওয়ার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ওষুধ, বিশুদ্ধ পানি, শুকনো খাবার যে যেভাবে পারেন।’
বন্যা, সাইক্লোন, ঘূর্ণিঝড় বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অতীতে এমন অনেক প্রাকৃতিক দুর্যোগে দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সময় লাগলেও সেই সব ধকল বাংলাদেশ কাটিয়ে উঠতে পেরেছে। দেশের এমন দুর্যোগের মুহূর্তে হৃদয়ের অগাধ ভরসা সৃষ্টিকর্তার ওপর। বাংলাদেশের এই তরুণ ক্রিকেটার লিখেছেন, ‘ব্যাপার না। আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি, এবারও করব। আল্লাহ এ যাত্রায়ও আমাদের রক্ষা করবেন ইনশা আল্লাহ। দুর্যোগ ঘটেছে। এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবিলা করার সময়। বসে থাকার সুযোগ নেই। সবাই নিজের সাধ্যমতো এগিয়ে আসি।’
হৃদয়ের মতো বাংলাদেশের অনেক সিনিয়র ক্রিকেটারও বন্যার্তদের দুঃখ-কষ্ট নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রুবেল হোসেন দুবার পোস্ট দিয়েছেন অসহায় মানুষদের নিয়ে। বন্যার্তদের সাহায্যের জন্য কী কী করণীয়, সেটা রুবেল উল্লেখ করেছেন। জুনায়েদ সিদ্দিকী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বন্যাকবলিত এলাকার বেশ কিছু ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘ফেনী ভেসে যাচ্ছে। নোয়াখালী এবং কুমিল্লা ভয়ংকর বিপদে! আপাতত প্রধান কাজ হচ্ছে সারাদেশ মিলে বন্যার্তদের পাশে দাঁড়ানো।’
সামাজিক মাধ্যমে চোখ রাখলেই দেখা যাচ্ছে করুণ দৃশ্য। বন্যায় তলিয়ে যাচ্ছে অসংখ্য ঘরবাড়ি। গৃহহীন ব্যক্তিরা অসহায়ের মতো নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘুরছেন। বাংলাদেশের বন্যার্তদের দেখে কষ্ট লুকোতে পারেননি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার তাওহীদ হৃদয়।
পার্বত্য চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লার হাজার হাজার মানুষ বন্যায় গৃহহীন হয়ে পড়েছেন। অনেক এলাকায় বৈদ্যুতিক গোলযোগও সৃষ্টি হয়েছে। পাশাপাশি তাঁরা বিশুদ্ধ খাবার, পানি, ঔষধের অভাব বোধ করছেন। বন্যার্তদের জন্য এরই মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। হৃদয়ের আকুল প্রার্থনা, সবাই যেন বন্যার্তদের পাশে দাঁড়ান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশের ২৩ বছর বয়সী ক্রিকেটার লিখেছেন, ‘কী লিখব? কী লেখা উচিত? নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি। ওরা মাঠ পর্যায়ে কাজ করবে। তবে আমার কষ্ট লাগছে, যতটুকুই করা হবে তা কি যথেষ্ট? তবু করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাওয়ার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ওষুধ, বিশুদ্ধ পানি, শুকনো খাবার যে যেভাবে পারেন।’
বন্যা, সাইক্লোন, ঘূর্ণিঝড় বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অতীতে এমন অনেক প্রাকৃতিক দুর্যোগে দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সময় লাগলেও সেই সব ধকল বাংলাদেশ কাটিয়ে উঠতে পেরেছে। দেশের এমন দুর্যোগের মুহূর্তে হৃদয়ের অগাধ ভরসা সৃষ্টিকর্তার ওপর। বাংলাদেশের এই তরুণ ক্রিকেটার লিখেছেন, ‘ব্যাপার না। আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি, এবারও করব। আল্লাহ এ যাত্রায়ও আমাদের রক্ষা করবেন ইনশা আল্লাহ। দুর্যোগ ঘটেছে। এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবিলা করার সময়। বসে থাকার সুযোগ নেই। সবাই নিজের সাধ্যমতো এগিয়ে আসি।’
হৃদয়ের মতো বাংলাদেশের অনেক সিনিয়র ক্রিকেটারও বন্যার্তদের দুঃখ-কষ্ট নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রুবেল হোসেন দুবার পোস্ট দিয়েছেন অসহায় মানুষদের নিয়ে। বন্যার্তদের সাহায্যের জন্য কী কী করণীয়, সেটা রুবেল উল্লেখ করেছেন। জুনায়েদ সিদ্দিকী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বন্যাকবলিত এলাকার বেশ কিছু ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘ফেনী ভেসে যাচ্ছে। নোয়াখালী এবং কুমিল্লা ভয়ংকর বিপদে! আপাতত প্রধান কাজ হচ্ছে সারাদেশ মিলে বন্যার্তদের পাশে দাঁড়ানো।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে