চ্যাম্পিয়ন হতে হলে তামিম ইকবালের ফরচুন বরিশালকে জিততে হবে তিন ম্যাচ। তার মধ্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে উড়িয়ে এরই মধ্যে দ্বিতীয় কোয়ালিফায়ারে পা রেখেছে বরিশাল। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল বরিশালের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।
বরিশালে তামিমের সঙ্গে আছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজের মতো তারকারা। অন্যদিকে রংপুরে আছেন সাকিব আল হাসান, জিমি নিশাম, ফজলহক ফারুকির মতো তারকা ক্রিকেটাররা। যার মধ্যে সাকিব-তামিমের পাল্টাপাল্টি উদযাপন (সাকিবের আউটের পর তামিমের ভেংচি) মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিকমাধ্যমে। সেই ম্যাচেই সাকিবের প্রথম বলে আউট হয়েছেন তামিম। এছাড়া তামিমের জুজু হিসেবে এরই মধ্যে পরিচিতি পেয়েছেন ফারুকি। আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি চারবারের দেখায় প্রত্যেকবারই তামিমকে আউট করেন ফারুকি। সাকিব-ফারুকির সঙ্গে তামিমের ‘মনঃস্তাত্বিক লড়াই’ এর প্রসঙ্গে আজ জিজ্ঞেস করা হয় বরিশাল কোচ মিজানুর রহমান বাবুলকে। সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে বরিশাল কোচ বলেন, ‘এখানে বলে বলে খেলা হয়। তামিম যখন ব্যাটিং করে, কে বল করছে, সেটা দেখে না। সেটা ভালো বল না খারাপ বল, মানে ক্রিকেটাররা যখন ব্যাটিং করে বল দেখে খেলে। চেহারা দেখে ক্রিকেট খেলা হয় না।’
তামিমকে যে চারবার ফারুকি আউট করেছেন, প্রত্যেকটাই ওয়ানডে ম্যাচে। সর্বশেষ এমন ঘটনা (ফারুকির বলে তামিম আউট) গত বছরের ৫ জুলাই। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল যখন তাঁরা (তামিম-ফারুকি) মুখোমুখি হবেন, ম্যাচটি হবে টি-টোয়েন্টি সংস্করণে। এবারের বিপিএলে ৪৪৩ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম। বাবুলও যেন সেটাই বোঝাতে চাইলেন, ‘ফারুকির যে ব্যাপারটা, সেটা আরও দুই বছর আগের ঘটনা। এখন সেই অবস্থায় নেই। আলহামদুলিল্লাহ, তামিমও ভালো অবস্থানে আছে। বললাম তো, এটা দুই তিন বছর আগের ঘটনা। পুনরাবৃত্তি হওয়ার কোনো কারণ দেখছি না।’
তামিম-মুশফিক-মিরাজদের বরিশালে খেলছেন সৌম্য সরকার। তবে সৌম্যর পারফরম্যান্স আশানুরূপ নয়। ২১.৮১ গড় ও ১২৮.৩৪ গড়ে করেন ২৪০ রান। দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৪৮ বলে ৭৫ রানের ইনিংস ছাড়া বলার মতো কিছুই নেই। তার ওপর তিন বার আউট হয়েছেন শূন্য রানে। যার সর্বশেষটি ঘটেছে এলিমিনেটরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ডাক মেরেছেন। এছাড়াও সৌম্যকে কখনো তিন নম্বরে, কখনো পাঁচ নম্বরে নামানো হয়েছে। বরিশাল কোচ বাবুল বলেন, ‘এটাই তো পরিকল্পনা (সৌম্যকে বিভিন্ন জায়গায় খেলানো)। দল অনুযায়ী পরিকল্পনা করা হয়। বাইরে থেকে যদি মনে করেন, কোনো পরিকল্পনা হচ্ছে না, তাহলে তো এটা ভুল ধারণা। প্রতিপক্ষ দলের শক্তি অনুযায়ী নিজের দলের পরিকল্পনা করা হয়। সেক্ষেত্রে পরিকল্পনা মাঝেমাঝে পরিবর্তন হয়। এক দিন সৌম্য ওপেন করবে বা আহমেদ থাকতে আহমেদ ওপেন করেছে। শুরুর দিকের ম্যাচে মিরাজও ওপেন করেছে।’
চ্যাম্পিয়ন হতে হলে তামিম ইকবালের ফরচুন বরিশালকে জিততে হবে তিন ম্যাচ। তার মধ্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে উড়িয়ে এরই মধ্যে দ্বিতীয় কোয়ালিফায়ারে পা রেখেছে বরিশাল। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল বরিশালের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।
বরিশালে তামিমের সঙ্গে আছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজের মতো তারকারা। অন্যদিকে রংপুরে আছেন সাকিব আল হাসান, জিমি নিশাম, ফজলহক ফারুকির মতো তারকা ক্রিকেটাররা। যার মধ্যে সাকিব-তামিমের পাল্টাপাল্টি উদযাপন (সাকিবের আউটের পর তামিমের ভেংচি) মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিকমাধ্যমে। সেই ম্যাচেই সাকিবের প্রথম বলে আউট হয়েছেন তামিম। এছাড়া তামিমের জুজু হিসেবে এরই মধ্যে পরিচিতি পেয়েছেন ফারুকি। আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি চারবারের দেখায় প্রত্যেকবারই তামিমকে আউট করেন ফারুকি। সাকিব-ফারুকির সঙ্গে তামিমের ‘মনঃস্তাত্বিক লড়াই’ এর প্রসঙ্গে আজ জিজ্ঞেস করা হয় বরিশাল কোচ মিজানুর রহমান বাবুলকে। সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে বরিশাল কোচ বলেন, ‘এখানে বলে বলে খেলা হয়। তামিম যখন ব্যাটিং করে, কে বল করছে, সেটা দেখে না। সেটা ভালো বল না খারাপ বল, মানে ক্রিকেটাররা যখন ব্যাটিং করে বল দেখে খেলে। চেহারা দেখে ক্রিকেট খেলা হয় না।’
তামিমকে যে চারবার ফারুকি আউট করেছেন, প্রত্যেকটাই ওয়ানডে ম্যাচে। সর্বশেষ এমন ঘটনা (ফারুকির বলে তামিম আউট) গত বছরের ৫ জুলাই। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল যখন তাঁরা (তামিম-ফারুকি) মুখোমুখি হবেন, ম্যাচটি হবে টি-টোয়েন্টি সংস্করণে। এবারের বিপিএলে ৪৪৩ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম। বাবুলও যেন সেটাই বোঝাতে চাইলেন, ‘ফারুকির যে ব্যাপারটা, সেটা আরও দুই বছর আগের ঘটনা। এখন সেই অবস্থায় নেই। আলহামদুলিল্লাহ, তামিমও ভালো অবস্থানে আছে। বললাম তো, এটা দুই তিন বছর আগের ঘটনা। পুনরাবৃত্তি হওয়ার কোনো কারণ দেখছি না।’
তামিম-মুশফিক-মিরাজদের বরিশালে খেলছেন সৌম্য সরকার। তবে সৌম্যর পারফরম্যান্স আশানুরূপ নয়। ২১.৮১ গড় ও ১২৮.৩৪ গড়ে করেন ২৪০ রান। দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৪৮ বলে ৭৫ রানের ইনিংস ছাড়া বলার মতো কিছুই নেই। তার ওপর তিন বার আউট হয়েছেন শূন্য রানে। যার সর্বশেষটি ঘটেছে এলিমিনেটরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ডাক মেরেছেন। এছাড়াও সৌম্যকে কখনো তিন নম্বরে, কখনো পাঁচ নম্বরে নামানো হয়েছে। বরিশাল কোচ বাবুল বলেন, ‘এটাই তো পরিকল্পনা (সৌম্যকে বিভিন্ন জায়গায় খেলানো)। দল অনুযায়ী পরিকল্পনা করা হয়। বাইরে থেকে যদি মনে করেন, কোনো পরিকল্পনা হচ্ছে না, তাহলে তো এটা ভুল ধারণা। প্রতিপক্ষ দলের শক্তি অনুযায়ী নিজের দলের পরিকল্পনা করা হয়। সেক্ষেত্রে পরিকল্পনা মাঝেমাঝে পরিবর্তন হয়। এক দিন সৌম্য ওপেন করবে বা আহমেদ থাকতে আহমেদ ওপেন করেছে। শুরুর দিকের ম্যাচে মিরাজও ওপেন করেছে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫