নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে এই মাসে বাংলাদেশ সফরে আসার কথা আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের। শুরুতে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালের পরই আফগানদের ঢাকায় আসার কথা ছিল। তবে এখন আর তা হচ্ছে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, পাঁচ দিন আগেই বাংলাদেশে আসতে চায় রশিদ খানরা।
দুই বছরের বেশি সময় পর বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। দীর্ঘ বিরতির কারণে হয়তো আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই বাংলাদেশে আসার পরিকল্পনা করেছে তারা। সে অনুযায়ী বিসিবির কাছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আবদার করেছে, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে তারা। ঢাকায় পা রেখেই তারা চলে যাবে সিলেটে। সেখানেই জৈব সুরক্ষাবলয়ের মধ্যে হবে তাদের পাঁচ দিনের কন্ডিশনিং ক্যাম্প।
আজ বুধবার সংবাদমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আফগানিস্তান আমাদের অনুরোধ করেছে, তারা একটা কন্ডিশনিং ক্যাম্প করতে চাইছে। এই কন্ডিশনিং ক্যাম্পটা আমরা সিলেটে আয়োজনের পরিকল্পনা নিয়েছি। এই মুহূর্তে যে শিডিউল করা আছে, তাতে আমরা আশা করছি আফগানিস্তান আগামী ১২ ফেব্রুয়ারির দিকে আসবে।’
এদিকে ভেন্যু তালিকায়ও এসেছে পরিবর্তন। আফগানিস্তান দল সিলেটে কন্ডিশনিং ক্যাম্প করলেও সেখানে হবে না সিরিজের কোনো ম্যাচ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে চট্টগ্রামে। টি-টোয়েন্টি সিরিজ হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এখনো সিরিজের সূচি নির্ধারণ না হলেও সব ম্যাচ ফ্লাডলাইটের আলোর নিচে আয়োজনের ভাবনা বিসিবির।
নিজামউদ্দিন বলেন, ‘আমরা মূলত সূচিটা চেষ্টা করব আজকেই ফাইনাল করে আপনাদের মিডিয়া রিলিজ আকারে দিয়ে দেওয়ার জন্য। যদি সম্ভব না হয়, সর্বোচ্চ কালকের মধ্যে দিয়ে দেব। আমাদের এখন পর্যন্ত পরিকল্পনা রয়েছে, এই ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজে ঢাকা ও চট্টগ্রাম ভেন্যু হিসেবে ব্যবহার করব।’
করোনাভাইরাসের সংক্রমণের মাঝে ক্রিকেটারদের সুরক্ষার কথা বিবেচনায় এমন সিদ্ধান্ত বিসিবির। সুজন বলেন, ‘আমরা যেটা পরিকল্পনা করেছি, আমরা ওয়ানডেটা চট্টগ্রামে এবং টি-টোয়েন্টিটা ঢাকায় আয়োজনের পরিকল্পনা নিয়েছি।’
তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে এই মাসে বাংলাদেশ সফরে আসার কথা আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের। শুরুতে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালের পরই আফগানদের ঢাকায় আসার কথা ছিল। তবে এখন আর তা হচ্ছে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, পাঁচ দিন আগেই বাংলাদেশে আসতে চায় রশিদ খানরা।
দুই বছরের বেশি সময় পর বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। দীর্ঘ বিরতির কারণে হয়তো আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই বাংলাদেশে আসার পরিকল্পনা করেছে তারা। সে অনুযায়ী বিসিবির কাছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আবদার করেছে, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে তারা। ঢাকায় পা রেখেই তারা চলে যাবে সিলেটে। সেখানেই জৈব সুরক্ষাবলয়ের মধ্যে হবে তাদের পাঁচ দিনের কন্ডিশনিং ক্যাম্প।
আজ বুধবার সংবাদমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আফগানিস্তান আমাদের অনুরোধ করেছে, তারা একটা কন্ডিশনিং ক্যাম্প করতে চাইছে। এই কন্ডিশনিং ক্যাম্পটা আমরা সিলেটে আয়োজনের পরিকল্পনা নিয়েছি। এই মুহূর্তে যে শিডিউল করা আছে, তাতে আমরা আশা করছি আফগানিস্তান আগামী ১২ ফেব্রুয়ারির দিকে আসবে।’
এদিকে ভেন্যু তালিকায়ও এসেছে পরিবর্তন। আফগানিস্তান দল সিলেটে কন্ডিশনিং ক্যাম্প করলেও সেখানে হবে না সিরিজের কোনো ম্যাচ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে চট্টগ্রামে। টি-টোয়েন্টি সিরিজ হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এখনো সিরিজের সূচি নির্ধারণ না হলেও সব ম্যাচ ফ্লাডলাইটের আলোর নিচে আয়োজনের ভাবনা বিসিবির।
নিজামউদ্দিন বলেন, ‘আমরা মূলত সূচিটা চেষ্টা করব আজকেই ফাইনাল করে আপনাদের মিডিয়া রিলিজ আকারে দিয়ে দেওয়ার জন্য। যদি সম্ভব না হয়, সর্বোচ্চ কালকের মধ্যে দিয়ে দেব। আমাদের এখন পর্যন্ত পরিকল্পনা রয়েছে, এই ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজে ঢাকা ও চট্টগ্রাম ভেন্যু হিসেবে ব্যবহার করব।’
করোনাভাইরাসের সংক্রমণের মাঝে ক্রিকেটারদের সুরক্ষার কথা বিবেচনায় এমন সিদ্ধান্ত বিসিবির। সুজন বলেন, ‘আমরা যেটা পরিকল্পনা করেছি, আমরা ওয়ানডেটা চট্টগ্রামে এবং টি-টোয়েন্টিটা ঢাকায় আয়োজনের পরিকল্পনা নিয়েছি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫