ক্রীড়া ডেস্ক
দুবাইয়ে আজ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
ভারতের বিপক্ষে দুই স্পিনার ও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদের সঙ্গে পেস আক্রমণে থাকছেন তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান। স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। টপ অর্ডারে খেলবেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম ও শান্ত। মিডল অর্ডারে অভিজ্ঞ মুশফিকুর রহিমসহ আছেন তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন মুশফিক।
ভারতের একাদশে আছেন তিন পেসার ও তিন স্পিনার। স্বীকৃত দুই পেসার মোহাম্মদ শামি, হারশিত রানার সঙ্গে থাকছেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিং। স্বীকৃত স্পিনার কুলদীপ যাদবের পাশাপাশি আছেন দুই বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। ব্যাটিং লাইনআপে দুই অভিজ্ঞ রোহিত শর্মা, বিরাট কোহলিসহ আছেন শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুলের মতো তারকারা। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে রাহুলের হাতে।
টসের সময় শান্ত জানিয়েছেন ২০২২ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ের কথা। আর দুবাইয়ে আজ রোহিত জানিয়েছেন, টস জিতলে তিনি আগে ফিল্ডিংই নিতেন। বাংলাদেশ, ভারতের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। করাচিতে গত রাতে পাকিস্তানকে ৬০ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড।
বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হারশিত রানা, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া
দুবাইয়ে আজ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
ভারতের বিপক্ষে দুই স্পিনার ও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদের সঙ্গে পেস আক্রমণে থাকছেন তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান। স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। টপ অর্ডারে খেলবেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম ও শান্ত। মিডল অর্ডারে অভিজ্ঞ মুশফিকুর রহিমসহ আছেন তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন মুশফিক।
ভারতের একাদশে আছেন তিন পেসার ও তিন স্পিনার। স্বীকৃত দুই পেসার মোহাম্মদ শামি, হারশিত রানার সঙ্গে থাকছেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিং। স্বীকৃত স্পিনার কুলদীপ যাদবের পাশাপাশি আছেন দুই বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। ব্যাটিং লাইনআপে দুই অভিজ্ঞ রোহিত শর্মা, বিরাট কোহলিসহ আছেন শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুলের মতো তারকারা। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে রাহুলের হাতে।
টসের সময় শান্ত জানিয়েছেন ২০২২ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ের কথা। আর দুবাইয়ে আজ রোহিত জানিয়েছেন, টস জিতলে তিনি আগে ফিল্ডিংই নিতেন। বাংলাদেশ, ভারতের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। করাচিতে গত রাতে পাকিস্তানকে ৬০ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড।
বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হারশিত রানা, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৪ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৪ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৪ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৪ দিন আগে