নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
বাংলাদেশ দলের পেস বোলিংয়ে অগ্রযাত্রার গল্প আর নতুন নয়। ইবাদত হোসেন-তাসকিন আহমেদরা অনুপ্রেরণার খোরাক হচ্ছেন উঠতি পেসারদের। তবে রঙ্গনা হেরাথের মতে, শুধু পেসারদের নয়; তাসকিনরা অনুপ্রাণিত করছেন সবাইকে।
প্রথম ওয়ানডের পর আজ বিশ্রামে আছে বাংলাদেশ দল। আগামীকাল দ্বিতীয় ওয়ানডে। তবে বৃষ্টিস্নাত দিনে দলের বিশ্রামের দিনও মাঠে এসেছেন তামিম ইকবাল। তাঁর সঙ্গে এসেছেন প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে, স্পিন কোচ হেরাথ ও বাংলাদেশ দলের লজিস্টিকস ম্যানেজার নাফিস ইকবাল। তাঁদের নিয়ে ইনডোরে ব্যাটিং অনুশীলন করেছেন তামিম।
ব্যাটিংয়ে সময়টা ভালো যাচ্ছে না তামিমের। গতকাল প্রথম ওয়ানডেতে আউট হয়েছেন ৩ রান করে। ব্যাটে রান ফেরাতেই হয়তো একা অনুশীলনে তামিম। ব্যাটার তামিম রান না পেলেও দল উড়ছে দারুণভাবে। সাকিব-হৃদয়দের দুর্দান্ত ব্যাটিংয়ের পর আয়ারল্যান্ডকে গুটিয়ে দিয়েছেন বাংলাদেশের পেসাররা। দুই পেসার ইবাদত আর তাসকিন মিলে নিয়েছেন ৬ উইকেট।
দলের পেস বোলিং বিভাগ নিয়ে স্পিন কোচ হেরাথ বলেছেন, ‘পেসাররা আমাদের সবাইকে অনুপ্রাণিত করছে। এখন আমাদের দুর্দান্ত ফাস্ট বোলিং আক্রমণ আছে। সব মিলিয়ে আমাদের দারুণ ব্যাটিং, বোলিং ও স্পিন আক্রমণ আছে। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো ব্যাপার।’ গতকাল স্পিনে ভালো করেছেন ইংল্যান্ড সিরিজের পর দলে ফেরা নাসুম আহমেদ।
নাসুমকে নিয়ে হেরাথ বলেছেন, ‘সে দারুণ বোলিং করে ৩ উইকেট নিয়েছে। আমার মনে হয় তারা ভিন্ন ভিন্ন কন্ডিশনের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিচ্ছে। আমি খুবই গর্বিত যে তারা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিচ্ছে এবং উইকেট পড়তে পারছে। উইকেটে যখন কোনো সহায়তা থাকবে না, এটা বেশ চ্যালেঞ্জের।’
বাংলাদেশ দলের পেস বোলিংয়ে অগ্রযাত্রার গল্প আর নতুন নয়। ইবাদত হোসেন-তাসকিন আহমেদরা অনুপ্রেরণার খোরাক হচ্ছেন উঠতি পেসারদের। তবে রঙ্গনা হেরাথের মতে, শুধু পেসারদের নয়; তাসকিনরা অনুপ্রাণিত করছেন সবাইকে।
প্রথম ওয়ানডের পর আজ বিশ্রামে আছে বাংলাদেশ দল। আগামীকাল দ্বিতীয় ওয়ানডে। তবে বৃষ্টিস্নাত দিনে দলের বিশ্রামের দিনও মাঠে এসেছেন তামিম ইকবাল। তাঁর সঙ্গে এসেছেন প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে, স্পিন কোচ হেরাথ ও বাংলাদেশ দলের লজিস্টিকস ম্যানেজার নাফিস ইকবাল। তাঁদের নিয়ে ইনডোরে ব্যাটিং অনুশীলন করেছেন তামিম।
ব্যাটিংয়ে সময়টা ভালো যাচ্ছে না তামিমের। গতকাল প্রথম ওয়ানডেতে আউট হয়েছেন ৩ রান করে। ব্যাটে রান ফেরাতেই হয়তো একা অনুশীলনে তামিম। ব্যাটার তামিম রান না পেলেও দল উড়ছে দারুণভাবে। সাকিব-হৃদয়দের দুর্দান্ত ব্যাটিংয়ের পর আয়ারল্যান্ডকে গুটিয়ে দিয়েছেন বাংলাদেশের পেসাররা। দুই পেসার ইবাদত আর তাসকিন মিলে নিয়েছেন ৬ উইকেট।
দলের পেস বোলিং বিভাগ নিয়ে স্পিন কোচ হেরাথ বলেছেন, ‘পেসাররা আমাদের সবাইকে অনুপ্রাণিত করছে। এখন আমাদের দুর্দান্ত ফাস্ট বোলিং আক্রমণ আছে। সব মিলিয়ে আমাদের দারুণ ব্যাটিং, বোলিং ও স্পিন আক্রমণ আছে। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো ব্যাপার।’ গতকাল স্পিনে ভালো করেছেন ইংল্যান্ড সিরিজের পর দলে ফেরা নাসুম আহমেদ।
নাসুমকে নিয়ে হেরাথ বলেছেন, ‘সে দারুণ বোলিং করে ৩ উইকেট নিয়েছে। আমার মনে হয় তারা ভিন্ন ভিন্ন কন্ডিশনের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিচ্ছে। আমি খুবই গর্বিত যে তারা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিচ্ছে এবং উইকেট পড়তে পারছে। উইকেটে যখন কোনো সহায়তা থাকবে না, এটা বেশ চ্যালেঞ্জের।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৫ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৫ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫