নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে পেসারদের ওপর প্রত্যাশার কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান। প্রথম ওয়ানডের পর এবার সিরিজ নির্ধারণী ম্যাচেও প্রত্যাশা পূরণ করলেন তাসকিন-শরীফুলরা। আগে ফিল্ডিং পেলেও সুপারস্পোর্ট পার্কের ব্যাটিং স্বর্গে তোপ ঝেড়েছেন তাঁরা। এতেই স্বাগতিকদের ছোট স্কোরে আটকে দিয়েছে বাংলাদেশ।
আজ সেঞ্চুরিয়নে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাটিং করে ৩৭ ওভারে ১৫৪ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। বল হাতে দ্যুতি ছড়িয়ে ৫ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ।
সুপারস্পোর্ট পার্কের ব্যাটিং স্বর্গে যেকোনো দলই আগে ব্যাটিং করতে চাইবে। তাইতো টস জিতে ব্যাটিং নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। ফিল্ডিং পাওয়ায় হয়তো খানিকটা হতাশ হয়ে থাকতে পারেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। তবে বোলারদের দারুণ নৈপুণ্যতায় সেটা কেটে যাওয়ারই কথা বাংলাদেশের অধিনায়কের।
প্রোটিয়াদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে পেয়েছিল ৪৬ রানের সূচনা। তবে তারপরের গল্পটা বাংলাদেশের বোলারদের। একে একে পাঁচ ব্যাটারকে ফিরিয়ে প্রোটিয়াদের টপ অর্ডার ধসে দেন তাসকিন আহমেদ। এর মাঝে এই পেসারদের সঙ্গে দারুণ তাল মিলিয়েছেন শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানও।
প্রথম ওয়ানডের মতো ফের হাল ধরেছিলেন ডেভিড মিলার। ২৯ তম ওভারে তাসকিন তাঁকে ফেরাতেই খেই হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। সেই ওভারেই রাবাদাকে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন তাসকিন।
এরপর দ্রুত সাকিব লুঙ্গি এনগিডিকে আউট করে ও অধিনায়ক তামিম কেশব মহারাজকে রানআউট করেন স্বাগতিকদের লেজ ছেটে দেন।
দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে পেসারদের ওপর প্রত্যাশার কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান। প্রথম ওয়ানডের পর এবার সিরিজ নির্ধারণী ম্যাচেও প্রত্যাশা পূরণ করলেন তাসকিন-শরীফুলরা। আগে ফিল্ডিং পেলেও সুপারস্পোর্ট পার্কের ব্যাটিং স্বর্গে তোপ ঝেড়েছেন তাঁরা। এতেই স্বাগতিকদের ছোট স্কোরে আটকে দিয়েছে বাংলাদেশ।
আজ সেঞ্চুরিয়নে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাটিং করে ৩৭ ওভারে ১৫৪ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। বল হাতে দ্যুতি ছড়িয়ে ৫ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ।
সুপারস্পোর্ট পার্কের ব্যাটিং স্বর্গে যেকোনো দলই আগে ব্যাটিং করতে চাইবে। তাইতো টস জিতে ব্যাটিং নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। ফিল্ডিং পাওয়ায় হয়তো খানিকটা হতাশ হয়ে থাকতে পারেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। তবে বোলারদের দারুণ নৈপুণ্যতায় সেটা কেটে যাওয়ারই কথা বাংলাদেশের অধিনায়কের।
প্রোটিয়াদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে পেয়েছিল ৪৬ রানের সূচনা। তবে তারপরের গল্পটা বাংলাদেশের বোলারদের। একে একে পাঁচ ব্যাটারকে ফিরিয়ে প্রোটিয়াদের টপ অর্ডার ধসে দেন তাসকিন আহমেদ। এর মাঝে এই পেসারদের সঙ্গে দারুণ তাল মিলিয়েছেন শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানও।
প্রথম ওয়ানডের মতো ফের হাল ধরেছিলেন ডেভিড মিলার। ২৯ তম ওভারে তাসকিন তাঁকে ফেরাতেই খেই হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। সেই ওভারেই রাবাদাকে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন তাসকিন।
এরপর দ্রুত সাকিব লুঙ্গি এনগিডিকে আউট করে ও অধিনায়ক তামিম কেশব মহারাজকে রানআউট করেন স্বাগতিকদের লেজ ছেটে দেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫