ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে হবে বাংলাদেশের। নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজদের নিজেদের প্রমাণ করতে এটাই শেষ সুযোগ বলা যায়। অথচ চ্যাম্পিয়নস ট্রফির অধিনায়ক শান্ত বিপিএলে ম্যাচ খেলার সুযোগই পাচ্ছেন না।
এবারের বিপিএলে শান্ত খেলছেন ফরচুন বরিশালের হয়ে। দলটি এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে। টানা পাঁচ ম্যাচ জিতেছে। অথচ তিনি সবশেষ চার ম্যাচে একাদশেই সুযোগ পাননি। এরই মধ্যে গতকাল সন্ধ্যায় শান্ত নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন, ‘সেরাটা এখনো আসছে।’ মিরপুরে আজ সংবাদ সম্মেলনে যখন খুলনা টাইগার্সের অধিনায়ক মিরাজ এসেছেন, তখন এসেছে শান্তর প্রসঙ্গ। মিরাজ বলেন,‘দেখুন, আপনি যেটা বললেন এটা সম্পূর্ণ তাদের দলের সমন্বয়ের ব্যাপার। দলে (ফরচুন বরিশাল) যাঁরা আছেন, তাঁরাই বলতে পারবেন। এখানে ত্মবিশ্বাসের ব্যাপার আছে। দিনশেষে যেহেতু সে (শান্ত) ম্যাচ খেলছে না, সেক্ষেত্রে একজন ক্রিকেটার মানসিকভাবে ভেঙে পড়বে।’
এবারের বিপিএলে বরিশাল খেলেছে ১০ ম্যাচ। তবে শান্ত সুযোগ পেয়েছেন ৫ ম্যাচ। একটা ডাকও মেরেছেন। ১১৯.১৪ স্ট্রাইকরেটে সর্বসাকল্যে করেছেন ৫৬ রান। মিরাজের মতে শান্তর আরও ভালো খেলা উচিত ছিল এবারের বিপিএলে। খুলনা টাইগার্সের অধিনায়ক বলেন, ‘এখান থেকে সে কীভাবে নিজেকে গুছিয়ে নিচ্ছে, কীভাবে মানসিকভাবে প্রস্তুত হচ্ছে, সেটার ব্যাপারে হয়তো সে সিদ্ধান্ত নেবে। তবে হ্যাঁ, তার (শান্ত) সঙ্গে কথা হয়েছে। সে পারফর্ম করতে পারছে না। প্রথম দিকে হয়তো সুযোগ পেয়েছিল। আমরা দেখেছিলাম। কিন্তু সে যে মানের ক্রিকেটার, সেভাবে পারফর্ম করতে পারেনি।’
লিগ পর্বে ফরচুন বরিশালের এখনো দুই ম্যাচ বাকি। যার মধ্যে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের বরিশাল। যদি প্রথম কোয়ালিফায়ারে বরিশাল ওঠে, তাহলে একাধিক ম্যাচ খেলার সুযোগ থাকছে। শান্ত সুযোগ পেলে সেটা কাজে লাগাতে পারবেন বলে আশা করেন মিরাজ। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘আমি আশাবাদী যে সে যখন খেলবে, অবশ্যই পারফর্ম করবে। চ্যাম্পিয়নস ট্রফির আগে এক-দুইটা রান যদি করতে পারে, তাহলে তার আত্মবিশ্বাস ভালো থাকবে।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে হবে বাংলাদেশের। নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজদের নিজেদের প্রমাণ করতে এটাই শেষ সুযোগ বলা যায়। অথচ চ্যাম্পিয়নস ট্রফির অধিনায়ক শান্ত বিপিএলে ম্যাচ খেলার সুযোগই পাচ্ছেন না।
এবারের বিপিএলে শান্ত খেলছেন ফরচুন বরিশালের হয়ে। দলটি এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে। টানা পাঁচ ম্যাচ জিতেছে। অথচ তিনি সবশেষ চার ম্যাচে একাদশেই সুযোগ পাননি। এরই মধ্যে গতকাল সন্ধ্যায় শান্ত নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন, ‘সেরাটা এখনো আসছে।’ মিরপুরে আজ সংবাদ সম্মেলনে যখন খুলনা টাইগার্সের অধিনায়ক মিরাজ এসেছেন, তখন এসেছে শান্তর প্রসঙ্গ। মিরাজ বলেন,‘দেখুন, আপনি যেটা বললেন এটা সম্পূর্ণ তাদের দলের সমন্বয়ের ব্যাপার। দলে (ফরচুন বরিশাল) যাঁরা আছেন, তাঁরাই বলতে পারবেন। এখানে ত্মবিশ্বাসের ব্যাপার আছে। দিনশেষে যেহেতু সে (শান্ত) ম্যাচ খেলছে না, সেক্ষেত্রে একজন ক্রিকেটার মানসিকভাবে ভেঙে পড়বে।’
এবারের বিপিএলে বরিশাল খেলেছে ১০ ম্যাচ। তবে শান্ত সুযোগ পেয়েছেন ৫ ম্যাচ। একটা ডাকও মেরেছেন। ১১৯.১৪ স্ট্রাইকরেটে সর্বসাকল্যে করেছেন ৫৬ রান। মিরাজের মতে শান্তর আরও ভালো খেলা উচিত ছিল এবারের বিপিএলে। খুলনা টাইগার্সের অধিনায়ক বলেন, ‘এখান থেকে সে কীভাবে নিজেকে গুছিয়ে নিচ্ছে, কীভাবে মানসিকভাবে প্রস্তুত হচ্ছে, সেটার ব্যাপারে হয়তো সে সিদ্ধান্ত নেবে। তবে হ্যাঁ, তার (শান্ত) সঙ্গে কথা হয়েছে। সে পারফর্ম করতে পারছে না। প্রথম দিকে হয়তো সুযোগ পেয়েছিল। আমরা দেখেছিলাম। কিন্তু সে যে মানের ক্রিকেটার, সেভাবে পারফর্ম করতে পারেনি।’
লিগ পর্বে ফরচুন বরিশালের এখনো দুই ম্যাচ বাকি। যার মধ্যে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের বরিশাল। যদি প্রথম কোয়ালিফায়ারে বরিশাল ওঠে, তাহলে একাধিক ম্যাচ খেলার সুযোগ থাকছে। শান্ত সুযোগ পেলে সেটা কাজে লাগাতে পারবেন বলে আশা করেন মিরাজ। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘আমি আশাবাদী যে সে যখন খেলবে, অবশ্যই পারফর্ম করবে। চ্যাম্পিয়নস ট্রফির আগে এক-দুইটা রান যদি করতে পারে, তাহলে তার আত্মবিশ্বাস ভালো থাকবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে