তামিম ইকবাল ও মোহাম্মদ সাইফউদ্দিন—দুজনেরই পেশাদার ক্রিকেটে ফেরা এবারের বিপিএল দিয়ে। যেখানে সাইফউদ্দিন গত বছরের মে মাসের পর গতকাল ফিরেছেন পেশাদার ক্রিকেটে। দুজনেই এবার খেলছেন ফরচুন বরিশালের হয়ে।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গতকাল ফরচুন বরিশালকে ১৪৬ রানের লক্ষ্য দিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টি-টোয়েন্টিতে তা হয়তো আহামরি তেমন বড় লক্ষ্য নয়। তবে এই লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৯ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ফরচুন বরিশাল। বরিশাল অধিনায়ক তামিম নিজের প্রথম ৩৩ বলে করেন ৩১ রান। স্ট্রাইকরেট যেখানে ১০০-এরও কম। এরপর যখন ৩৪ বলে ৫৬ রান দরকার বরিশালের, সে সময় শহীদুল ইসলামের বল এগিয়ে খেলতে যান তামিম। হাত থেকে ব্যাট এক রকম ছুটে যাওয়ায় ব্যাকওয়ার্ড পয়েন্টে এজ হওয়া বল ক্যাচ ধরেন সৈকত আলি। ৪৬ বলে ৪৯ রান করেন তামিম, যা টি-টোয়েন্টির সঙ্গে মানানসই নয়। শেষ পর্যন্ত বরিশালও ম্যাচ হেরে যায় ১৬ রানে।
ম্যাচ শেষে ফরচুন বরিশালের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন ফ্র্যাঞ্চাইজিটির কোচ মিজানুর রহমান বাবুল। তামিমের ব্যাটিং প্রসঙ্গে বাবুল বলেন, ‘তামিম যতক্ষণ খেলেছে, ম্যাচটা আমাদের পক্ষেই ছিল। ১০ রান করে দরকার ছিল তখন। শহীদুলের ওভারে তামিম আউট হয়েছে। রান বাড়াতে সুযোগ নিতে চেয়েছিল। সে (তামিম) সেট ব্যাটার, তাকেই সুযোগ নিতে হতো। হাত থেকে ব্যাট ছুটে গিয়েছে, ঠিকমতো সংযোগ করতে পারেনি।’
অন্যদিকে ৯ মাস পর পেশাদার ক্রিকেটে ফেরা সাইফুদ্দিন গতকাল ব্যাটিং করেন ৮ নম্বরে। সাইফুদ্দিন যখন নামেন, তখন বরিশালের জয়ের সমীকরণ ছিল ২১ বলে ৪৮ রানের। সেই সময় নেমে ১৮ বলে দুটি করে চার ও ছক্কায় ৩০ রান করে অপরাজিত থাকেন সাইফুদ্দিন। সাইফউদ্দিনের ব্যাটিংয়ের প্রশংসা করে বাবুল বলেন, ‘সাইফউদ্দিন যখন ব্যাট করছিল, তখন ১৮-২০ রান করে দরকার। তখন কিছু করার ছিল না তার। ৩-৪টা বল ভালোভাবে সংযোগ করতে পেরেছে। লোয়ার অর্ডারে এরকমই খেলে সাইফউদ্দিন।’
তামিম ইকবাল ও মোহাম্মদ সাইফউদ্দিন—দুজনেরই পেশাদার ক্রিকেটে ফেরা এবারের বিপিএল দিয়ে। যেখানে সাইফউদ্দিন গত বছরের মে মাসের পর গতকাল ফিরেছেন পেশাদার ক্রিকেটে। দুজনেই এবার খেলছেন ফরচুন বরিশালের হয়ে।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গতকাল ফরচুন বরিশালকে ১৪৬ রানের লক্ষ্য দিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টি-টোয়েন্টিতে তা হয়তো আহামরি তেমন বড় লক্ষ্য নয়। তবে এই লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৯ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ফরচুন বরিশাল। বরিশাল অধিনায়ক তামিম নিজের প্রথম ৩৩ বলে করেন ৩১ রান। স্ট্রাইকরেট যেখানে ১০০-এরও কম। এরপর যখন ৩৪ বলে ৫৬ রান দরকার বরিশালের, সে সময় শহীদুল ইসলামের বল এগিয়ে খেলতে যান তামিম। হাত থেকে ব্যাট এক রকম ছুটে যাওয়ায় ব্যাকওয়ার্ড পয়েন্টে এজ হওয়া বল ক্যাচ ধরেন সৈকত আলি। ৪৬ বলে ৪৯ রান করেন তামিম, যা টি-টোয়েন্টির সঙ্গে মানানসই নয়। শেষ পর্যন্ত বরিশালও ম্যাচ হেরে যায় ১৬ রানে।
ম্যাচ শেষে ফরচুন বরিশালের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন ফ্র্যাঞ্চাইজিটির কোচ মিজানুর রহমান বাবুল। তামিমের ব্যাটিং প্রসঙ্গে বাবুল বলেন, ‘তামিম যতক্ষণ খেলেছে, ম্যাচটা আমাদের পক্ষেই ছিল। ১০ রান করে দরকার ছিল তখন। শহীদুলের ওভারে তামিম আউট হয়েছে। রান বাড়াতে সুযোগ নিতে চেয়েছিল। সে (তামিম) সেট ব্যাটার, তাকেই সুযোগ নিতে হতো। হাত থেকে ব্যাট ছুটে গিয়েছে, ঠিকমতো সংযোগ করতে পারেনি।’
অন্যদিকে ৯ মাস পর পেশাদার ক্রিকেটে ফেরা সাইফুদ্দিন গতকাল ব্যাটিং করেন ৮ নম্বরে। সাইফুদ্দিন যখন নামেন, তখন বরিশালের জয়ের সমীকরণ ছিল ২১ বলে ৪৮ রানের। সেই সময় নেমে ১৮ বলে দুটি করে চার ও ছক্কায় ৩০ রান করে অপরাজিত থাকেন সাইফুদ্দিন। সাইফউদ্দিনের ব্যাটিংয়ের প্রশংসা করে বাবুল বলেন, ‘সাইফউদ্দিন যখন ব্যাট করছিল, তখন ১৮-২০ রান করে দরকার। তখন কিছু করার ছিল না তার। ৩-৪টা বল ভালোভাবে সংযোগ করতে পেরেছে। লোয়ার অর্ডারে এরকমই খেলে সাইফউদ্দিন।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫