সুপার টুয়েলভের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের নায়ক ছিলেন তাসকিন আহমেদ। আগামীকাল সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশ। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে তাসকিনের মতো বাংলাদেশের নায়ক হবেন কে সেই খোঁজ করছেন সাকিব। আজ সংবাদ সম্মেলনে এসে এমনটিই জানিয়েছেন তিনি।
বাংলাদেশ দলে অনেকেই আছেন, যাঁরা হিরো হতে পারেন এমনটি মনে করছেন সাকিব। এ বিষয়ে তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টি হচ্ছে মোমেন্টামের খেলা। তাই মোমেন্টামটা ধরার সঙ্গে সেটা বজায় রাখাও খুবই গুরুত্বপূর্ণ। ওয়ানডে ও টেস্টের মতো টি-টোয়েন্টিতে পারফরমারের সংখ্যা খুব বেশি থাকে না। কম পারফরমার থাকে, কিন্তু পারফরম্যান্সটা বড় করতে হয়। আশা করছি কালকে আর একটি সুযোগ থাকছে। যারা একাদশে খেলবে তাদের মধ্যে কারও একজন হিরো হওয়ার সম্ভাবনা আছে। এই হিরোটা কে হবে সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
সাকিবের বিশ্বাস, আগামীকালের ম্যাচেও কেউ একজন হিরো হবেন। তিনি ক্রিকেটারদের ওপর বিশ্বাস রেখে বলেছেন, ‘ওপেনারদের সুযোগ আছে বিশ ওভার ব্যাটিং করার। তাই কেন তারা করতে পারবে না? বিশ্বাস করি তারা করতে পারবে। কিংবা বোলাররা ডাচদের বিপক্ষে যেভাবে বোলিং করেছে, কেন আমরা ১০ উইকেট নিতে পারব না?’
আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আক্রমণাত্মক ও রোমাঞ্চকর ম্যাচ খেলার কথাও বলেছেন সাকিব। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আমাদের মানসিকতাই থাকবে এমন যে, আমরা খোলা মনে খেলাটা উপভোগ করতে চাই। আর অবশ্যই আক্রমণাত্মক ও রোমাঞ্চকর ম্যাচ খেলতে চাই। আর দিন শেষে অবশ্যই হাসিমুখে ফিরতে চাই।’
আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।
সুপার টুয়েলভের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের নায়ক ছিলেন তাসকিন আহমেদ। আগামীকাল সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশ। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে তাসকিনের মতো বাংলাদেশের নায়ক হবেন কে সেই খোঁজ করছেন সাকিব। আজ সংবাদ সম্মেলনে এসে এমনটিই জানিয়েছেন তিনি।
বাংলাদেশ দলে অনেকেই আছেন, যাঁরা হিরো হতে পারেন এমনটি মনে করছেন সাকিব। এ বিষয়ে তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টি হচ্ছে মোমেন্টামের খেলা। তাই মোমেন্টামটা ধরার সঙ্গে সেটা বজায় রাখাও খুবই গুরুত্বপূর্ণ। ওয়ানডে ও টেস্টের মতো টি-টোয়েন্টিতে পারফরমারের সংখ্যা খুব বেশি থাকে না। কম পারফরমার থাকে, কিন্তু পারফরম্যান্সটা বড় করতে হয়। আশা করছি কালকে আর একটি সুযোগ থাকছে। যারা একাদশে খেলবে তাদের মধ্যে কারও একজন হিরো হওয়ার সম্ভাবনা আছে। এই হিরোটা কে হবে সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
সাকিবের বিশ্বাস, আগামীকালের ম্যাচেও কেউ একজন হিরো হবেন। তিনি ক্রিকেটারদের ওপর বিশ্বাস রেখে বলেছেন, ‘ওপেনারদের সুযোগ আছে বিশ ওভার ব্যাটিং করার। তাই কেন তারা করতে পারবে না? বিশ্বাস করি তারা করতে পারবে। কিংবা বোলাররা ডাচদের বিপক্ষে যেভাবে বোলিং করেছে, কেন আমরা ১০ উইকেট নিতে পারব না?’
আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আক্রমণাত্মক ও রোমাঞ্চকর ম্যাচ খেলার কথাও বলেছেন সাকিব। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আমাদের মানসিকতাই থাকবে এমন যে, আমরা খোলা মনে খেলাটা উপভোগ করতে চাই। আর অবশ্যই আক্রমণাত্মক ও রোমাঞ্চকর ম্যাচ খেলতে চাই। আর দিন শেষে অবশ্যই হাসিমুখে ফিরতে চাই।’
আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫