নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী ৭ আগস্ট বাংলাদেশে আসছে বিশ্বকাপের ট্রফি। অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের ট্রফি এখন আছে পাকিস্তানে। এরপর এটি যাবে শ্রীলঙ্কায়।
শ্রীলঙ্কা হয়ে বিশ্বকাপের ট্রফির পরের গন্তব্য বাংলাদেশ। বাংলাদেশে তিন দিন থাকার কথা বিশ্বকাপের ট্রফি। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, পদ্মা সেতুকে ব্যাকগ্রাউন্ড করে বিশ্বকাপ ট্রফির ফটোসেশনের পরিকল্পনা করছেন তাঁরা। গতবার যেটা হয়েছিল জাতীয় সংসদ ভবনে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা আজকের পত্রিকাকে বললেন, ‘আইসিসি সাধারণত সব দেশের আইকোনিক লোকেশনে ট্রফি রেখে ফটোসেশন করে থাকে। সে হিসেবে আমাদের দেশে পদ্মা সেতু হতে পারে আইকোনিক স্পট। এটা যেহেতু আমাদের গর্বের বিষয়। সেতুর ওপরে নয়, সেতুকে ব্যাকগ্রাউন্ড করে একটা জায়গা থেকে ছবিটা তোলা হবে। সেই ছবি আইসিসি পরে ব্যবহার করবে।’
শুধু পদ্মা সেতুতে নয়, সাধারণ দর্শকদেরও ট্রফি দেখার ব্যবস্থা থাকছে। রাজধানীর বড় কোনো শপিং মলে দর্শকদের ট্রফি দেখার ব্যবস্থা করা হবে। বসুন্ধরা শপিং মলে ট্রফি দেখানো হতে পারে। তিন দিনের সূচিতে বিশ্বকাপ ট্রফি যাবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেও। সেখানে ক্রিকেটার ও বোর্ড কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশন হবে।
প্রতি বিশ্বকাপের আগেই বিশ্বভ্রমণে বের হয় বিশ্বকাপের ট্রফি। ব্যতিক্রম হচ্ছে না এবারও। গত ২৭ জুন ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফি উন্মোচন হয়। তবে ট্রফির বিভিন্ন দেশে ঘোরা শুরু হয় ১৪ জুলাই থেকে। সব মিলিয়ে মোট ১৭টি দেশ ঘোরার কথা এই ট্রফির। বাংলাদেশ থেকে এটার পরের গন্তব্য হবে কুয়েত।
আগামী ৭ আগস্ট বাংলাদেশে আসছে বিশ্বকাপের ট্রফি। অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের ট্রফি এখন আছে পাকিস্তানে। এরপর এটি যাবে শ্রীলঙ্কায়।
শ্রীলঙ্কা হয়ে বিশ্বকাপের ট্রফির পরের গন্তব্য বাংলাদেশ। বাংলাদেশে তিন দিন থাকার কথা বিশ্বকাপের ট্রফি। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, পদ্মা সেতুকে ব্যাকগ্রাউন্ড করে বিশ্বকাপ ট্রফির ফটোসেশনের পরিকল্পনা করছেন তাঁরা। গতবার যেটা হয়েছিল জাতীয় সংসদ ভবনে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা আজকের পত্রিকাকে বললেন, ‘আইসিসি সাধারণত সব দেশের আইকোনিক লোকেশনে ট্রফি রেখে ফটোসেশন করে থাকে। সে হিসেবে আমাদের দেশে পদ্মা সেতু হতে পারে আইকোনিক স্পট। এটা যেহেতু আমাদের গর্বের বিষয়। সেতুর ওপরে নয়, সেতুকে ব্যাকগ্রাউন্ড করে একটা জায়গা থেকে ছবিটা তোলা হবে। সেই ছবি আইসিসি পরে ব্যবহার করবে।’
শুধু পদ্মা সেতুতে নয়, সাধারণ দর্শকদেরও ট্রফি দেখার ব্যবস্থা থাকছে। রাজধানীর বড় কোনো শপিং মলে দর্শকদের ট্রফি দেখার ব্যবস্থা করা হবে। বসুন্ধরা শপিং মলে ট্রফি দেখানো হতে পারে। তিন দিনের সূচিতে বিশ্বকাপ ট্রফি যাবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেও। সেখানে ক্রিকেটার ও বোর্ড কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশন হবে।
প্রতি বিশ্বকাপের আগেই বিশ্বভ্রমণে বের হয় বিশ্বকাপের ট্রফি। ব্যতিক্রম হচ্ছে না এবারও। গত ২৭ জুন ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফি উন্মোচন হয়। তবে ট্রফির বিভিন্ন দেশে ঘোরা শুরু হয় ১৪ জুলাই থেকে। সব মিলিয়ে মোট ১৭টি দেশ ঘোরার কথা এই ট্রফির। বাংলাদেশ থেকে এটার পরের গন্তব্য হবে কুয়েত।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫