রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে চলছে শেখ কামাল অনূর্ধ্ব-১৮ ন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল। সেমিতে খেলছে ঢাকা মেট্রো অনূর্ধ্ব-১৮ ও বিকেএসপি অনূর্ধ্ব-১৮। সেই ম্যাচেই এক রেকর্ড গড়ে বসলেন রিফাত বেগ।
রিফাত খেলছেন বিকেএসপি অনূর্ধ্ব-১৮ দলের হয়ে। ওপেনিংয়ে নেমে ব্যাটিং করেছেন ৬৫০ মিনিট। প্রায় ১১ ঘণ্টার ম্যারাথন ব্যাটিংয়ে করলেন অপরাজিত ৩২০ রান। তাতে বিসিবির অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টে প্রথম ট্রিপল সেঞ্চুরির কীর্তিও গড়ে ফেললেন তিনি। ৪৮৩ বলের ইনিংসে মেরেছেন ২৯ চার ও ৪ ছক্কা। রিফাতের ট্রিপল সেঞ্চুরির কীর্তিতে বিকেএসপি অনূর্ধ্ব-১৮ দল নিজেদের প্রথম ইনিংসে ৫৪৯ রানে অলআউট হয়েছে। দলটির দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান করেছেন আরেক ওপেনার ফাহিম মুনতাসির।
ঢাকা মেট্রো অনূর্ধ্ব-১৮ ও বিকেএসপি অনূর্ধ্ব-১৮ দলের ম্যাচ শুরু হয়েছে ৯ ফেব্রুয়ারি। টস জিতে প্রথমে ব্যাটিং করে ঢাকা মেট্রো প্রথম ইনিংসে ১৪৩ রানে অলআউট হয়েছে। জবাবে ৫৪৯ রান করে বিকেএসপি পায় ৪০৬ রানের বিশাল লিড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা মেট্রো তাদের দ্বিতীয় ইনিংসে ২৭.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে করেছে ১০০ রান। ফারনাদ হোসেন রাহিন ব্যাটিং করছেন ৬৫ রানে। ৮৯ বলের ইনিংসে মেরেছেন ৫ চার ও ২ ছক্কা। আরেক ওপেনার পারভেজ ইসলাম ইমন অপরাজিত আছেন ৩০ রান করে। ইনিংস পরাজয় এড়াতে এখনো ৩০৬ রান পেছনে ঢাকা মেট্রো।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে চলছে শেখ কামাল অনূর্ধ্ব-১৮ ন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল। সেমিতে খেলছে ঢাকা মেট্রো অনূর্ধ্ব-১৮ ও বিকেএসপি অনূর্ধ্ব-১৮। সেই ম্যাচেই এক রেকর্ড গড়ে বসলেন রিফাত বেগ।
রিফাত খেলছেন বিকেএসপি অনূর্ধ্ব-১৮ দলের হয়ে। ওপেনিংয়ে নেমে ব্যাটিং করেছেন ৬৫০ মিনিট। প্রায় ১১ ঘণ্টার ম্যারাথন ব্যাটিংয়ে করলেন অপরাজিত ৩২০ রান। তাতে বিসিবির অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টে প্রথম ট্রিপল সেঞ্চুরির কীর্তিও গড়ে ফেললেন তিনি। ৪৮৩ বলের ইনিংসে মেরেছেন ২৯ চার ও ৪ ছক্কা। রিফাতের ট্রিপল সেঞ্চুরির কীর্তিতে বিকেএসপি অনূর্ধ্ব-১৮ দল নিজেদের প্রথম ইনিংসে ৫৪৯ রানে অলআউট হয়েছে। দলটির দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান করেছেন আরেক ওপেনার ফাহিম মুনতাসির।
ঢাকা মেট্রো অনূর্ধ্ব-১৮ ও বিকেএসপি অনূর্ধ্ব-১৮ দলের ম্যাচ শুরু হয়েছে ৯ ফেব্রুয়ারি। টস জিতে প্রথমে ব্যাটিং করে ঢাকা মেট্রো প্রথম ইনিংসে ১৪৩ রানে অলআউট হয়েছে। জবাবে ৫৪৯ রান করে বিকেএসপি পায় ৪০৬ রানের বিশাল লিড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা মেট্রো তাদের দ্বিতীয় ইনিংসে ২৭.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে করেছে ১০০ রান। ফারনাদ হোসেন রাহিন ব্যাটিং করছেন ৬৫ রানে। ৮৯ বলের ইনিংসে মেরেছেন ৫ চার ও ২ ছক্কা। আরেক ওপেনার পারভেজ ইসলাম ইমন অপরাজিত আছেন ৩০ রান করে। ইনিংস পরাজয় এড়াতে এখনো ৩০৬ রান পেছনে ঢাকা মেট্রো।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫