নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তপ্ত রোদে তৃপ্তির ঢেঁকুর তোলার কোনো সুযোগ নেই আফগানিস্তানের বোলারদের। ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুধু বলই করে যাচ্ছেন, কিন্তু ঘামের মূল্যে খেয়েছেন শুধু বাংলাদেশ ব্যাটারদের পিটুনি। তৃতীয় দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত উইকেট নিতে পেরেছেন মাত্র তিনটি। দ্বিতীয় ইনিংসে ৫.৪০ হারে রানও বাড়ছে তরতরিয়ে। ৩৭৮ রান করে চা-বিরতিতে গেছে বাংলাদেশ।
ততক্ষণে বাংলাদেশের লিড তথা লক্ষ্য জায়গা করে নিয়ে রেকর্ড বইয়ের শীর্ষস্থানে। প্রথম ইনিংসে ২৩৬ রানে এগিয়ে থাকা স্বাগতিকদের এ পর্যন্ত লিড হলো ৬১৪ রান। মুমিনুল হক ৯৫ ও লিটন দাস ৪৮ রানে অপরাজিত আছেন।
এ পর্যন্ত টেস্ট তালিকায় এটাই বাংলাদেশে সর্বোচ্চ লক্ষ্য দেওয়ার রেকর্ড, যদিও এখনো লক্ষ্য ঘোষণা শেষ হয়নি। তৃতীয় সেশনেও ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। এর আগে ২০১৪ সালে জিম্বাবুয়েকে হারারেতে ৪৭৭ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। সেটাই ছিল এত দিন সর্বোচ্চ লক্ষ্য দেওয়ার রেকর্ড। এবার সেটিকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ।
শুধু নিজেদের রেকর্ডই ভাঙেনি, জায়গা করে নিয়েছে বিশ্ব ক্রিকেটের রেকর্ড বইয়েও। টেস্টে ৬১৪ রান ইতিমধ্যে লক্ষ্য দেওয়ার ক্ষেত্রে পঞ্চম স্থানে নাম লিখিয়েছে। ১৯৩০ সালে কিংস্টোনে ওয়েস্ট ইন্ডিজকে সর্বোচ্চ ৮৩৬ রানের লক্ষ্য দেয় ইংল্যান্ড। ১৯৬৯ সালে সিডনিতে উইন্ডিজদের ৭৩৫ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া।
১৯৩৯ সালে ডারবানে ইংল্যান্ডকে ৬৯৬ রানের লক্ষ্য দেয় দক্ষিণ আফ্রিকা এবং ২০০৬ সালে ব্রিসবেনে ইংলিশদের ৬৪৮ রানের পাহাড়সম লক্ষ্য দিয়েছিল অজিরা। বাংলাদেশের সুযোগ আছে। ২০২৩ সালে মিরপুরে বাংলাদেশের সুযোগ আছে নিজেদের রেকর্ড আরো সমৃদ্ধ করার।
এর আগে প্রথম ইনিংসে সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ইনিংসেও করেছেন সেঞ্চুরি। ১৫১ বলে খেলেছেন ১২৪ রানের অসাধারণ এক ইনিংস। ৭১ রানে আউট হন জাকির হাসান। মুশফিকুর রহিম রিভার্স সুইপে ক্যাচ দিয়ে ফিরেছেন ৮ রানে।
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ টার্গেট
রান প্রতিপক্ষ ভেন্যু সাল
৬৬২ আফগানিস্তান মিরপুর ২০২৩
৪৭৭ জিম্বাবুয়ে হারারে ২০২১
৪৪৯ জিম্বাবুয়ে চট্টগ্রাম ২০১৪
৪৪৩ জিম্বাবুয়ে মিরপুর ২০১৮
৪০১ জিম্বাবুয়ে হারারে ২০১৩
তপ্ত রোদে তৃপ্তির ঢেঁকুর তোলার কোনো সুযোগ নেই আফগানিস্তানের বোলারদের। ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুধু বলই করে যাচ্ছেন, কিন্তু ঘামের মূল্যে খেয়েছেন শুধু বাংলাদেশ ব্যাটারদের পিটুনি। তৃতীয় দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত উইকেট নিতে পেরেছেন মাত্র তিনটি। দ্বিতীয় ইনিংসে ৫.৪০ হারে রানও বাড়ছে তরতরিয়ে। ৩৭৮ রান করে চা-বিরতিতে গেছে বাংলাদেশ।
ততক্ষণে বাংলাদেশের লিড তথা লক্ষ্য জায়গা করে নিয়ে রেকর্ড বইয়ের শীর্ষস্থানে। প্রথম ইনিংসে ২৩৬ রানে এগিয়ে থাকা স্বাগতিকদের এ পর্যন্ত লিড হলো ৬১৪ রান। মুমিনুল হক ৯৫ ও লিটন দাস ৪৮ রানে অপরাজিত আছেন।
এ পর্যন্ত টেস্ট তালিকায় এটাই বাংলাদেশে সর্বোচ্চ লক্ষ্য দেওয়ার রেকর্ড, যদিও এখনো লক্ষ্য ঘোষণা শেষ হয়নি। তৃতীয় সেশনেও ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। এর আগে ২০১৪ সালে জিম্বাবুয়েকে হারারেতে ৪৭৭ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। সেটাই ছিল এত দিন সর্বোচ্চ লক্ষ্য দেওয়ার রেকর্ড। এবার সেটিকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ।
শুধু নিজেদের রেকর্ডই ভাঙেনি, জায়গা করে নিয়েছে বিশ্ব ক্রিকেটের রেকর্ড বইয়েও। টেস্টে ৬১৪ রান ইতিমধ্যে লক্ষ্য দেওয়ার ক্ষেত্রে পঞ্চম স্থানে নাম লিখিয়েছে। ১৯৩০ সালে কিংস্টোনে ওয়েস্ট ইন্ডিজকে সর্বোচ্চ ৮৩৬ রানের লক্ষ্য দেয় ইংল্যান্ড। ১৯৬৯ সালে সিডনিতে উইন্ডিজদের ৭৩৫ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া।
১৯৩৯ সালে ডারবানে ইংল্যান্ডকে ৬৯৬ রানের লক্ষ্য দেয় দক্ষিণ আফ্রিকা এবং ২০০৬ সালে ব্রিসবেনে ইংলিশদের ৬৪৮ রানের পাহাড়সম লক্ষ্য দিয়েছিল অজিরা। বাংলাদেশের সুযোগ আছে। ২০২৩ সালে মিরপুরে বাংলাদেশের সুযোগ আছে নিজেদের রেকর্ড আরো সমৃদ্ধ করার।
এর আগে প্রথম ইনিংসে সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ইনিংসেও করেছেন সেঞ্চুরি। ১৫১ বলে খেলেছেন ১২৪ রানের অসাধারণ এক ইনিংস। ৭১ রানে আউট হন জাকির হাসান। মুশফিকুর রহিম রিভার্স সুইপে ক্যাচ দিয়ে ফিরেছেন ৮ রানে।
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ টার্গেট
রান প্রতিপক্ষ ভেন্যু সাল
৬৬২ আফগানিস্তান মিরপুর ২০২৩
৪৭৭ জিম্বাবুয়ে হারারে ২০২১
৪৪৯ জিম্বাবুয়ে চট্টগ্রাম ২০১৪
৪৪৩ জিম্বাবুয়ে মিরপুর ২০১৮
৪০১ জিম্বাবুয়ে হারারে ২০১৩
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫