নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
সাকিব আল হাসান নেই। সেই অভাব যেন বুঝতেই দিচ্ছেন না তাইজুল ইসলাম। আগের দিনেই বাংলাদেশের ওপর চড়ে বসা পাকিস্তানকে তৃতীয় দিনে কি দুর্দান্তভাবেই না মাটিতে নামালেন বাঁহাতি স্পিনার। ৬ উইকেট নিয়ে বলতে গেলে একাই পাকিস্তানকে ধসিয়ে দিয়েছেন এই স্পিনার।
সকালটা ভালোভাবে শুরু হলে নাকি পুরো দিনটাও ভালো কাটে। তাইজুলের কল্যাণে চট্টগ্রাম টেস্টের তৃতীয়দিনে সেই ভালো সকালটা পেয়ে যায় বাংলাদেশ। দিনের প্রথম ওভারেই টানা দুই বলে দুই উইকেট তুলে নিয়ে দলকে পথ দেখানো শুরু করেন তাইজুল। সেই যে শুরুতে ছন্দটা পেয়ে গেলেন, বাঁহাতি স্পিনার সেটির ধারাবাহিকতা ধরে রাখলেন শেষ পর্যন্ত।
এই ছয় উইকেট নেওয়ার পথে দারুণ এক কীর্তিও গড়েছেন তাইজুল। নবম বাংলাদেশি বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০ উইকেটের মাইলফলকে পৌঁছেছেন এই বাঁহাতি স্পিনার। চোটের কারণে সাকিব আল হাসান খেলতে না পারায় বাংলাদেশ দলের বাঁহাতি স্পিন বিভাগের দায়িত্বটা পড়েছিল তাইজুলের কাঁধে। সেই দায়িত্ব দুর্দান্তভাবেই পালন করেছেন তিনি।
আগের দিনের বিনা উইকেটে ১৪৫ রান নিয়ে এদিন ব্যাটিং শুরু করেন আবিদ আলী আর আবদুল্লাহ শফিক। প্রথম ওভারে বোলিংয়ে এসেই বাজিমাত করেন তাইজুলের। ওভারের চতুর্থ বলেই এলবিডব্লুর ফাঁদে ফেলেন আব্দুল্লাহকে (৫২)। শফিক ফেরার পর উইকেটে এসে কিছু বুঝে ওঠার আগেই তাইজুলের আরেক দুরন্ত ডেলিভারিতে শেষ আজহার আলীও।
শুরুতে দুই উইকেট তুলে নেওয়ার পর আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেন তাইজুল। ইনিংসের ৭৮ তম ওভারের তৃতীয় বলে অভিজ্ঞ ব্যাটার ফাওয়াদ আলমকে উইকেটের পেছনে লিটন কুমার দাসের হাতে ক্যাচে পরিণত করেন। তাতেই ১৫০ উইকেটের ক্লাবে প্রবেশ করেন এই টেস্ট স্পেশালিস্ট বোলার। এরপর হাসান আলীকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে পূর্ণ করেন পাঁচ উইকেট। এ নিয়ে টেস্টে ৯ম বারের মতো পাঁচ উইকেট শিকার করলেন বাঁহাতি স্পিনার। শেষ দিকে নোমান আলীকে এলভিডব্লু করে পাকিস্তানকে দ্রুত থামিয়ে দেওয়ার কাজটাও সারেন তাইজুল।
তাইজুলের আগে ৮ জন বাংলাদেশি বোলার ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। এরা হলেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ রফিক, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ।
সাকিব আল হাসান নেই। সেই অভাব যেন বুঝতেই দিচ্ছেন না তাইজুল ইসলাম। আগের দিনেই বাংলাদেশের ওপর চড়ে বসা পাকিস্তানকে তৃতীয় দিনে কি দুর্দান্তভাবেই না মাটিতে নামালেন বাঁহাতি স্পিনার। ৬ উইকেট নিয়ে বলতে গেলে একাই পাকিস্তানকে ধসিয়ে দিয়েছেন এই স্পিনার।
সকালটা ভালোভাবে শুরু হলে নাকি পুরো দিনটাও ভালো কাটে। তাইজুলের কল্যাণে চট্টগ্রাম টেস্টের তৃতীয়দিনে সেই ভালো সকালটা পেয়ে যায় বাংলাদেশ। দিনের প্রথম ওভারেই টানা দুই বলে দুই উইকেট তুলে নিয়ে দলকে পথ দেখানো শুরু করেন তাইজুল। সেই যে শুরুতে ছন্দটা পেয়ে গেলেন, বাঁহাতি স্পিনার সেটির ধারাবাহিকতা ধরে রাখলেন শেষ পর্যন্ত।
এই ছয় উইকেট নেওয়ার পথে দারুণ এক কীর্তিও গড়েছেন তাইজুল। নবম বাংলাদেশি বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০ উইকেটের মাইলফলকে পৌঁছেছেন এই বাঁহাতি স্পিনার। চোটের কারণে সাকিব আল হাসান খেলতে না পারায় বাংলাদেশ দলের বাঁহাতি স্পিন বিভাগের দায়িত্বটা পড়েছিল তাইজুলের কাঁধে। সেই দায়িত্ব দুর্দান্তভাবেই পালন করেছেন তিনি।
আগের দিনের বিনা উইকেটে ১৪৫ রান নিয়ে এদিন ব্যাটিং শুরু করেন আবিদ আলী আর আবদুল্লাহ শফিক। প্রথম ওভারে বোলিংয়ে এসেই বাজিমাত করেন তাইজুলের। ওভারের চতুর্থ বলেই এলবিডব্লুর ফাঁদে ফেলেন আব্দুল্লাহকে (৫২)। শফিক ফেরার পর উইকেটে এসে কিছু বুঝে ওঠার আগেই তাইজুলের আরেক দুরন্ত ডেলিভারিতে শেষ আজহার আলীও।
শুরুতে দুই উইকেট তুলে নেওয়ার পর আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেন তাইজুল। ইনিংসের ৭৮ তম ওভারের তৃতীয় বলে অভিজ্ঞ ব্যাটার ফাওয়াদ আলমকে উইকেটের পেছনে লিটন কুমার দাসের হাতে ক্যাচে পরিণত করেন। তাতেই ১৫০ উইকেটের ক্লাবে প্রবেশ করেন এই টেস্ট স্পেশালিস্ট বোলার। এরপর হাসান আলীকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে পূর্ণ করেন পাঁচ উইকেট। এ নিয়ে টেস্টে ৯ম বারের মতো পাঁচ উইকেট শিকার করলেন বাঁহাতি স্পিনার। শেষ দিকে নোমান আলীকে এলভিডব্লু করে পাকিস্তানকে দ্রুত থামিয়ে দেওয়ার কাজটাও সারেন তাইজুল।
তাইজুলের আগে ৮ জন বাংলাদেশি বোলার ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। এরা হলেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ রফিক, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫