নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
এজাজ প্যাটেলকে ছক্কা মেরে রানের খাতা খুলেছিলেন নাজমুল হোসেন শান্ত। ৩৭ রানের ইনিংসে ৩টি ছক্কা ও ২টি চারের বাউন্ডারি। সবগুলো বাউন্ডারি পরপর এই স্পিনারের তিন ওভারে মেরেছেন এই বাঁহাতি ব্যাটার। শান্তর ব্যাটিংয়ের ধরন দেখে মনে হচ্ছিল, কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলতে মাঠে নেমেছেন!
কিন্তু পাঁচ দিনের ম্যাচ, সময়-সুযোগ সবই ছিল। আগ্রাসী হওয়ার মাঝেও একটু সাবধানী ব্যাটিং করার কথা যেন ভুলেই গেলেন বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন অধিনায়ক শান্ত। কালো ব্লেজার পরে টস করে বাংলাদেশের ১৩তম টেস্ট অধিনায়ক হিসেবে নাম লেখালেন। সুযোগ পেয়েছিলেন ব্যাটিংয়ে দারুণ কিছু কারারও। তবে শান্ত যেভাবে নিজের উইকেট দিয়েছেন, প্রথম সেশনে এটাই বাংলাদেশের বড় ‘দুঃখ’।
২৪তম ওভারে গ্লেন ফিলিপসের ফুলটস বল তুলে মারতে গিয়ে মিডঅনে কেন উইলিয়ামসনকে ক্যাচ দেন। ৩৫ বলে ৩৭ রানে ফেরেন শান্ত। ভাঙে দ্বিতীয় উইকেটে মাহমুদুল হাসান জয়ের সঙ্গে তাঁর ৫৩ রানের জুটি। প্রথম সেশন শেষে ২৭ ওভারে ২ উইকেটে ১০৪ রান তুলেছে বাংলাদেশ দল।
সিলেট টেস্টে নিজের প্রত্যাশামতো টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শান্ত। গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক জানিয়েছিলেন, এই টেস্টে টসটা খুব গুরুত্বপূর্ণ। স্পিন-সহায়ক উইকেটের আভাস মিলেছে গতকালই। তাই উইকেট ভালো থাকা অবস্থায় প্রথম দিনের কয়েকটা সেশন কাজে লাগাতে চান শান্তরা।
দুই ওপেনার জয় ও জাকির হাসান দারুণ শুরু করেছিলেন। নতুন বলে টিম সাউদি ও কাইল জেমিসনকে সাবলীলভাবেই খেলছিলেন তাঁরা। ৬ ওভার পর্যন্ত পেস বোলাররা যখন কোনো উইকেট এনে দিতে পারেননি, ৭ম ওভারেই বোলিং আক্রমণে স্পিনার নিয়ে এলেন সাউদি (এজাজ প্যাটেলকে)। প্যাটেলকে উপমহাদেশে কিউইদের স্পিন স্পেশালিস্টও বলা যায়। ক্যারিয়ারের ১৪ টেস্টের ১২টি খেলেছেন এখানে।
একটু সময় লাগলেও নিউজিল্যান্ডকে প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছেন প্যাটেলই। ১৩তম ওভারে দারুণ এক ডেলিভারিতে ফেরান জাকিরকে (১২)। ব্যাকফুটে মারতে গিয়ে স্লটের বল বড় এক টার্ন নিয়ে জাকিরের ব্যাট-প্যাডের মাঝ দিয়ে স্টাম্পের লালবাতি জ্বালিয়ে দেয়। ৩৯ রানে ভাঙে বাংলাদেশ দলের ওপেনিং জুটি।
এজাজ প্যাটেলকে ছক্কা মেরে রানের খাতা খুলেছিলেন নাজমুল হোসেন শান্ত। ৩৭ রানের ইনিংসে ৩টি ছক্কা ও ২টি চারের বাউন্ডারি। সবগুলো বাউন্ডারি পরপর এই স্পিনারের তিন ওভারে মেরেছেন এই বাঁহাতি ব্যাটার। শান্তর ব্যাটিংয়ের ধরন দেখে মনে হচ্ছিল, কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলতে মাঠে নেমেছেন!
কিন্তু পাঁচ দিনের ম্যাচ, সময়-সুযোগ সবই ছিল। আগ্রাসী হওয়ার মাঝেও একটু সাবধানী ব্যাটিং করার কথা যেন ভুলেই গেলেন বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন অধিনায়ক শান্ত। কালো ব্লেজার পরে টস করে বাংলাদেশের ১৩তম টেস্ট অধিনায়ক হিসেবে নাম লেখালেন। সুযোগ পেয়েছিলেন ব্যাটিংয়ে দারুণ কিছু কারারও। তবে শান্ত যেভাবে নিজের উইকেট দিয়েছেন, প্রথম সেশনে এটাই বাংলাদেশের বড় ‘দুঃখ’।
২৪তম ওভারে গ্লেন ফিলিপসের ফুলটস বল তুলে মারতে গিয়ে মিডঅনে কেন উইলিয়ামসনকে ক্যাচ দেন। ৩৫ বলে ৩৭ রানে ফেরেন শান্ত। ভাঙে দ্বিতীয় উইকেটে মাহমুদুল হাসান জয়ের সঙ্গে তাঁর ৫৩ রানের জুটি। প্রথম সেশন শেষে ২৭ ওভারে ২ উইকেটে ১০৪ রান তুলেছে বাংলাদেশ দল।
সিলেট টেস্টে নিজের প্রত্যাশামতো টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শান্ত। গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক জানিয়েছিলেন, এই টেস্টে টসটা খুব গুরুত্বপূর্ণ। স্পিন-সহায়ক উইকেটের আভাস মিলেছে গতকালই। তাই উইকেট ভালো থাকা অবস্থায় প্রথম দিনের কয়েকটা সেশন কাজে লাগাতে চান শান্তরা।
দুই ওপেনার জয় ও জাকির হাসান দারুণ শুরু করেছিলেন। নতুন বলে টিম সাউদি ও কাইল জেমিসনকে সাবলীলভাবেই খেলছিলেন তাঁরা। ৬ ওভার পর্যন্ত পেস বোলাররা যখন কোনো উইকেট এনে দিতে পারেননি, ৭ম ওভারেই বোলিং আক্রমণে স্পিনার নিয়ে এলেন সাউদি (এজাজ প্যাটেলকে)। প্যাটেলকে উপমহাদেশে কিউইদের স্পিন স্পেশালিস্টও বলা যায়। ক্যারিয়ারের ১৪ টেস্টের ১২টি খেলেছেন এখানে।
একটু সময় লাগলেও নিউজিল্যান্ডকে প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছেন প্যাটেলই। ১৩তম ওভারে দারুণ এক ডেলিভারিতে ফেরান জাকিরকে (১২)। ব্যাকফুটে মারতে গিয়ে স্লটের বল বড় এক টার্ন নিয়ে জাকিরের ব্যাট-প্যাডের মাঝ দিয়ে স্টাম্পের লালবাতি জ্বালিয়ে দেয়। ৩৯ রানে ভাঙে বাংলাদেশ দলের ওপেনিং জুটি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫