সুপার টুয়েলভে ওঠার মিশনে বাংলাদেশ সময় বিকেল ৪টায় পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পরের পর্বে যেতে এই ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। শেষ দুই ম্যাচের ভুলত্রুটি কাটিয়ে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত সাকিব-মাহমুদউল্লাহরা।
ওমানের বিপক্ষে জিতে সুপার টুয়েলভের আশা বাঁচিয়ে রাখলেও কিছু জায়গা নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। লম্বা সময় ধরে ওপেনিংয়ে ভালো শুরু পাচ্ছে না বাংলাদেশ। স্কটল্যান্ডের পর ওমান ম্যাচেও একই দৃশ্য দেখা গেছে। ওপেনিংয়ে দ্রুতই ফিরে গেছেন লিটন দাস। লিটনের ফর্ম ভাবনার কারণ হচ্ছে বারবার। সর্বশেষ ১০ ম্যাচে মাত্র ৮৬ রান করেছেন এই ওপেনার।
আজ পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচেও হয়তো একাদশে থাকবেন লিটন। এই অবস্থায়ও লিটনকে নিয়ে আশাবাদী বাংলাদেশ দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। গতকাল আজকের ম্যাচ নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘তার (লিটন) ফর্মে ফিরতে শুধু একটা ভালো শুরু দরকার। সে দুই সপ্তাহ আগে ওমান `এ' দলের বিপক্ষে দারুণ ব্যাটিং করেছে। দারুণ প্রতিভাবান খেলোয়াড়। সবাই তার থেকে ভালো কিছু অপেক্ষায় আছে।’
বাংলাদেশের বিপক্ষে ভালো কিছু করতে উন্মুখ হয়ে আছে পাপুয়া নিউগিনি। টানা দুই ম্যাচ হারের পর আজ বাংলাদেশকে চমকে দিতে চায় বিশ্বকাপের নবাগত দলটি। টানা দুই ম্যাচ হারলেও তাদের খাটো করে দেখছেন না প্রিন্স। বাংলাদেশ ব্যাটিং কোচ বলেছেন, ‘আমরা ওদের খাটো করে দেখছি না। ওরা বিশ্বকাপে আসতে পেরে খুবই গর্বিত। আমি নিশ্চিত ওরা অন্তত একটা জয় নিয়ে যেতে চাইবে। তাই আমাদের জন্য ম্যাচটা সহজ হবে না।’
স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর এখন প্রতিটি ম্যাচ নিয়ে সতর্ক থাকতে চান প্রিন্স। পাপুয়া নিউগিনিকে নিয়েও হোমওয়ার্ক সেরে রাখার কথা জানিয়েছেন তিনি। বলেছেন, ‘আমরা আমাদের বিশ্লেষণ সেরে নিয়েছি। কে আমাদের জন্য ভয়ংকর হতে পারে, সে ব্যাপারে যথেষ্ট ধারণা আছে। ওরা স্কটল্যান্ডের বিপক্ষে বল হাতে ভালো করেছে। তাদের কয়েকজন ব্যাটার ভয়ংকর হতে পারে।’
সুপার টুয়েলভে ওঠার মিশনে বাংলাদেশ সময় বিকেল ৪টায় পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পরের পর্বে যেতে এই ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। শেষ দুই ম্যাচের ভুলত্রুটি কাটিয়ে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত সাকিব-মাহমুদউল্লাহরা।
ওমানের বিপক্ষে জিতে সুপার টুয়েলভের আশা বাঁচিয়ে রাখলেও কিছু জায়গা নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। লম্বা সময় ধরে ওপেনিংয়ে ভালো শুরু পাচ্ছে না বাংলাদেশ। স্কটল্যান্ডের পর ওমান ম্যাচেও একই দৃশ্য দেখা গেছে। ওপেনিংয়ে দ্রুতই ফিরে গেছেন লিটন দাস। লিটনের ফর্ম ভাবনার কারণ হচ্ছে বারবার। সর্বশেষ ১০ ম্যাচে মাত্র ৮৬ রান করেছেন এই ওপেনার।
আজ পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচেও হয়তো একাদশে থাকবেন লিটন। এই অবস্থায়ও লিটনকে নিয়ে আশাবাদী বাংলাদেশ দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। গতকাল আজকের ম্যাচ নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘তার (লিটন) ফর্মে ফিরতে শুধু একটা ভালো শুরু দরকার। সে দুই সপ্তাহ আগে ওমান `এ' দলের বিপক্ষে দারুণ ব্যাটিং করেছে। দারুণ প্রতিভাবান খেলোয়াড়। সবাই তার থেকে ভালো কিছু অপেক্ষায় আছে।’
বাংলাদেশের বিপক্ষে ভালো কিছু করতে উন্মুখ হয়ে আছে পাপুয়া নিউগিনি। টানা দুই ম্যাচ হারের পর আজ বাংলাদেশকে চমকে দিতে চায় বিশ্বকাপের নবাগত দলটি। টানা দুই ম্যাচ হারলেও তাদের খাটো করে দেখছেন না প্রিন্স। বাংলাদেশ ব্যাটিং কোচ বলেছেন, ‘আমরা ওদের খাটো করে দেখছি না। ওরা বিশ্বকাপে আসতে পেরে খুবই গর্বিত। আমি নিশ্চিত ওরা অন্তত একটা জয় নিয়ে যেতে চাইবে। তাই আমাদের জন্য ম্যাচটা সহজ হবে না।’
স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর এখন প্রতিটি ম্যাচ নিয়ে সতর্ক থাকতে চান প্রিন্স। পাপুয়া নিউগিনিকে নিয়েও হোমওয়ার্ক সেরে রাখার কথা জানিয়েছেন তিনি। বলেছেন, ‘আমরা আমাদের বিশ্লেষণ সেরে নিয়েছি। কে আমাদের জন্য ভয়ংকর হতে পারে, সে ব্যাপারে যথেষ্ট ধারণা আছে। ওরা স্কটল্যান্ডের বিপক্ষে বল হাতে ভালো করেছে। তাদের কয়েকজন ব্যাটার ভয়ংকর হতে পারে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫