Ajker Patrika

সৌম্যদের সামনে ৩৫০ রানের লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১৬: ১৭
সৌম্যদের সামনে ৩৫০ রানের লক্ষ্য

আভিস্কা ফার্নান্দোর সেঞ্চুরিতে ইমার্জিং এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৩৫০ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক সাইফ হাসান। 

 ১২৪ বলে ১৩৩ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন আভিস্কা। যার সৌজন্যে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৯ রানের পাহাড়সম সংগ্রহ পায় শ্রীলঙ্কা। ১৩টি চার ও ৩ ছক্কায় ছিল আভিস্কার ইনিংসে। তিন নম্বরে ব্যাটিং করা বিনোদ ভানুকার ব্যাট থেকে আসে ৫৭ রান। এ ছাড়াও ওপেনার লাসিথ ক্রসপুলে ৩১, পসিন্দু সুরিয়াবান্দারা ৪৩, আশেন বান্দারার ৩৫ ও দুনিথ ওয়েললাগ ৩১ রান করেন। 

বাংলাদেশের বোলারদের মধ্যে পেসার রিপন মন্ডল ১০ ওভারে ৭২ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট। ৩ উইকেট নিয়েছেন সৌম্য সরকারও। কিন্তু রান দেওয়ার ক্ষেত্রেও সৌম্য ছিলেন উদার। ৫ ওভারে দিয়েছেন ৫২ রান। একটি করে উইকেট পেয়েছেন দুই স্পিনার রাকিবুল হাসান ও শেখ মেহেদী হাসান। 

বাংলাদেশের একাদশে ছয় ক্রিকেটারই আছেন যারা ওপেনিং পজিশনে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। আসন্ন ভারতের ওয়ানডে বিশ্বকাপের জন্য ব্যাকআপ ওপেনারের নিয়ে যে আলোচনা, ইমার্জিং এশিয়া কাপেও এই পরীক্ষা-নিরীক্ষা চলবে। তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, জাকির হাসান, মোহাম্মদ নাঈম, মাহমুদুল হাসান জয় ও সাইফ হাসানের মতো ছয় টপ অর্ডার ব্যাটার খেলছেন শ্রীলঙ্কার বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত