মুমিনুল হক টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর গত কদিন দেশের ক্রিকেটের সব আলোচনার কেন্দ্রে ছিল—কে হচ্ছেন পরবর্তী টেস্ট অধিনায়ক। গতকাল এর উত্তর মিলেছে। লাল বলের অধিনায়কত্ব পেয়েছেন সাকিব। বিসিবি ঘোষণা করার আগেও সম্ভাব্য তালিকায় সাকিব ছিলেন। কিন্তু কেউ কেউ ধারণা করেছিলেন, মেহেদী হাসান মিরাজও হতে পারেন টেস্ট অধিনায়ক।
তা অবশ্য হয়নি। সাকিবকে অধিনায়ক বানিয়ে লিটন দাসকে বানানো হয়েছে সহ-অধিনায়ক। এ নিয়ে মিরাজ সংবাদমাধ্যমে জানিয়েছেন, টেস্ট অধিনায়কত্ব না পাওয়া নিয়ে তাঁর কোনো আক্ষেপ কিংবা ভাবনা নেই। বরং সাকিবকে অধিনায়ক হিসেবে পেয়ে মিরাজ নিজেও খুশি। তিনি মনে করেন, সাকিবই ওই মুহূর্তে টেস্ট অধিনায়ক হিসেবে সেরা পছন্দ, ‘সাকিব ভাই যেখানে আছেন, সেখানে কীভাবে কী? সাকিব ভাই বাংলাদেশকে অনেক দিন লিড করেছেন। তিনি অভিজ্ঞ খেলোয়াড়। বর্তমানে আমাদের দলের অবস্থা অনুযায়ী আমি মনে করি সাকিব ভাই সেরা পছন্দ।’
এখনো সমানে অনেক সময়। নিজেকে তৈরি করতে সাকিবদের থেকে প্রতিনিয়ত শিখছেন বলে জানিয়েছেন মিরাজ। ২৪ বছর বয়সী এই অলরাউন্ডার বলছেন, ‘তাদের দেখে শিখছি। সামনেও শিখব, এতে আমাদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে। অনেক সময় আছে। এটা নিয়ে আমি চিন্তিত না। এটা নিয়ে মাথাব্যথা নেই। মাথাব্যথা হলো কীভাবে পারফর্ম করতে হবে, দেশকে কীভাবে ভালো খেলে এগিয়ে নিতে হবে।’
মুমিনুল হক টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর গত কদিন দেশের ক্রিকেটের সব আলোচনার কেন্দ্রে ছিল—কে হচ্ছেন পরবর্তী টেস্ট অধিনায়ক। গতকাল এর উত্তর মিলেছে। লাল বলের অধিনায়কত্ব পেয়েছেন সাকিব। বিসিবি ঘোষণা করার আগেও সম্ভাব্য তালিকায় সাকিব ছিলেন। কিন্তু কেউ কেউ ধারণা করেছিলেন, মেহেদী হাসান মিরাজও হতে পারেন টেস্ট অধিনায়ক।
তা অবশ্য হয়নি। সাকিবকে অধিনায়ক বানিয়ে লিটন দাসকে বানানো হয়েছে সহ-অধিনায়ক। এ নিয়ে মিরাজ সংবাদমাধ্যমে জানিয়েছেন, টেস্ট অধিনায়কত্ব না পাওয়া নিয়ে তাঁর কোনো আক্ষেপ কিংবা ভাবনা নেই। বরং সাকিবকে অধিনায়ক হিসেবে পেয়ে মিরাজ নিজেও খুশি। তিনি মনে করেন, সাকিবই ওই মুহূর্তে টেস্ট অধিনায়ক হিসেবে সেরা পছন্দ, ‘সাকিব ভাই যেখানে আছেন, সেখানে কীভাবে কী? সাকিব ভাই বাংলাদেশকে অনেক দিন লিড করেছেন। তিনি অভিজ্ঞ খেলোয়াড়। বর্তমানে আমাদের দলের অবস্থা অনুযায়ী আমি মনে করি সাকিব ভাই সেরা পছন্দ।’
এখনো সমানে অনেক সময়। নিজেকে তৈরি করতে সাকিবদের থেকে প্রতিনিয়ত শিখছেন বলে জানিয়েছেন মিরাজ। ২৪ বছর বয়সী এই অলরাউন্ডার বলছেন, ‘তাদের দেখে শিখছি। সামনেও শিখব, এতে আমাদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে। অনেক সময় আছে। এটা নিয়ে আমি চিন্তিত না। এটা নিয়ে মাথাব্যথা নেই। মাথাব্যথা হলো কীভাবে পারফর্ম করতে হবে, দেশকে কীভাবে ভালো খেলে এগিয়ে নিতে হবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫