আইপিএল, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এখন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন মোস্তাফিজুর রহমান। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এ বছর দারুণ খেলছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। এলপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার লক্ষ্যে পাল্লা দিচ্ছেন।
২০২৪ এলপিএলে মোস্তাফিজ খেলছেন ডাম্বুলা সিক্সার্সের হয়ে। দুই ম্যাচ খেলে তিনি নিয়েছেন ৩ উইকেট। সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় আছেন ৯ নম্বরে। সমান ৩ উইকেট নিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা ও নুয়ান তুষারা। তবে খরুচে বোলিংয়ের কারণে পিছিয়ে মোস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসারের ইকোনমি ১০.৫৭। যেখানে ক্যান্ডি ফ্যালকনসের বিপক্ষে প্রথম ম্যাচে ৩ ওভারে ৪৪ রানে নিয়েছিলেন ১ উইকেট।
৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি কলম্বো স্ট্রাইকার্সের শাদাব খান। পাকিস্তানি লেগ স্পিনারের ইকোনমি ৫.৩৮। যার মধ্যে ক্যান্ডি ফ্যালকনসের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। এলপিএলে তিনি তাসকিন আহমেদের সতীর্থ। ৪টি করে উইকেট নিয়েছেন দুনিথ ভেল্লালাগে, দাসুন শানাকা, বিনুরা ফার্নান্দো, জহুর খান ও ইসুরু উদানা। যার মধ্যে ভেল্লালাগে ও বিনুরা খেলছেন কলম্বোতে।
গল মার্ভেলস, ডাম্বুলা সিক্সার্স, ক্যান্ডি ফ্যালকনস, কলম্বো স্ট্রাইকার্স, জাফনা কিংস—৫ দল নিয়ে হচ্ছে ২০২৪ এলপিএল। প্রতিটি দলই দুটি করে ম্যাচ খেলে ফেলেছে। ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে গল। কোনো জয় না পাওয়া ডাম্বুলা রয়েছে পয়েন্ট তালিকার তলানিতে। দুই, তিন ও চারে থাকা কলম্বো, জাফনা ও ক্যান্ডি প্রত্যেকেরই ২ পয়েন্ট। ডাম্বুলার রাঙ্গিরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ৮টায় মুখোমুখি হচ্ছে গল ও জাফনা।
এবারের এলপিএলে তাসকিন, মোস্তাফিজসহ চার বাংলাদেশি খেলছেন। মোস্তাফিজ ও তাওহীদ হৃদয় খেলছেন ডাম্বুলা সিক্সার্সে। শরীফুলকে কিনেছে ক্যান্ডি ফ্যালকনস। এলপিএলে আগামীকাল বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় মুখোমুখি হবে ক্যান্ডি ফ্যালকনস-কলম্বো স্ট্রাইকার্স। একই দিন রাত ৮টায় ডাম্বুলার প্রতিপক্ষ জাফনা কিংস।
২০২৪ লঙ্কা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ উইকেটশিকারি ১০ বোলার
উইকেট ইকোনমি দল ম্যাচ
শাদাব খান ৮ ৫.৩৮ কলম্বো স্ট্রাইকার্স ২
দুনিথ ভেল্লালাগে ৪ ৬.০০ কলম্বো স্ট্রাইকার্স ২
দাসুন শানাকা ৪ ৬.৪২ ক্যান্ডি ফ্যালকনস ২
বিনুরা ফার্নান্দো ৪ ৬.৮৫ কলম্বো স্ট্রাইকার্স ২
জহুর খান ৪ ৯.৪২ গল মার্ভেলস ২
ইসুরু উদানা ৪ ১১.৭৫ গল মার্ভেলস ২
ধনাঞ্জয়া ডি সিলভা ৩ ৫.১২ জাফনা কিংস ২
নুয়ান তুষারা ৩ ৯.৮৫ ডাম্বুলা সিক্সার্স ২
মোস্তাফিজুর রহমান ৩ ১০.৫৭ ডাম্বুলা সিক্সার্স ২
মাহিশ তিকশানা ২ ৫.৫০ গল মার্ভেলস ২
*২০২৪ সালের ৩ জুলাই গল মার্ভেলস-কলম্বো স্ট্রাইকার্স ম্যাচ পর্যন্ত
আইপিএল, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এখন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন মোস্তাফিজুর রহমান। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এ বছর দারুণ খেলছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। এলপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার লক্ষ্যে পাল্লা দিচ্ছেন।
২০২৪ এলপিএলে মোস্তাফিজ খেলছেন ডাম্বুলা সিক্সার্সের হয়ে। দুই ম্যাচ খেলে তিনি নিয়েছেন ৩ উইকেট। সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় আছেন ৯ নম্বরে। সমান ৩ উইকেট নিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা ও নুয়ান তুষারা। তবে খরুচে বোলিংয়ের কারণে পিছিয়ে মোস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসারের ইকোনমি ১০.৫৭। যেখানে ক্যান্ডি ফ্যালকনসের বিপক্ষে প্রথম ম্যাচে ৩ ওভারে ৪৪ রানে নিয়েছিলেন ১ উইকেট।
৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি কলম্বো স্ট্রাইকার্সের শাদাব খান। পাকিস্তানি লেগ স্পিনারের ইকোনমি ৫.৩৮। যার মধ্যে ক্যান্ডি ফ্যালকনসের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। এলপিএলে তিনি তাসকিন আহমেদের সতীর্থ। ৪টি করে উইকেট নিয়েছেন দুনিথ ভেল্লালাগে, দাসুন শানাকা, বিনুরা ফার্নান্দো, জহুর খান ও ইসুরু উদানা। যার মধ্যে ভেল্লালাগে ও বিনুরা খেলছেন কলম্বোতে।
গল মার্ভেলস, ডাম্বুলা সিক্সার্স, ক্যান্ডি ফ্যালকনস, কলম্বো স্ট্রাইকার্স, জাফনা কিংস—৫ দল নিয়ে হচ্ছে ২০২৪ এলপিএল। প্রতিটি দলই দুটি করে ম্যাচ খেলে ফেলেছে। ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে গল। কোনো জয় না পাওয়া ডাম্বুলা রয়েছে পয়েন্ট তালিকার তলানিতে। দুই, তিন ও চারে থাকা কলম্বো, জাফনা ও ক্যান্ডি প্রত্যেকেরই ২ পয়েন্ট। ডাম্বুলার রাঙ্গিরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ৮টায় মুখোমুখি হচ্ছে গল ও জাফনা।
এবারের এলপিএলে তাসকিন, মোস্তাফিজসহ চার বাংলাদেশি খেলছেন। মোস্তাফিজ ও তাওহীদ হৃদয় খেলছেন ডাম্বুলা সিক্সার্সে। শরীফুলকে কিনেছে ক্যান্ডি ফ্যালকনস। এলপিএলে আগামীকাল বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় মুখোমুখি হবে ক্যান্ডি ফ্যালকনস-কলম্বো স্ট্রাইকার্স। একই দিন রাত ৮টায় ডাম্বুলার প্রতিপক্ষ জাফনা কিংস।
২০২৪ লঙ্কা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ উইকেটশিকারি ১০ বোলার
উইকেট ইকোনমি দল ম্যাচ
শাদাব খান ৮ ৫.৩৮ কলম্বো স্ট্রাইকার্স ২
দুনিথ ভেল্লালাগে ৪ ৬.০০ কলম্বো স্ট্রাইকার্স ২
দাসুন শানাকা ৪ ৬.৪২ ক্যান্ডি ফ্যালকনস ২
বিনুরা ফার্নান্দো ৪ ৬.৮৫ কলম্বো স্ট্রাইকার্স ২
জহুর খান ৪ ৯.৪২ গল মার্ভেলস ২
ইসুরু উদানা ৪ ১১.৭৫ গল মার্ভেলস ২
ধনাঞ্জয়া ডি সিলভা ৩ ৫.১২ জাফনা কিংস ২
নুয়ান তুষারা ৩ ৯.৮৫ ডাম্বুলা সিক্সার্স ২
মোস্তাফিজুর রহমান ৩ ১০.৫৭ ডাম্বুলা সিক্সার্স ২
মাহিশ তিকশানা ২ ৫.৫০ গল মার্ভেলস ২
*২০২৪ সালের ৩ জুলাই গল মার্ভেলস-কলম্বো স্ট্রাইকার্স ম্যাচ পর্যন্ত
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২২ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২২ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে