নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চট্টগ্রাম টেস্টে প্রথম দিন শেষে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। দিনের শুরুটা অবশ্য ভালো ছিল না। প্রথম সেশনে ৪৯ রানের মধ্যে চার উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় বাংলাদেশ। লিটন দাস আর মুশফিকুর রহিমের পঞ্চম উইকেট জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৫৩ রান।
লিটন-মুশফিকের অবিচ্ছিন্ন ২০৪ রানের জুটিতে চট্টগ্রাম টেস্টে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে সংবাদ সম্মেলনে এসে দলের ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স অবশ্য বললেন এই উইকেটে কত রান নিরাপদ কেউই তা বলতে পারবে না। তিনি বলেন, ‘উইকেট দারুণ ব্যাটিং সহায়ক। এখানে ৪০০ রান নাকি ৫০০ রান যথেষ্ট কেউ জানে না। আমাদের ব্যাটিং চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না অধিনায়ক মনে করেন ইনিংস ঘোষণা করার মতো যথেষ্ট রান হয়েছে।’
বাংলাদেশের প্রথম ইনিংস কোথায় থামবে সেটি অনেকটা নির্ভর করবে লিটন-মুশফিকের জুটির ওপর। প্রথম দিনের অবশ্য সব আলো কেড়ে নিয়েছেন এই দুজনই। আরও নির্দিষ্ট করে বললে প্রথম টেস্ট শতক হাঁকানো লিটন ছিলেন আলোচনার কেন্দ্রে। সংবাদ সম্মেলনে প্রিন্সের কণ্ঠেও ঝরেছে লিটনের প্রশংসা, ‘লিটনের আজকের ব্যাটিং দেখে যে কেউ স্বীকার করবে সে একজন ক্লাস ব্যাটার। কেউ যদি তার ব্যাটিং দেখে এটি না বলে আমি আসলে জানি না তিনি আসলে কী দেখেছেন। কারণ লিটন যে ক্লাস ব্যাটার সেটি সে আজ দেখিয়েছে।’
ব্যক্তিগত মাইলফলক অর্জনের সঙ্গে এদিন দলেরও হাল ধরেছেন লিটন। তাঁকে দারুণ সমর্থন জুগিয়েছেন ৮২ রানে অপরাজিত থাকা মুশফিক। প্রিন্সের আশা, এই জুটি কালও দলকে এগিয়ে নেবে।
চট্টগ্রাম টেস্টে প্রথম দিন শেষে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। দিনের শুরুটা অবশ্য ভালো ছিল না। প্রথম সেশনে ৪৯ রানের মধ্যে চার উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় বাংলাদেশ। লিটন দাস আর মুশফিকুর রহিমের পঞ্চম উইকেট জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৫৩ রান।
লিটন-মুশফিকের অবিচ্ছিন্ন ২০৪ রানের জুটিতে চট্টগ্রাম টেস্টে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে সংবাদ সম্মেলনে এসে দলের ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স অবশ্য বললেন এই উইকেটে কত রান নিরাপদ কেউই তা বলতে পারবে না। তিনি বলেন, ‘উইকেট দারুণ ব্যাটিং সহায়ক। এখানে ৪০০ রান নাকি ৫০০ রান যথেষ্ট কেউ জানে না। আমাদের ব্যাটিং চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না অধিনায়ক মনে করেন ইনিংস ঘোষণা করার মতো যথেষ্ট রান হয়েছে।’
বাংলাদেশের প্রথম ইনিংস কোথায় থামবে সেটি অনেকটা নির্ভর করবে লিটন-মুশফিকের জুটির ওপর। প্রথম দিনের অবশ্য সব আলো কেড়ে নিয়েছেন এই দুজনই। আরও নির্দিষ্ট করে বললে প্রথম টেস্ট শতক হাঁকানো লিটন ছিলেন আলোচনার কেন্দ্রে। সংবাদ সম্মেলনে প্রিন্সের কণ্ঠেও ঝরেছে লিটনের প্রশংসা, ‘লিটনের আজকের ব্যাটিং দেখে যে কেউ স্বীকার করবে সে একজন ক্লাস ব্যাটার। কেউ যদি তার ব্যাটিং দেখে এটি না বলে আমি আসলে জানি না তিনি আসলে কী দেখেছেন। কারণ লিটন যে ক্লাস ব্যাটার সেটি সে আজ দেখিয়েছে।’
ব্যক্তিগত মাইলফলক অর্জনের সঙ্গে এদিন দলেরও হাল ধরেছেন লিটন। তাঁকে দারুণ সমর্থন জুগিয়েছেন ৮২ রানে অপরাজিত থাকা মুশফিক। প্রিন্সের আশা, এই জুটি কালও দলকে এগিয়ে নেবে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫