নিজস্ব প্রতিবেদক,ঢাকা
প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার যেন পেলেন শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসান। আফগানদের বিপক্ষে টেস্ট সামনে রেখে বাংলাদেশ টেস্ট দলে ডাক পেয়েছেন দিপু-মুশফিক। টেস্টে সুযোগ পেয়ে রোমাঞ্চিত এই দুই ক্রিকেটার। তবে তাঁরা ভাবেননি এত দ্রুত সুযোগ পাবেন।
আফগানিস্তানের বিপক্ষে ১৪ জুন মিরপুরে সিরিজের একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ-আফগানিস্তান। মিরপুর টেস্ট সামনে রেখে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। টেস্ট দলে প্রথমবার সুযোগ পেয়েছেন দিপু ও মুশফিক। আজ বিকেলে দিপু চট্টগ্রাম থেকে ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘‘ভালোই লাগছে। কিছুই জানতাম না। মাত্র ‘এ’ দলের হয়ে খেলে এলাম, শুধু এতটুকুই।’’
প্রথমবার জাতীয় দলে সুযোগ পাওয়ার রোমাঞ্চ নিয়ে দিপু বলছিলেন, ‘তামিমদের সঙ্গে খেলা বা ড্রেসিংরুম ভাগাভাগি করার সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই বেশ রোমাঞ্চ কাজ করবে। এত দিন যাদের খেলা টিভিতে দেখেছি, তাদের সঙ্গে খেলব, এটা তো স্বপ্ন থাকে।’ একই অনুভূতি মুশফিক হাসানেরও, ‘রোমাঞ্চকর তো অবশ্যই। ড্রেসিংরুম শেয়ার করার অভিজ্ঞতা আছে। তবে জাতীয় দলের ড্রেসিংরুমে ভাগাভাগি করতে পারলে অনেক কিছু শেখা হবে।’
২০২১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় দিপুর। ২০ ম্যাচে ৩৬.১৪ গড়ে ১২৬৫ রান করছেন ২১ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটার। ১০ ফিফটির সঙ্গে ২ সেঞ্চুরি করেছেন তিনি। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ৪ ইনিংসে করেছেন ১৪৬ রান। ২১ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটারের নিজের ব্যাটিং নিয়ে বলছিলেন, ‘‘আমার নির্দিষ্ট কোনো ভালো লাগা নয়, সব সংস্করণই ভালো লাগে। লিস্ট ‘এ’ কিংবা যেখানে খেলি, ভালো করার চেষ্টা করি। সংস্করণ আর পরিস্থিতি বুঝে খেলার চেষ্টা করি।’ ’
গত বছর প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে মুশফিক হাসানের। ১৩ ম্যাচে ৪৯ উইকেট নিয়েছেন রংপুরের এই পেসার। এক ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন তিনবার। তরুণ এই পেসারের প্রিয় বোলার হচ্ছেন কাগিসো রাবাদা। রংপুর থেকে তিনি ফোনে বলছিলেন, ‘কাগিসো রাবাদার বোলিং অ্যাকশন, রানআপ-সবই ভালো লাগে। আর আমার নিজের শক্তি হচ্ছে মূল শক্তির জায়গা লাইন ও লেংথ। জোরে বোলিং করা।’
প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার যেন পেলেন শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসান। আফগানদের বিপক্ষে টেস্ট সামনে রেখে বাংলাদেশ টেস্ট দলে ডাক পেয়েছেন দিপু-মুশফিক। টেস্টে সুযোগ পেয়ে রোমাঞ্চিত এই দুই ক্রিকেটার। তবে তাঁরা ভাবেননি এত দ্রুত সুযোগ পাবেন।
আফগানিস্তানের বিপক্ষে ১৪ জুন মিরপুরে সিরিজের একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ-আফগানিস্তান। মিরপুর টেস্ট সামনে রেখে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। টেস্ট দলে প্রথমবার সুযোগ পেয়েছেন দিপু ও মুশফিক। আজ বিকেলে দিপু চট্টগ্রাম থেকে ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘‘ভালোই লাগছে। কিছুই জানতাম না। মাত্র ‘এ’ দলের হয়ে খেলে এলাম, শুধু এতটুকুই।’’
প্রথমবার জাতীয় দলে সুযোগ পাওয়ার রোমাঞ্চ নিয়ে দিপু বলছিলেন, ‘তামিমদের সঙ্গে খেলা বা ড্রেসিংরুম ভাগাভাগি করার সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই বেশ রোমাঞ্চ কাজ করবে। এত দিন যাদের খেলা টিভিতে দেখেছি, তাদের সঙ্গে খেলব, এটা তো স্বপ্ন থাকে।’ একই অনুভূতি মুশফিক হাসানেরও, ‘রোমাঞ্চকর তো অবশ্যই। ড্রেসিংরুম শেয়ার করার অভিজ্ঞতা আছে। তবে জাতীয় দলের ড্রেসিংরুমে ভাগাভাগি করতে পারলে অনেক কিছু শেখা হবে।’
২০২১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় দিপুর। ২০ ম্যাচে ৩৬.১৪ গড়ে ১২৬৫ রান করছেন ২১ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটার। ১০ ফিফটির সঙ্গে ২ সেঞ্চুরি করেছেন তিনি। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ৪ ইনিংসে করেছেন ১৪৬ রান। ২১ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটারের নিজের ব্যাটিং নিয়ে বলছিলেন, ‘‘আমার নির্দিষ্ট কোনো ভালো লাগা নয়, সব সংস্করণই ভালো লাগে। লিস্ট ‘এ’ কিংবা যেখানে খেলি, ভালো করার চেষ্টা করি। সংস্করণ আর পরিস্থিতি বুঝে খেলার চেষ্টা করি।’ ’
গত বছর প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে মুশফিক হাসানের। ১৩ ম্যাচে ৪৯ উইকেট নিয়েছেন রংপুরের এই পেসার। এক ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন তিনবার। তরুণ এই পেসারের প্রিয় বোলার হচ্ছেন কাগিসো রাবাদা। রংপুর থেকে তিনি ফোনে বলছিলেন, ‘কাগিসো রাবাদার বোলিং অ্যাকশন, রানআপ-সবই ভালো লাগে। আর আমার নিজের শক্তি হচ্ছে মূল শক্তির জায়গা লাইন ও লেংথ। জোরে বোলিং করা।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫