Ajker Patrika

তাঁরা ভাবতেও পারেননি এভাবে সুযোগ পাবেন

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আপডেট : ০৪ জুন ২০২৩, ২২: ৪৯
তাঁরা ভাবতেও পারেননি এভাবে সুযোগ পাবেন

প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার যেন পেলেন শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসান। আফগানদের বিপক্ষে টেস্ট সামনে রেখে বাংলাদেশ টেস্ট দলে ডাক পেয়েছেন দিপু-মুশফিক। টেস্টে সুযোগ পেয়ে রোমাঞ্চিত এই দুই ক্রিকেটার। তবে তাঁরা ভাবেননি এত দ্রুত সুযোগ পাবেন। 

আফগানিস্তানের বিপক্ষে ১৪ জুন মিরপুরে সিরিজের একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ-আফগানিস্তান। মিরপুর টেস্ট সামনে রেখে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। টেস্ট দলে প্রথমবার সুযোগ পেয়েছেন দিপু ও মুশফিক। আজ বিকেলে দিপু চট্টগ্রাম থেকে ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘‘ভালোই লাগছে। কিছুই জানতাম না। মাত্র ‘এ’ দলের হয়ে খেলে এলাম, শুধু এতটুকুই।’’ 

প্রথমবার জাতীয় দলে সুযোগ পাওয়ার রোমাঞ্চ নিয়ে দিপু বলছিলেন, ‘তামিমদের সঙ্গে খেলা বা ড্রেসিংরুম ভাগাভাগি করার সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই বেশ রোমাঞ্চ কাজ করবে। এত দিন যাদের খেলা টিভিতে দেখেছি, তাদের সঙ্গে খেলব, এটা তো স্বপ্ন থাকে।’ একই অনুভূতি মুশফিক হাসানেরও, ‘রোমাঞ্চকর তো অবশ্যই। ড্রেসিংরুম শেয়ার করার অভিজ্ঞতা আছে। তবে জাতীয় দলের ড্রেসিংরুমে ভাগাভাগি করতে পারলে অনেক কিছু শেখা হবে।’ 

 ২০২১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় দিপুর। ২০ ম্যাচে ৩৬.১৪ গড়ে ১২৬৫ রান করছেন ২১ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটার। ১০ ফিফটির সঙ্গে ২ সেঞ্চুরি করেছেন তিনি। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ৪ ইনিংসে করেছেন ১৪৬ রান। ২১ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটারের নিজের ব্যাটিং নিয়ে বলছিলেন, ‘‘আমার নির্দিষ্ট কোনো ভালো লাগা নয়, সব সংস্করণই ভালো লাগে। লিস্ট ‘এ’ কিংবা যেখানে খেলি, ভালো করার চেষ্টা করি। সংস্করণ আর পরিস্থিতি বুঝে খেলার চেষ্টা করি।’ ’ 

গত বছর প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে মুশফিক হাসানের। ১৩ ম্যাচে ৪৯ উইকেট নিয়েছেন রংপুরের এই পেসার। এক ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন তিনবার। তরুণ এই পেসারের প্রিয় বোলার হচ্ছেন কাগিসো রাবাদা। রংপুর থেকে তিনি ফোনে বলছিলেন, ‘কাগিসো রাবাদার বোলিং অ্যাকশন, রানআপ-সবই ভালো লাগে। আর আমার নিজের শক্তি হচ্ছে মূল শক্তির জায়গা লাইন ও লেংথ। জোরে বোলিং করা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত