নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এবারের বিপিএল ফরচুন বরিশালের হয়ে খেলবেন আফগানিস্তানের রহস্য স্পিনার মুজিব উর রহমান। ঢাকা পর্বে বরিশালের প্রথম তিন ম্যাচে ছিলেন না মুজিব। চট্টগ্রামে আজই দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা তাঁর। আগামী শনিবার খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এই আফগান স্পিনারের এবারের বিপিএল যাত্রা শুরু হওয়ার কথা।
বিপিএল-আইপিএল-বিগ ব্যাশ-পিএসএলসহ বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি লিগে সরব উপস্থিতি মুজিবের। বোলিংয়ে দুর্দান্ত নিয়ন্ত্রণের সঙ্গে চমকপ্রদ বৈচিত্র্য এর মধ্যে দারুণ সাড়া ফেলেছেন ২০ বছর বয়সী এই অফ স্পিনার। বাংলাদেশের ব্যাটারদের জন্যও এক রহস্যের নাম মুজিব। বিপিএল শেষ হলেই বাংলাদেশে আসবে আফগানরা। তিনটি টি-টোয়েন্টি আর তিনটি ওয়ানডে খেলার কথা এই সফরে।
এই সিরিজকে সামনে রেখে নেটে বেশি বেশি খেলে মুজিবকে আত্মস্থ করতে চান বরিশালের উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। আজ দলের অনুশীলন শেষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুজিবের প্রসঙ্গ উঠতে সোহান জানালেন, ‘অবশ্যই চাইব যে তাকে যেন নেটে বেশি বেশি খেলতে পারি। তাহলে হয়তো আমাদের ব্যাটাররা যারা আছে, তাদের জন্য অনেকটা সহজ হবে। তার বোলিংটা সম্পর্কে সবার একটা ধারণা থাকবে।’
ঢাকায় তিন ম্যাচের একটি জিতে চট্টগ্রাম গেছে বরিশাল। দল নিয়ে সোহান জানালেন, ‘শেষ দুটো ম্যাচ হেরে একটু পেছনে পড়ে গেছি। এখান থেকে ঘুরে দাঁড়ানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। উইকেট ভালো থাকলে একটা টি-টোয়েন্টি ম্যাচে সবাই বড় স্কোর আশা করে। অবশ্যই চেষ্টা করব আমরা যাতে একটা দল হিসেবে খেলতে পারি। যাতে আমরা আবার জয়ের ধারায় ফিরতে পারি।’
এবারের বিপিএল ফরচুন বরিশালের হয়ে খেলবেন আফগানিস্তানের রহস্য স্পিনার মুজিব উর রহমান। ঢাকা পর্বে বরিশালের প্রথম তিন ম্যাচে ছিলেন না মুজিব। চট্টগ্রামে আজই দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা তাঁর। আগামী শনিবার খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এই আফগান স্পিনারের এবারের বিপিএল যাত্রা শুরু হওয়ার কথা।
বিপিএল-আইপিএল-বিগ ব্যাশ-পিএসএলসহ বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি লিগে সরব উপস্থিতি মুজিবের। বোলিংয়ে দুর্দান্ত নিয়ন্ত্রণের সঙ্গে চমকপ্রদ বৈচিত্র্য এর মধ্যে দারুণ সাড়া ফেলেছেন ২০ বছর বয়সী এই অফ স্পিনার। বাংলাদেশের ব্যাটারদের জন্যও এক রহস্যের নাম মুজিব। বিপিএল শেষ হলেই বাংলাদেশে আসবে আফগানরা। তিনটি টি-টোয়েন্টি আর তিনটি ওয়ানডে খেলার কথা এই সফরে।
এই সিরিজকে সামনে রেখে নেটে বেশি বেশি খেলে মুজিবকে আত্মস্থ করতে চান বরিশালের উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। আজ দলের অনুশীলন শেষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুজিবের প্রসঙ্গ উঠতে সোহান জানালেন, ‘অবশ্যই চাইব যে তাকে যেন নেটে বেশি বেশি খেলতে পারি। তাহলে হয়তো আমাদের ব্যাটাররা যারা আছে, তাদের জন্য অনেকটা সহজ হবে। তার বোলিংটা সম্পর্কে সবার একটা ধারণা থাকবে।’
ঢাকায় তিন ম্যাচের একটি জিতে চট্টগ্রাম গেছে বরিশাল। দল নিয়ে সোহান জানালেন, ‘শেষ দুটো ম্যাচ হেরে একটু পেছনে পড়ে গেছি। এখান থেকে ঘুরে দাঁড়ানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। উইকেট ভালো থাকলে একটা টি-টোয়েন্টি ম্যাচে সবাই বড় স্কোর আশা করে। অবশ্যই চেষ্টা করব আমরা যাতে একটা দল হিসেবে খেলতে পারি। যাতে আমরা আবার জয়ের ধারায় ফিরতে পারি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫