নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের পেস বোলিং আক্রমণের অন্যতম কান্ডারি তাসকিন আহমেদ। প্রতিবছরই আইপিএল এলে তাসকিনের খেলা নিয়ে আলোচনা হয়। কিন্তু এবার মেগা নিলামে কোনো বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেয়নি আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি।
আইপিএলে প্রায় মাঝপথে বদলি ক্রিকেটার নেওয়ার উদাহরণ রয়েছে। এবার তাসকিনের সঙ্গে যোগাযোগ করেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। রাজধানীর এক হোটেলে আজ ভক্ত-সমর্থকদের সঙ্গে ইফতার শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘মেগা নিলামে কোনো বাংলাদেশি ক্রিকেটারকে নেয়নি আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে দীর্ঘ সময়ের টুর্নামেন্ট হওয়ায় বদলি হিসেবে অনেক সময় নতুন ক্রিকেটারকে দলে নেওয়া হয়। তেমনি লক্ষ্ণৌ সুপার জায়ান্টস আমার সঙ্গে যোগাযোগ করেছে। তারা জানতে চেয়েছে, যদি বদলি হিসেবে নিতে চায়, তাহলে আমি খেলতে পারব কি না এবং বিসিবি এনওসি (অনাপত্তিপত্র) দেবে কি না। আমি তাদের জানিয়েছি, আমাদের যদি সুযোগ আসে, বিসিবির পক্ষ থেকে এনওসি নিয়ে এবার কোনো সমস্যা হবে না।’
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ এবার এনওসি দেওয়ার বিষয়ে আগের মতো কঠোর অবস্থানে নেই বলে জানিয়েছেন তাসকিন। ২৯ বছর বয়সী বাংলাদেশের পেসার বলেন, ‘আমরা বোর্ডের সঙ্গে আলোচনা করেছি। তারা জানিয়েছে, যদি কোনো সুযোগ আসে, এনওসি পেতে কোনো সমস্যা হবে না।’
চেন্নাই সুপার কিংসের হয়ে গত বছর আইপিএলে খেলেছেন মোস্তাফিজুর রহমান। কিন্তু টুর্নামেন্টের মাঝপথে বাংলাদেশের এই বাঁহাতি পেসার দেশে ফেরেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে। তখন থেকেই শোনা যায়, আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো মৌসুম চলাকালীন ক্রিকেটারদের ছেড়ে দেওয়ার বিষয়ে কঠোর হবে। সেই কারণেই হয়তো ফ্র্যাঞ্চাইজিগুলো মেগা নিলামে বাংলাদেশি ক্রিকেটার নেয়নি।
বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএল খেলার বিষয়ে বিসিবির কঠোর অবস্থান নিয়ে আলোচনা দীর্ঘদিন ধরেই। তবে এবার বিসিবির নমনীয় মনোভাব নতুন সুযোগ তৈরি করতে পারে। এখন দেখার বিষয় আইপিএলের মাঝপথে কোনো দল তাসকিনকে দলে নেওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব দেয় কি না।
ক্যারিয়ারে নানা উত্থান-পতনের পর দারুণ ছন্দে আছেন তাসকিন। ২০২৫ বিপিএলে দুর্বার রাজশাহীর জার্সিতে নিয়েছেন ২৫ উইকেট। যা বিপিএলে এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড। ২০২৩ সালে জিম্বাবুয়েতে আয়োজিত জিম আফ্রো টি-টেনে বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলেছেন তাসকিন। এটা তাঁর ক্যারিয়ারে প্রথম কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ।
বাংলাদেশের পেস বোলিং আক্রমণের অন্যতম কান্ডারি তাসকিন আহমেদ। প্রতিবছরই আইপিএল এলে তাসকিনের খেলা নিয়ে আলোচনা হয়। কিন্তু এবার মেগা নিলামে কোনো বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেয়নি আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি।
আইপিএলে প্রায় মাঝপথে বদলি ক্রিকেটার নেওয়ার উদাহরণ রয়েছে। এবার তাসকিনের সঙ্গে যোগাযোগ করেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। রাজধানীর এক হোটেলে আজ ভক্ত-সমর্থকদের সঙ্গে ইফতার শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘মেগা নিলামে কোনো বাংলাদেশি ক্রিকেটারকে নেয়নি আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে দীর্ঘ সময়ের টুর্নামেন্ট হওয়ায় বদলি হিসেবে অনেক সময় নতুন ক্রিকেটারকে দলে নেওয়া হয়। তেমনি লক্ষ্ণৌ সুপার জায়ান্টস আমার সঙ্গে যোগাযোগ করেছে। তারা জানতে চেয়েছে, যদি বদলি হিসেবে নিতে চায়, তাহলে আমি খেলতে পারব কি না এবং বিসিবি এনওসি (অনাপত্তিপত্র) দেবে কি না। আমি তাদের জানিয়েছি, আমাদের যদি সুযোগ আসে, বিসিবির পক্ষ থেকে এনওসি নিয়ে এবার কোনো সমস্যা হবে না।’
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ এবার এনওসি দেওয়ার বিষয়ে আগের মতো কঠোর অবস্থানে নেই বলে জানিয়েছেন তাসকিন। ২৯ বছর বয়সী বাংলাদেশের পেসার বলেন, ‘আমরা বোর্ডের সঙ্গে আলোচনা করেছি। তারা জানিয়েছে, যদি কোনো সুযোগ আসে, এনওসি পেতে কোনো সমস্যা হবে না।’
চেন্নাই সুপার কিংসের হয়ে গত বছর আইপিএলে খেলেছেন মোস্তাফিজুর রহমান। কিন্তু টুর্নামেন্টের মাঝপথে বাংলাদেশের এই বাঁহাতি পেসার দেশে ফেরেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে। তখন থেকেই শোনা যায়, আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো মৌসুম চলাকালীন ক্রিকেটারদের ছেড়ে দেওয়ার বিষয়ে কঠোর হবে। সেই কারণেই হয়তো ফ্র্যাঞ্চাইজিগুলো মেগা নিলামে বাংলাদেশি ক্রিকেটার নেয়নি।
বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএল খেলার বিষয়ে বিসিবির কঠোর অবস্থান নিয়ে আলোচনা দীর্ঘদিন ধরেই। তবে এবার বিসিবির নমনীয় মনোভাব নতুন সুযোগ তৈরি করতে পারে। এখন দেখার বিষয় আইপিএলের মাঝপথে কোনো দল তাসকিনকে দলে নেওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব দেয় কি না।
ক্যারিয়ারে নানা উত্থান-পতনের পর দারুণ ছন্দে আছেন তাসকিন। ২০২৫ বিপিএলে দুর্বার রাজশাহীর জার্সিতে নিয়েছেন ২৫ উইকেট। যা বিপিএলে এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড। ২০২৩ সালে জিম্বাবুয়েতে আয়োজিত জিম আফ্রো টি-টেনে বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলেছেন তাসকিন। এটা তাঁর ক্যারিয়ারে প্রথম কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫