হায়দরাবাদে প্রথম টেস্টে কাছাকাছি গিয়েও ইংল্যান্ডকে হারাতে পারেনি ভারত। এরপর সেখান থেকে ভারত ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। বিশাখাপত্তনম, রাজকোট—দুই ভেন্যুতে ইংল্যান্ডকে তিন অঙ্কের ব্যবধানে হারিয়েছে ভারত। তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের পয়েন্ট তালিকায়ও উন্নতি হয়েছে ভারতীয়দের।
রাজকোটে আজ চতুর্থ দিনেই শেষ হয়েছে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। ইংল্যান্ডকে ৪৩৪ রানে হারিয়েছে ভারত। যা রানের হিসেবে নিজেদের টেস্ট ইতিহাসে ভারতের সর্বোচ্চ রানে জয়। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে এখন ভারত। একই সঙ্গে অস্ট্রেলিয়াকে টপকে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এসেছে ভারত। ৭ ম্যাচে ৪ জয়, ২ পরাজয় ও ১ ড্রয়ে ৫০ পয়েন্ট এখন ভারতের। সাফল্যের হার ৫৯.৫২ শতাংশ। ৫৫ শতাংশ সফলতা নিয়ে তিনে অস্ট্রেলিয়া।
অন্যদিকে গত পরশু দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে নিউজিল্যান্ড। ৯২ বছরের আক্ষেপ ঘোচানোর পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে কিউইরা। ৪ ম্যাচে ৩ জয়ে ব্ল্যাকক্যাপসদের সাফল্যের হার ৭৫ শতাংশ। বাংলাদেশ রয়েছে চার নম্বরে। এশিয়ার দলটি এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ২ টেস্টে ১টি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। সাফল্যের হার ৫০ শতাংশ। বাংলাদেশ টেস্ট দুটি ঘরের মাঠে খেলেছিল গত বছরের নভেম্বর-ডিসেম্বরে।
এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ১০ ম্যাচ খেলেছে অজিরা। যার মধ্যে রয়েছে গত বছরের জুন-জুলাইয়ে পাঁচ ম্যাচের অ্যাশেজ। দ্বিতীয় সর্বোচ্চ ৮ ম্যাচ খেলেছে ইংল্যান্ড। এখনো পর্যন্ত জয় না পাওয়া শ্রীলঙ্কা রয়েছে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে।
গত দুই চক্রের মতো এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপও হচ্ছে ৯ দল নিয়ে। জিতলে ১২ পয়েন্ট, টাই করলে ৬ পয়েন্ট ও ড্র করলে ৪ পয়েন্ট পাবে দল। হারলে কোনো পয়েন্টই পাওয়া যাবে না।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিল
দল ম্যাচ পয়েন্ট সাফল্যের হার (শতকরা হিসেব)
নিউজিল্যান্ড ৪ ৩৬ ৭৫
ভারত ৭ ৫০ ৫৯.৫২
অস্ট্রেলিয়া ১০ ৬৬ ৫৫
বাংলাদেশ ২ ১২ ৫০
পাকিস্তান ৫ ২২ ৩৬.৬৬
ওয়েস্ট ইন্ডিজ ৪ ১৬ ৩৩.৩৩
দক্ষিণ আফ্রিকা ৪ ১২ ২৫
ইংল্যান্ড ৮ ২১ ২১.৮৮
শ্রীলঙ্কা ২ ০ ০
হায়দরাবাদে প্রথম টেস্টে কাছাকাছি গিয়েও ইংল্যান্ডকে হারাতে পারেনি ভারত। এরপর সেখান থেকে ভারত ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। বিশাখাপত্তনম, রাজকোট—দুই ভেন্যুতে ইংল্যান্ডকে তিন অঙ্কের ব্যবধানে হারিয়েছে ভারত। তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের পয়েন্ট তালিকায়ও উন্নতি হয়েছে ভারতীয়দের।
রাজকোটে আজ চতুর্থ দিনেই শেষ হয়েছে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। ইংল্যান্ডকে ৪৩৪ রানে হারিয়েছে ভারত। যা রানের হিসেবে নিজেদের টেস্ট ইতিহাসে ভারতের সর্বোচ্চ রানে জয়। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে এখন ভারত। একই সঙ্গে অস্ট্রেলিয়াকে টপকে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এসেছে ভারত। ৭ ম্যাচে ৪ জয়, ২ পরাজয় ও ১ ড্রয়ে ৫০ পয়েন্ট এখন ভারতের। সাফল্যের হার ৫৯.৫২ শতাংশ। ৫৫ শতাংশ সফলতা নিয়ে তিনে অস্ট্রেলিয়া।
অন্যদিকে গত পরশু দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে নিউজিল্যান্ড। ৯২ বছরের আক্ষেপ ঘোচানোর পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে কিউইরা। ৪ ম্যাচে ৩ জয়ে ব্ল্যাকক্যাপসদের সাফল্যের হার ৭৫ শতাংশ। বাংলাদেশ রয়েছে চার নম্বরে। এশিয়ার দলটি এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ২ টেস্টে ১টি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। সাফল্যের হার ৫০ শতাংশ। বাংলাদেশ টেস্ট দুটি ঘরের মাঠে খেলেছিল গত বছরের নভেম্বর-ডিসেম্বরে।
এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ১০ ম্যাচ খেলেছে অজিরা। যার মধ্যে রয়েছে গত বছরের জুন-জুলাইয়ে পাঁচ ম্যাচের অ্যাশেজ। দ্বিতীয় সর্বোচ্চ ৮ ম্যাচ খেলেছে ইংল্যান্ড। এখনো পর্যন্ত জয় না পাওয়া শ্রীলঙ্কা রয়েছে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে।
গত দুই চক্রের মতো এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপও হচ্ছে ৯ দল নিয়ে। জিতলে ১২ পয়েন্ট, টাই করলে ৬ পয়েন্ট ও ড্র করলে ৪ পয়েন্ট পাবে দল। হারলে কোনো পয়েন্টই পাওয়া যাবে না।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিল
দল ম্যাচ পয়েন্ট সাফল্যের হার (শতকরা হিসেব)
নিউজিল্যান্ড ৪ ৩৬ ৭৫
ভারত ৭ ৫০ ৫৯.৫২
অস্ট্রেলিয়া ১০ ৬৬ ৫৫
বাংলাদেশ ২ ১২ ৫০
পাকিস্তান ৫ ২২ ৩৬.৬৬
ওয়েস্ট ইন্ডিজ ৪ ১৬ ৩৩.৩৩
দক্ষিণ আফ্রিকা ৪ ১২ ২৫
ইংল্যান্ড ৮ ২১ ২১.৮৮
শ্রীলঙ্কা ২ ০ ০
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫