নির্বাচনে জিতে তৃতীয়বারের মতো বিসিবির সভাপতি হয়েছেন নাজমুল হাসান পাপন। ২০১২ সালের অ্যাডহক কমিটি ধরে চারবার। এবারের নির্বাচনে সর্বোচ্চ ৫৩ ভোট পেয়েছেন তিনি। তবু নিজের চেয়ে খালেদ মাহমুদ সুজনকে বেশি জনপ্রিয় মনে করেন পাপন।
ক্যাটাগরি-৩-এ (অন্যান্য প্রতিনিধি) নাজমুল আবেদীন ফাহিমকে হারিয়ে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন সুজন। ফাহিম পেয়েছেন ৩ ভোট, সুজন পেয়েছেন ৩৭ ভোট। নিজের সঙ্গে সুজনের জনপ্রিয়তার তুলনা করে পাপন বললেন, ‘আমার তো মনে হয় সুজন আমার চেয়েও জনপ্রিয়। আর ফাহিম ভাই ভুল জায়গায় দাঁড়িয়ে গেছে। আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, আমি বলব দুজনই যোগ্য প্রার্থী ছিল।’
পাপনের কাছে নির্বাচন জিনিসটা একটু আলাদা। প্রার্থী যতই জনপ্রিয় হোক না কেন, কে তাঁকে ভোট দেবে সেটা আগে থেকে বোঝা কঠিন। নির্বাচনের আগে তাই ‘হোমওয়ার্ক’ করাটা খুব গুরুত্বপূর্ণ বললেন পাপন। তিনি বলেছেন, ‘নির্বাচনে নামার আগে একটু হোমওয়ার্ক করা দরকার। আমরা ধারণা, সেটা অনেকেই করতে পারেননি বা করেনি। কাউন্সিলদের কাছে যাওয়ারও বোধ হয় সবাই সময় পাননি কেউ কেউ। বিশেষ করে ফাহিম ভাই তো আমার ধারণা পারেনইনি। এতগুলো ভোট ওখানে। কখন কার কাছে যাবে আর কী করবে। আর তাঁর প্রতিদ্বন্দ্বীও হালকা ছিল না।’
নির্বাচনে জিতে তৃতীয়বারের মতো বিসিবির সভাপতি হয়েছেন নাজমুল হাসান পাপন। ২০১২ সালের অ্যাডহক কমিটি ধরে চারবার। এবারের নির্বাচনে সর্বোচ্চ ৫৩ ভোট পেয়েছেন তিনি। তবু নিজের চেয়ে খালেদ মাহমুদ সুজনকে বেশি জনপ্রিয় মনে করেন পাপন।
ক্যাটাগরি-৩-এ (অন্যান্য প্রতিনিধি) নাজমুল আবেদীন ফাহিমকে হারিয়ে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন সুজন। ফাহিম পেয়েছেন ৩ ভোট, সুজন পেয়েছেন ৩৭ ভোট। নিজের সঙ্গে সুজনের জনপ্রিয়তার তুলনা করে পাপন বললেন, ‘আমার তো মনে হয় সুজন আমার চেয়েও জনপ্রিয়। আর ফাহিম ভাই ভুল জায়গায় দাঁড়িয়ে গেছে। আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, আমি বলব দুজনই যোগ্য প্রার্থী ছিল।’
পাপনের কাছে নির্বাচন জিনিসটা একটু আলাদা। প্রার্থী যতই জনপ্রিয় হোক না কেন, কে তাঁকে ভোট দেবে সেটা আগে থেকে বোঝা কঠিন। নির্বাচনের আগে তাই ‘হোমওয়ার্ক’ করাটা খুব গুরুত্বপূর্ণ বললেন পাপন। তিনি বলেছেন, ‘নির্বাচনে নামার আগে একটু হোমওয়ার্ক করা দরকার। আমরা ধারণা, সেটা অনেকেই করতে পারেননি বা করেনি। কাউন্সিলদের কাছে যাওয়ারও বোধ হয় সবাই সময় পাননি কেউ কেউ। বিশেষ করে ফাহিম ভাই তো আমার ধারণা পারেনইনি। এতগুলো ভোট ওখানে। কখন কার কাছে যাবে আর কী করবে। আর তাঁর প্রতিদ্বন্দ্বীও হালকা ছিল না।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫