নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হোটেল সোনারগাঁয়ে গতকাল সকালে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসে লিটন দাস হাতের আঙুলগুলো এমনভাবে ফোটালেন, যেন প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে উঁচু শিরে নেমে পড়েছেন রিংয়ে! পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টির লড়াইয়ে বাংলাদেশের পরিসংখ্যান একেবারেই একপেশে। তবে এবার ঘরের মাঠে লিটনদের আত্মবিশ্বাস জোগাচ্ছে সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সফরে জেতা টি-টোয়েন্টি সিরিজ। শ্রীলঙ্কাকে যদি তাদের মাঠে হারানো যায়, তবে ঘরের মাঠে পাকিস্তানকে কেন নয়?
যেকোনো দলকে হারানোর মানসিকতা নিয়ে খেলার কথা লিটন জানিয়েছেন কাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘আপনাকে নির্দিষ্ট দিনে ভালো ক্রিকেট খেলতে হবে। তার মানে এই নয় যে হোম কন্ডিশন বলে আমরাই ভালো ক্রিকেট খেলব। আগেও বলেছি, পাকিস্তান ভালো দল। তাদের বেশির ভাগ ক্রিকেটারই বিপিএল খেলে থাকেন। তাঁরাও সেই কন্ডিশনটা সম্পর্কে জানেন। আমরা চেষ্টা করব, ভালো ক্রিকেটটা খেলার।’
টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান যে বড় এক পেশে, আগেই বলা হয়েছে। দুই দলের মুখোমুখি পরিসংখ্যানের স্কোর লাইনটা হচ্ছে ১৯: ৩। দ্বিপক্ষীয় সিরিজে ছয়বার মুখোমুখি হয়ে বাংলাদেশ হেরেছে পাঁচটিতে। একমাত্র জয় সেই ২০১৫ সালে, মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেটের সোনালি সময়ে। গত ৯ বছরে পাকিস্তানকে আর হারাতে পারেনি বাংলাদেশ। ২০ ওভারের ক্রিকেটে দ্বিপক্ষীয় সিরিজের টানা ৮টি ম্যাচেই হেরেছে তারা। সর্বশেষ দুই মাস আগে লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে ধবলধোলাই হয়ে এসেছে বাংলাদেশ। এবার কি গল্পটা বদলাতে পারবে বাংলাদেশ? লিটনরা পারবেন পাকিস্তানের বিপক্ষে জয়ের খরা ঘোচাতে?
ম্যাচটা যখন মিরপুরে, যতই স্বাগতিক হোক বাংলাদেশ, উইকেট নিয়ে একটা চিন্তা থাকবেই। মিরপুরের রহস্যময় উইকেটে কেমন স্কোরের ম্যাচ হবে, সেটা আগাম বলা মুশকিল। গত কয়েক সপ্তাহে যে মাত্রায় বৃষ্টিবাদল হয়েছে, হাই স্কোরিং উইকেট তৈরি করা কঠিনই ছিল মাঠকর্মীদের। বাংলাদেশ অধিনায়ক লিটনের কণ্ঠে কাল আফসোস ঝরেছে মিরপুরের উইকেটের চিরায়ত রহস্যময় আচরণ নিয়ে। শ্রীলঙ্কায় ওয়ানডেতে ব্যাটিংয়ের পারফরম্যান্স ওঠা-নামা করলেও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের উন্নতি চোখে পড়ার মতো ছিল। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন গত কয়েকটি সিরিজে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তবে পাকিস্তানের বোলিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী, ঘরের মাঠে খেলা হলেও চ্যালেঞ্জটা বাংলাদেশের ব্যাটারদের বেশিই থাকছে।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের দল নিয়েই পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে জয় পাওয়া একাদশ নিয়ে পাকিস্তানের বিপক্ষেও নামতে পারে বাংলাদেশ। অন্যদিকে শাদাব খানকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে পাকিস্তান। তবে সফরকারীদের দলে খুশদিল শাহ, ফাহিম আশরাফের মতো অলরাউন্ডার রয়েছেন। যাঁরা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ। গত কয়েক মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলা অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটারে পূর্ণ পাকিস্তান দল। মিরপুরে ১২টি ম্যাচ খেলেছেন খুশদিল। মোহাম্মদ হারিস, ফাহিম আশরাফ, আবরার আহমেদ, সায়েম আইয়ুব, আব্বাস আফ্রিদিও বিপিএল খেলেছেন।
মিরপুর যেহেতু ভালোই চেনা পাকিস্তানের, বাংলাদেশও আত্মবিশ্বাসী; একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের আভাসই মিলছে।
হোটেল সোনারগাঁয়ে গতকাল সকালে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসে লিটন দাস হাতের আঙুলগুলো এমনভাবে ফোটালেন, যেন প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে উঁচু শিরে নেমে পড়েছেন রিংয়ে! পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টির লড়াইয়ে বাংলাদেশের পরিসংখ্যান একেবারেই একপেশে। তবে এবার ঘরের মাঠে লিটনদের আত্মবিশ্বাস জোগাচ্ছে সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সফরে জেতা টি-টোয়েন্টি সিরিজ। শ্রীলঙ্কাকে যদি তাদের মাঠে হারানো যায়, তবে ঘরের মাঠে পাকিস্তানকে কেন নয়?
যেকোনো দলকে হারানোর মানসিকতা নিয়ে খেলার কথা লিটন জানিয়েছেন কাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘আপনাকে নির্দিষ্ট দিনে ভালো ক্রিকেট খেলতে হবে। তার মানে এই নয় যে হোম কন্ডিশন বলে আমরাই ভালো ক্রিকেট খেলব। আগেও বলেছি, পাকিস্তান ভালো দল। তাদের বেশির ভাগ ক্রিকেটারই বিপিএল খেলে থাকেন। তাঁরাও সেই কন্ডিশনটা সম্পর্কে জানেন। আমরা চেষ্টা করব, ভালো ক্রিকেটটা খেলার।’
টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান যে বড় এক পেশে, আগেই বলা হয়েছে। দুই দলের মুখোমুখি পরিসংখ্যানের স্কোর লাইনটা হচ্ছে ১৯: ৩। দ্বিপক্ষীয় সিরিজে ছয়বার মুখোমুখি হয়ে বাংলাদেশ হেরেছে পাঁচটিতে। একমাত্র জয় সেই ২০১৫ সালে, মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেটের সোনালি সময়ে। গত ৯ বছরে পাকিস্তানকে আর হারাতে পারেনি বাংলাদেশ। ২০ ওভারের ক্রিকেটে দ্বিপক্ষীয় সিরিজের টানা ৮টি ম্যাচেই হেরেছে তারা। সর্বশেষ দুই মাস আগে লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে ধবলধোলাই হয়ে এসেছে বাংলাদেশ। এবার কি গল্পটা বদলাতে পারবে বাংলাদেশ? লিটনরা পারবেন পাকিস্তানের বিপক্ষে জয়ের খরা ঘোচাতে?
ম্যাচটা যখন মিরপুরে, যতই স্বাগতিক হোক বাংলাদেশ, উইকেট নিয়ে একটা চিন্তা থাকবেই। মিরপুরের রহস্যময় উইকেটে কেমন স্কোরের ম্যাচ হবে, সেটা আগাম বলা মুশকিল। গত কয়েক সপ্তাহে যে মাত্রায় বৃষ্টিবাদল হয়েছে, হাই স্কোরিং উইকেট তৈরি করা কঠিনই ছিল মাঠকর্মীদের। বাংলাদেশ অধিনায়ক লিটনের কণ্ঠে কাল আফসোস ঝরেছে মিরপুরের উইকেটের চিরায়ত রহস্যময় আচরণ নিয়ে। শ্রীলঙ্কায় ওয়ানডেতে ব্যাটিংয়ের পারফরম্যান্স ওঠা-নামা করলেও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের উন্নতি চোখে পড়ার মতো ছিল। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন গত কয়েকটি সিরিজে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তবে পাকিস্তানের বোলিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী, ঘরের মাঠে খেলা হলেও চ্যালেঞ্জটা বাংলাদেশের ব্যাটারদের বেশিই থাকছে।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের দল নিয়েই পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে জয় পাওয়া একাদশ নিয়ে পাকিস্তানের বিপক্ষেও নামতে পারে বাংলাদেশ। অন্যদিকে শাদাব খানকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে পাকিস্তান। তবে সফরকারীদের দলে খুশদিল শাহ, ফাহিম আশরাফের মতো অলরাউন্ডার রয়েছেন। যাঁরা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ। গত কয়েক মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলা অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটারে পূর্ণ পাকিস্তান দল। মিরপুরে ১২টি ম্যাচ খেলেছেন খুশদিল। মোহাম্মদ হারিস, ফাহিম আশরাফ, আবরার আহমেদ, সায়েম আইয়ুব, আব্বাস আফ্রিদিও বিপিএল খেলেছেন।
মিরপুর যেহেতু ভালোই চেনা পাকিস্তানের, বাংলাদেশও আত্মবিশ্বাসী; একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের আভাসই মিলছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে