ক্রীড়া ডেস্ক
‘দুঃসময়ের বন্ধু’ জিম্বাবুয়ের সঙ্গেও জিততে পারল না বাংলাদেশ। স্কোরকার্ডে জিম্বাবুয়ের ৩ উইকেটের জয় দেখে মনে হতে পারে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ এই ম্যাচে লড়াই করেছে। কিন্তু যা সর্বনাশ হওয়ার, তা বাংলাদেশের ব্যাটিংয়েই হয়েছে।
সিলেটে গতকাল শেষ হওয়া সিরিজের প্রথম টেস্টে হারের পর দায়টা নিজের কাঁধেই তুলে নিয়েছেন শান্ত। বাজে শট খেলে আউট হওয়ার অনুশোচনা সংবাদ সম্মেলনে করেছেন বাংলাদেশ অধিনায়ক। তবে রুবেল হোসেন দায়টা পুরোপুরি শান্তর ওপর দিতে চান না। জিম্বাবুয়ের কাছে হারের পর নিজের অফিশিয়াল ফেসবুক পেজে রুবেল গত রাতে লিখেছেন, ‘সত্যি বলতে জিম্বাবুয়ের সঙ্গে দেশের মাটিতে হারাটা খুবই কষ্টদায়ক। শান্ত তার নিজের ঘাড়ে সমস্ত দোষ নিয়ে নিলেন। কিন্তু এই পরাজয় পুরো দলের।’
৩ উইকেটের হারে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৮ এপ্রিল শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট। সিরিজে টিকে থাকতে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই। এই টেস্ট সামনে রেখে শান্তকে মানসিকভাবে শক্ত হতে বলেছেন রুবেল। ফেসবুকে রুবেল লিখেছেন, ‘শক্ত হও ভাই। ইনশা আল্লাহ চট্টগ্রাম টেস্টে আমরা ভালোভাবে ঘুরে দাঁড়াব।’ ৩৫ বছর বয়সী বাংলাদেশি এই পেসার বাক্যের শেষে বাংলাদেশের পতাকার ইমোজি জুড়ে দিয়েছেন।
বাংলাদেশ ম্যাচের আগে নিজেদের সবশেষ ১০ টেস্টের মধ্যে ৮টিতে হেরেছিল জিম্বাবুয়ে। সিলেটে গতকাল চার দিনে শেষ হওয়া টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে ৪ বছর পর টেস্টে জিতল জিম্বাবুয়ে। একই সঙ্গে বাংলাদেশের বিপক্ষে ৭ বছরের অচলায়তনও ভাঙল জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে সবশেষ টেস্ট জিম্বাবুয়ে জিতেছিল ২০১৮ সালে। এই সিলেটেই ৭ বছর আগে আফ্রিকা মহাদেশের এই দল জিতেছিল ১৫১ রানে।
আরও পড়ুন:
‘দুঃসময়ের বন্ধু’ জিম্বাবুয়ের সঙ্গেও জিততে পারল না বাংলাদেশ। স্কোরকার্ডে জিম্বাবুয়ের ৩ উইকেটের জয় দেখে মনে হতে পারে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ এই ম্যাচে লড়াই করেছে। কিন্তু যা সর্বনাশ হওয়ার, তা বাংলাদেশের ব্যাটিংয়েই হয়েছে।
সিলেটে গতকাল শেষ হওয়া সিরিজের প্রথম টেস্টে হারের পর দায়টা নিজের কাঁধেই তুলে নিয়েছেন শান্ত। বাজে শট খেলে আউট হওয়ার অনুশোচনা সংবাদ সম্মেলনে করেছেন বাংলাদেশ অধিনায়ক। তবে রুবেল হোসেন দায়টা পুরোপুরি শান্তর ওপর দিতে চান না। জিম্বাবুয়ের কাছে হারের পর নিজের অফিশিয়াল ফেসবুক পেজে রুবেল গত রাতে লিখেছেন, ‘সত্যি বলতে জিম্বাবুয়ের সঙ্গে দেশের মাটিতে হারাটা খুবই কষ্টদায়ক। শান্ত তার নিজের ঘাড়ে সমস্ত দোষ নিয়ে নিলেন। কিন্তু এই পরাজয় পুরো দলের।’
৩ উইকেটের হারে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৮ এপ্রিল শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট। সিরিজে টিকে থাকতে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই। এই টেস্ট সামনে রেখে শান্তকে মানসিকভাবে শক্ত হতে বলেছেন রুবেল। ফেসবুকে রুবেল লিখেছেন, ‘শক্ত হও ভাই। ইনশা আল্লাহ চট্টগ্রাম টেস্টে আমরা ভালোভাবে ঘুরে দাঁড়াব।’ ৩৫ বছর বয়সী বাংলাদেশি এই পেসার বাক্যের শেষে বাংলাদেশের পতাকার ইমোজি জুড়ে দিয়েছেন।
বাংলাদেশ ম্যাচের আগে নিজেদের সবশেষ ১০ টেস্টের মধ্যে ৮টিতে হেরেছিল জিম্বাবুয়ে। সিলেটে গতকাল চার দিনে শেষ হওয়া টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে ৪ বছর পর টেস্টে জিতল জিম্বাবুয়ে। একই সঙ্গে বাংলাদেশের বিপক্ষে ৭ বছরের অচলায়তনও ভাঙল জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে সবশেষ টেস্ট জিম্বাবুয়ে জিতেছিল ২০১৮ সালে। এই সিলেটেই ৭ বছর আগে আফ্রিকা মহাদেশের এই দল জিতেছিল ১৫১ রানে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫