বোম যে ফাটাতে চলেছে, চার ঘণ্টা আগে ফেসবুক স্ট্যাটাসে সেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন তামিম ইকবাল। বিশ্বকাপের দল থেকে বাদ পড়া আর শেষ কয়দিন তাঁকে ঘিরে একের পর এক নাটক নিয়ে নিজের মনের ভেতর জমে থাকা ক্ষোভের কথা যে ঢালবেন তামিম সেটা বোঝাই যাচ্ছিল। তামিম সেই ক্ষোভ ঢেলেছেন, ধুয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।
বিকেল ৫টার কিছুক্ষণ পর এক ভিডিও বার্তায় বিশ্বকাপের দলে না থাকার কারণ ব্যাখ্যা করেছেন তামিম। তাঁকে বাদ দেওয়ার জন্য মিথ্যা গুজব তৈরির অভিযোগও তুলেছেন দেশসেরা বাঁহাতি ওপেনার। তাঁকে ইচ্ছে করেই দল থেকে বাদ দেওয়া হয়েছে, সেটিও স্পষ্ট করে বলেছেন তামিম।
তাঁকে নিয়ে বোর্ড ও নির্বাচকদের দোটানার কথা তুলে ধরেছেন তামিম। জানিয়েছেন তাঁর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার কথাও। তামিম বলেছেন, ‘নিউজিল্যান্ড ম্যাচের দ্বিতীয় ম্যাচে আমি ৪৪ রান করেছিলাম। নিজেকে নিয়ে খুশি ছিলাম। এর দুই-এক দিন পর বোর্ডের উচ্চমহল থেকে একজন ফোন করলেন। তিনি বেশ জড়িত আমাদের ক্রিকেটের সঙ্গে। তিনি ফোন করে বললেন, তুমি তো বিশ্বকাপে যাবা। তোমাকে অনেক ম্যানেজ করিয়ে খেলাতে হবে। একটা কাজ করো প্রথম ম্যাচ খেলো না। আমি বললাম, ভাই এটা তো ১২-১৩ দিনের কথা। এই কদিনে তো আমি আরও ভালো অবস্থায় থাকব। কী কারণে খেলব না! তিনি বললেন, তুমি যদি খেল আমরা একটা পরিকল্পনা করছি তোমাকে আমরা নিচে ব্যাটিং করাব।’
বিসিবির সেই কর্মকর্তার কথায় মন ভেঙে গেছে বলে জানান তামিম। বলেছেন, ‘একটা কথা মাথায় রাখতে হবে আমি কিছুদিন ধরে কোন মানসিকতায় ছিলাম। আমি একটা ভালো ইনিংস খেলেছি, সুখী ছিলাম এর মাঝে এসব কথা, আমার পক্ষে নেওয়া সম্ভব না। ১৭ বছর আমি এক পজিশনে ব্যাট করেছি, জীবনে কখনো ৩-৪ পজিশনে ব্যাটিংই করিনি। যদি কোনো দিন করতাম তাহলে হয়তো মানিয়ে নেওয়া সহজ হতো। কিন্তু কখনোই এই পজিশনে ব্যাট করিনি। স্বাভাবিকভাবেই আমি কথাটা সহজভাবে নিতে পারিনি। আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম।’
তাঁকে সরানোর জন্য যে নোংরামি করা হয়েছে, সেটিও বলেছেন তামিম, ‘আমার মনে হয়েছে আমাকে জোর করে করে অনেক জায়গায় বাধা দেওয়া হচ্ছে। ইচ্ছা করে করে। আমি তখন বললাম, দেখেন আপনাদের যদি এ রকম চিন্তাধারা থাকে তাহলে আমাকে আপনারা না পাঠান। আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না। একেক দিন একেকটা জিনিস আপনারা আমাকে ফেস করাবেন তার মধ্যে থাকতে চাই না। এরপর সেই ব্যক্তির সঙ্গে আমার অনেক কথা হয়েছে, যেগুলো আমার মনে হয় এই প্ল্যাটফর্মে বলা উচিত নয়।’
বোম যে ফাটাতে চলেছে, চার ঘণ্টা আগে ফেসবুক স্ট্যাটাসে সেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন তামিম ইকবাল। বিশ্বকাপের দল থেকে বাদ পড়া আর শেষ কয়দিন তাঁকে ঘিরে একের পর এক নাটক নিয়ে নিজের মনের ভেতর জমে থাকা ক্ষোভের কথা যে ঢালবেন তামিম সেটা বোঝাই যাচ্ছিল। তামিম সেই ক্ষোভ ঢেলেছেন, ধুয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।
বিকেল ৫টার কিছুক্ষণ পর এক ভিডিও বার্তায় বিশ্বকাপের দলে না থাকার কারণ ব্যাখ্যা করেছেন তামিম। তাঁকে বাদ দেওয়ার জন্য মিথ্যা গুজব তৈরির অভিযোগও তুলেছেন দেশসেরা বাঁহাতি ওপেনার। তাঁকে ইচ্ছে করেই দল থেকে বাদ দেওয়া হয়েছে, সেটিও স্পষ্ট করে বলেছেন তামিম।
তাঁকে নিয়ে বোর্ড ও নির্বাচকদের দোটানার কথা তুলে ধরেছেন তামিম। জানিয়েছেন তাঁর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার কথাও। তামিম বলেছেন, ‘নিউজিল্যান্ড ম্যাচের দ্বিতীয় ম্যাচে আমি ৪৪ রান করেছিলাম। নিজেকে নিয়ে খুশি ছিলাম। এর দুই-এক দিন পর বোর্ডের উচ্চমহল থেকে একজন ফোন করলেন। তিনি বেশ জড়িত আমাদের ক্রিকেটের সঙ্গে। তিনি ফোন করে বললেন, তুমি তো বিশ্বকাপে যাবা। তোমাকে অনেক ম্যানেজ করিয়ে খেলাতে হবে। একটা কাজ করো প্রথম ম্যাচ খেলো না। আমি বললাম, ভাই এটা তো ১২-১৩ দিনের কথা। এই কদিনে তো আমি আরও ভালো অবস্থায় থাকব। কী কারণে খেলব না! তিনি বললেন, তুমি যদি খেল আমরা একটা পরিকল্পনা করছি তোমাকে আমরা নিচে ব্যাটিং করাব।’
বিসিবির সেই কর্মকর্তার কথায় মন ভেঙে গেছে বলে জানান তামিম। বলেছেন, ‘একটা কথা মাথায় রাখতে হবে আমি কিছুদিন ধরে কোন মানসিকতায় ছিলাম। আমি একটা ভালো ইনিংস খেলেছি, সুখী ছিলাম এর মাঝে এসব কথা, আমার পক্ষে নেওয়া সম্ভব না। ১৭ বছর আমি এক পজিশনে ব্যাট করেছি, জীবনে কখনো ৩-৪ পজিশনে ব্যাটিংই করিনি। যদি কোনো দিন করতাম তাহলে হয়তো মানিয়ে নেওয়া সহজ হতো। কিন্তু কখনোই এই পজিশনে ব্যাট করিনি। স্বাভাবিকভাবেই আমি কথাটা সহজভাবে নিতে পারিনি। আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম।’
তাঁকে সরানোর জন্য যে নোংরামি করা হয়েছে, সেটিও বলেছেন তামিম, ‘আমার মনে হয়েছে আমাকে জোর করে করে অনেক জায়গায় বাধা দেওয়া হচ্ছে। ইচ্ছা করে করে। আমি তখন বললাম, দেখেন আপনাদের যদি এ রকম চিন্তাধারা থাকে তাহলে আমাকে আপনারা না পাঠান। আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না। একেক দিন একেকটা জিনিস আপনারা আমাকে ফেস করাবেন তার মধ্যে থাকতে চাই না। এরপর সেই ব্যক্তির সঙ্গে আমার অনেক কথা হয়েছে, যেগুলো আমার মনে হয় এই প্ল্যাটফর্মে বলা উচিত নয়।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫