২০১৯ থেকে ২০২৩-চার বছর ব্যবধানে মুদ্রার এপিঠ-ওপিঠ দেখলেন জেসন রয়। গত বিশ্বকাপে ইংল্যান্ডের শিরোপা জয়ের নায়কদের একজন ছিলেন তিনি। এবার ভারতে হতে যাওয়া বিশ্বকাপে ইংল্যান্ড দলে শেষ পর্যন্ত জায়গাই পাননি তিনি।
বিশ্বকাপের ইংল্যান্ডের ১৫ সদস্যের প্রাথমিক দলে অবশ্য নাম ছিল রয়ের। নাম ছিল ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজের দলেও। তবে পিঠে চোট থাকায় খেলতে পারেননি এক ম্যাচও। এরপর বিশ্বকাপের চূড়ান্ত দল থেকেও বাদ পড়েছেন। রয়ের পরিবর্তে ঢুকেছেন অনেক দিন ধরে আলোচনায় থাকা হ্যারি ব্রুক। তাছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের তিনটি ভিন্ন উদ্বোধনী জুটি খেলেছে। ওপেনিং করেছেন ব্রুক, ডেভিড মালান ও জনি বেয়ারস্টো। যার মধ্যে মালান ৯৬ রান করেছেন। যেখানে বরাবরই ওপেনিং করেন রয়।
বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ায় স্বাভাবিকভাবেই আঘাত পেয়েছেন রয়। এ কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাচক লুক রাইটের কথাতেও এসেছে সেই প্রসঙ্গ, ‘আয়ারল্যান্ড সিরিজের দলে থাকা সে (রয়) আশাই করেনি। এরপর সে যখন বিশ্বকাপ থেকে বাদ পড়ার খবর পেল, তখন সে খুবই আঘাত পেয়েছে। আমরাও জেসনকে বুঝিয়ে দিয়েছি যে তাকে টপ অর্ডারের জন্য বিবেচনা করছি না। সেটা সে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলুক বা না খেলুক।’
ইংল্যান্ডের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড-আয়ারল্যান্ড। রয়ের পর জো রুটও আয়ারল্যান্ড সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তাতে রুটের পরিবর্তে ডাক পেয়েছেন টম কোহলার ক্যাডমোর। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি ক্যাডমোর। লিডসে গতকাল হওয়া ইংল্যান্ড-আয়ারল্যান্ড প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে পরশু ও মঙ্গলবার ট্রেন্টব্রিজ ও ব্রিস্টলে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ড দলের অধিনায়ক জ্যাক ক্রলি।
২০১৯ থেকে ২০২৩-চার বছর ব্যবধানে মুদ্রার এপিঠ-ওপিঠ দেখলেন জেসন রয়। গত বিশ্বকাপে ইংল্যান্ডের শিরোপা জয়ের নায়কদের একজন ছিলেন তিনি। এবার ভারতে হতে যাওয়া বিশ্বকাপে ইংল্যান্ড দলে শেষ পর্যন্ত জায়গাই পাননি তিনি।
বিশ্বকাপের ইংল্যান্ডের ১৫ সদস্যের প্রাথমিক দলে অবশ্য নাম ছিল রয়ের। নাম ছিল ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজের দলেও। তবে পিঠে চোট থাকায় খেলতে পারেননি এক ম্যাচও। এরপর বিশ্বকাপের চূড়ান্ত দল থেকেও বাদ পড়েছেন। রয়ের পরিবর্তে ঢুকেছেন অনেক দিন ধরে আলোচনায় থাকা হ্যারি ব্রুক। তাছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের তিনটি ভিন্ন উদ্বোধনী জুটি খেলেছে। ওপেনিং করেছেন ব্রুক, ডেভিড মালান ও জনি বেয়ারস্টো। যার মধ্যে মালান ৯৬ রান করেছেন। যেখানে বরাবরই ওপেনিং করেন রয়।
বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ায় স্বাভাবিকভাবেই আঘাত পেয়েছেন রয়। এ কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাচক লুক রাইটের কথাতেও এসেছে সেই প্রসঙ্গ, ‘আয়ারল্যান্ড সিরিজের দলে থাকা সে (রয়) আশাই করেনি। এরপর সে যখন বিশ্বকাপ থেকে বাদ পড়ার খবর পেল, তখন সে খুবই আঘাত পেয়েছে। আমরাও জেসনকে বুঝিয়ে দিয়েছি যে তাকে টপ অর্ডারের জন্য বিবেচনা করছি না। সেটা সে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলুক বা না খেলুক।’
ইংল্যান্ডের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড-আয়ারল্যান্ড। রয়ের পর জো রুটও আয়ারল্যান্ড সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তাতে রুটের পরিবর্তে ডাক পেয়েছেন টম কোহলার ক্যাডমোর। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি ক্যাডমোর। লিডসে গতকাল হওয়া ইংল্যান্ড-আয়ারল্যান্ড প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে পরশু ও মঙ্গলবার ট্রেন্টব্রিজ ও ব্রিস্টলে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ড দলের অধিনায়ক জ্যাক ক্রলি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫