নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছিল ইংল্যান্ড। ফলে বিশ্বকাপে ভালোভাবে ঘুরে দাঁড়াতে দ্বিতীয় ম্যাচটি ইংলিশদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ধর্মশালায় ঘুরে দাঁড়ানোর প্রথম কাজটা যেন দারুণভাবেই সারছেন ইংল্যান্ডের ব্যাটাররা।
বাংলাদেশের বিপক্ষে যেন কার্ডিফের স্মৃতি ফেরাচ্ছেন জনি বেয়ারস্টোরা। ২০১৯ বিশ্বকাপে কার্ডিফে ইংল্যান্ড আগে ব্যাটিংয়ে নেমে করেছিল ৬ উইকেটে ৩৮৬ রান। এবারও যেন সেই রকম কিছু করতে চলেছে তারা।
তবে ম্যাচের শুরু থেকে এখন পর্যন্ত সবকিছুই যেন কার্ডিফের মতোই। এবারও টস জিতে ইংল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। শুরুটাও হলো গত বিশ্বকাপের মতোই। সেবার ওপেনিং জুটিতে বেয়ারস্টো ও জেসন রয় ১০০ ছাড়ানো জুটি গড়েছিলেন। এবারও তাই হলো, বেয়ারস্টো ও ডেভিড মালান ১১৫ রানের দুর্দান্ত এক জুটি গড়েছেন। বেয়ারস্টো সেই ম্যাচেও করেছিলেন ফিফটি, আজও করেছেন ফিফটি (৫১)।
তবে কার্ডিফে ১২১ বলে ১৫৩ রানের ইনিংস খেলেছিলেন রয়। তাঁর জায়গায় আজ মালান খেলেছেন ১০৭ বলে ১৪০ রানের বিধ্বংসী এক ইনিংস। সেই ম্যাচে ইংল্যান্ডের ইনিংসে ছিল ১ সেঞ্চুরি ও ২ ফিফটি। ধর্মশালায়ও আজ এ পর্যন্ত ২ ফিফটি ও ১ সেঞ্চুরি করেছেন ইংলিশ ব্যাটাররা। ৬৮ বলে ৮২ রানের দারুণ এক ইনিংস খেলেছেন রুট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৪৪.৩ ওভারে ৬ উইকেটে ৩২৭ রান।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছিল ইংল্যান্ড। ফলে বিশ্বকাপে ভালোভাবে ঘুরে দাঁড়াতে দ্বিতীয় ম্যাচটি ইংলিশদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ধর্মশালায় ঘুরে দাঁড়ানোর প্রথম কাজটা যেন দারুণভাবেই সারছেন ইংল্যান্ডের ব্যাটাররা।
বাংলাদেশের বিপক্ষে যেন কার্ডিফের স্মৃতি ফেরাচ্ছেন জনি বেয়ারস্টোরা। ২০১৯ বিশ্বকাপে কার্ডিফে ইংল্যান্ড আগে ব্যাটিংয়ে নেমে করেছিল ৬ উইকেটে ৩৮৬ রান। এবারও যেন সেই রকম কিছু করতে চলেছে তারা।
তবে ম্যাচের শুরু থেকে এখন পর্যন্ত সবকিছুই যেন কার্ডিফের মতোই। এবারও টস জিতে ইংল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। শুরুটাও হলো গত বিশ্বকাপের মতোই। সেবার ওপেনিং জুটিতে বেয়ারস্টো ও জেসন রয় ১০০ ছাড়ানো জুটি গড়েছিলেন। এবারও তাই হলো, বেয়ারস্টো ও ডেভিড মালান ১১৫ রানের দুর্দান্ত এক জুটি গড়েছেন। বেয়ারস্টো সেই ম্যাচেও করেছিলেন ফিফটি, আজও করেছেন ফিফটি (৫১)।
তবে কার্ডিফে ১২১ বলে ১৫৩ রানের ইনিংস খেলেছিলেন রয়। তাঁর জায়গায় আজ মালান খেলেছেন ১০৭ বলে ১৪০ রানের বিধ্বংসী এক ইনিংস। সেই ম্যাচে ইংল্যান্ডের ইনিংসে ছিল ১ সেঞ্চুরি ও ২ ফিফটি। ধর্মশালায়ও আজ এ পর্যন্ত ২ ফিফটি ও ১ সেঞ্চুরি করেছেন ইংলিশ ব্যাটাররা। ৬৮ বলে ৮২ রানের দারুণ এক ইনিংস খেলেছেন রুট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৪৪.৩ ওভারে ৬ উইকেটে ৩২৭ রান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে