ক্রীড়া ডেস্ক
বিকেএসপিতে গতকাল ম্যাচ শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তামিম ইকবালকে নেওয়া হয় হাসপাতালে। হৃদরোগে আক্রান্ত তামিমকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন লিটন দাস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজরা। কিছুক্ষণ আগে তামিমের সুস্থতা কামনা করে দোয়া চাইলেন সাকিব আল হাসান।
সাকিব আজ ৩৮ পেরিয়ে ৩৯ বছরে পা দিয়েছেন। কিন্তু সতীর্থ তামিমের হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়েছে, সেটা স্পর্শ করেছে সাকিবকেও। তামিমের জন্য দোয়া চেয়ে নিজের ৩৮তম জন্মদিনের দিন অফিশিয়াল ফেসবুক পেজে সাকিব লেখেন,
‘তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশা আল্লাহ তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার । দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে।’
তামিম, সাকিব বাংলাদেশকে অনেক স্মরণীয় জয় এনে দিয়েছেন। ৩৮তম জন্মদিনের দিন সাকিব স্মরণ করলেন তামিমের সঙ্গে ক্রিকেট মাঠের পুরোনো স্মৃতি। সাকিব লিখেছেন, ‘আজ আমার জন্য বিশেষ দিন। কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই। কারণ, আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি। অনেক স্মৃতি রয়েছে আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।’
২০ মার্চ তামিমের ৩৬তম জন্মদিনের দিন আইসিসির কাছ থেকে অবৈধ বোলিং অ্যাকশন শোধরানোর সুখবর পান সাকিব। আজ সাকিবের ৩৮তম জন্মদিনের দিন তামিম ভর্তি হলেন হাসপাতালে। অথচ টস করার সময়ও মোহামেডান অধিনায়ক তামিম ছিলেন সুস্থ। পরে এতটাই অসুস্থ হয়ে পড়েন যে হেলিকপ্টারে ওঠার মতো অবস্থায় ছিলেন না। বিকেএসপির নিকটবর্তী কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে মোহামেডানকে জিতিয়ে মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদরা গিয়েছেন কেপিজে হাসপাতালে। সতীর্থদের সঙ্গে কথা বলেছেন তামিম।
বিকেএসপিতে গতকাল ম্যাচ শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তামিম ইকবালকে নেওয়া হয় হাসপাতালে। হৃদরোগে আক্রান্ত তামিমকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন লিটন দাস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজরা। কিছুক্ষণ আগে তামিমের সুস্থতা কামনা করে দোয়া চাইলেন সাকিব আল হাসান।
সাকিব আজ ৩৮ পেরিয়ে ৩৯ বছরে পা দিয়েছেন। কিন্তু সতীর্থ তামিমের হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়েছে, সেটা স্পর্শ করেছে সাকিবকেও। তামিমের জন্য দোয়া চেয়ে নিজের ৩৮তম জন্মদিনের দিন অফিশিয়াল ফেসবুক পেজে সাকিব লেখেন,
‘তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশা আল্লাহ তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার । দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে।’
তামিম, সাকিব বাংলাদেশকে অনেক স্মরণীয় জয় এনে দিয়েছেন। ৩৮তম জন্মদিনের দিন সাকিব স্মরণ করলেন তামিমের সঙ্গে ক্রিকেট মাঠের পুরোনো স্মৃতি। সাকিব লিখেছেন, ‘আজ আমার জন্য বিশেষ দিন। কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই। কারণ, আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি। অনেক স্মৃতি রয়েছে আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।’
২০ মার্চ তামিমের ৩৬তম জন্মদিনের দিন আইসিসির কাছ থেকে অবৈধ বোলিং অ্যাকশন শোধরানোর সুখবর পান সাকিব। আজ সাকিবের ৩৮তম জন্মদিনের দিন তামিম ভর্তি হলেন হাসপাতালে। অথচ টস করার সময়ও মোহামেডান অধিনায়ক তামিম ছিলেন সুস্থ। পরে এতটাই অসুস্থ হয়ে পড়েন যে হেলিকপ্টারে ওঠার মতো অবস্থায় ছিলেন না। বিকেএসপির নিকটবর্তী কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে মোহামেডানকে জিতিয়ে মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদরা গিয়েছেন কেপিজে হাসপাতালে। সতীর্থদের সঙ্গে কথা বলেছেন তামিম।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২০ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে