নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু হুট করেই সিদ্ধান্ত পাল্টালেন সাকিব আল হাসান। মানসিক অবসাদের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চান না তিনি। গত পরশু দুবাইগামী বিমানে চড়ার আগে সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়ে গেলেন সাকিব। তাতে করে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। আজ বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও।
সংবাদমাধ্যমকে বিসিবির এই পরিচালক জানালেন, সাকিব ইস্যুর সমাপ্তি চান তাঁরা। সুজন বলেছেন, ‘আমি জানি না কেন এমন কথা বলে গেল। আমরা তো জানতামই টেস্টে ও ওয়ানডেতে খেলবে। এখানে জোর করার তো কিছু নেই। সাকিব না খেললেও কোনো সমস্যা না, আমি পরোয়া করি না। আমার মনে হয়, এটাই সঠিক সময়। বোর্ডের উচিত এটা থামানো। অনেক হয়েছে। এটা বারবার এমন হতে পারে না।’
সাকিবের কারণে দল যে সুনির্দিষ্ট পরিকল্পনা করতে পারে না সেটা গতকাল বোর্ড সভাপতি পাপন বলেছেন। এবার তাঁর কণ্ঠে সুর মেলালেন টিম ডিরেক্টর সুজন, ‘সাকিব থাকলে পরিকল্পনা একরকম, না থাকলে আরেকরকম। তামিম-সাকিব ছাড়াই দল নিউজিল্যান্ডে টেস্ট জিতেছি। এমন নয় যে, সে না থাকলে পরিকল্পনা হবে না। অবশ্যই পরিকল্পনা পরিবর্তন করা হবে।’
অনেক দিন ধরেই দলের অভিজ্ঞ ক্রিকেটাররা হুটহাট সিদ্ধান্ত জানিয়ে বিপদে ফেলছেন দলকে। বিশেষ করে এই ঘটনা বেশি হচ্ছে সাকিবের কারণে। এমনটা মানতে পারছেন না সুজন, ‘অবশ্যই এটা মেনে নেওয়া ঠিক না। সাকিব, রিয়াদ, মুশফিক, তামিম, মাশরাফি ওরা ছোট থেকেই বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইন ধরে উঠেছে। ওদের পেছনে বাংলাদেশ ক্রিকেটের পুঁজি অনেক। ওদের কাছ থেকে আমরা প্রতিদান চাইতেই পারি। এটা কারওর ব্যক্তিগত দল না, এটা বাংলাদেশ দল। এই জার্সি পরার আনন্দটা থাকা উচিত।’
সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু হুট করেই সিদ্ধান্ত পাল্টালেন সাকিব আল হাসান। মানসিক অবসাদের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চান না তিনি। গত পরশু দুবাইগামী বিমানে চড়ার আগে সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়ে গেলেন সাকিব। তাতে করে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। আজ বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও।
সংবাদমাধ্যমকে বিসিবির এই পরিচালক জানালেন, সাকিব ইস্যুর সমাপ্তি চান তাঁরা। সুজন বলেছেন, ‘আমি জানি না কেন এমন কথা বলে গেল। আমরা তো জানতামই টেস্টে ও ওয়ানডেতে খেলবে। এখানে জোর করার তো কিছু নেই। সাকিব না খেললেও কোনো সমস্যা না, আমি পরোয়া করি না। আমার মনে হয়, এটাই সঠিক সময়। বোর্ডের উচিত এটা থামানো। অনেক হয়েছে। এটা বারবার এমন হতে পারে না।’
সাকিবের কারণে দল যে সুনির্দিষ্ট পরিকল্পনা করতে পারে না সেটা গতকাল বোর্ড সভাপতি পাপন বলেছেন। এবার তাঁর কণ্ঠে সুর মেলালেন টিম ডিরেক্টর সুজন, ‘সাকিব থাকলে পরিকল্পনা একরকম, না থাকলে আরেকরকম। তামিম-সাকিব ছাড়াই দল নিউজিল্যান্ডে টেস্ট জিতেছি। এমন নয় যে, সে না থাকলে পরিকল্পনা হবে না। অবশ্যই পরিকল্পনা পরিবর্তন করা হবে।’
অনেক দিন ধরেই দলের অভিজ্ঞ ক্রিকেটাররা হুটহাট সিদ্ধান্ত জানিয়ে বিপদে ফেলছেন দলকে। বিশেষ করে এই ঘটনা বেশি হচ্ছে সাকিবের কারণে। এমনটা মানতে পারছেন না সুজন, ‘অবশ্যই এটা মেনে নেওয়া ঠিক না। সাকিব, রিয়াদ, মুশফিক, তামিম, মাশরাফি ওরা ছোট থেকেই বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইন ধরে উঠেছে। ওদের পেছনে বাংলাদেশ ক্রিকেটের পুঁজি অনেক। ওদের কাছ থেকে আমরা প্রতিদান চাইতেই পারি। এটা কারওর ব্যক্তিগত দল না, এটা বাংলাদেশ দল। এই জার্সি পরার আনন্দটা থাকা উচিত।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫