নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারত সফরের আগে কাল ক্রিকেটারদের ব্যস্ত সময় কাটল একটি গুরুত্বপূর্ণ সাক্ষাতে। সাক্ষাৎটা প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে।
গতকাল বেলা ২টার দিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে বাংলাদেশ টেস্ট দল যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ধবলধোলাই করে বীরের বেশে দেশে ফেরা বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সান্নিধ্য পেয়ে দলের সবাই খুশি।
দলের প্রতিটি ক্রিকেটারের কাছে গিয়ে হাত মিলিয়েছেন, নিজে আগ্রহী হয়ে ছবি তুলেছেন প্রধান উপদেষ্টা। ছবি তুলতে গিয়ে মুমিনুল হকের সঙ্গেই যেমন রসিকতা করে বলেছেন, ‘এসো, তোমাদের সঙ্গে ছবি তুলি। এই ছবি অনেক দামি হবে! সবার সঙ্গে দামি ছবি তুলব।’ মুমিনুল শুনে অবাক, বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী তিনি, সারা বিশ্ব যাঁকে এত সম্মান করে, সেই ড. ইউনূস তাঁর সঙ্গে নিজ আগ্রহে ছবি তুলতে চাইছেন! অথচ এই গুণী ব্যক্তির সঙ্গে লিওনেল মেসিরা পর্যন্ত আগ্রহ নিয়ে ছবি তুলতে আসেন। বিস্ময় নিয়ে মুমিনুল বলেন, ‘লাজুক কণ্ঠে বললাম, স্যার, আপনি এত বড় মানুষ! তিনি আমাদের সাফল্যে অনেক খুশি। বললেন, তোমাদের সাফল্যে বাংলাদেশের মানুষ অনেক উচ্ছ্বসিত। সবার সঙ্গে তিনি কথা বললেন।’
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘প্রতিটি খেলোয়াড় এখানে আসতে পেরে খুশি। সত্যি এটা অনেক অনুপ্রেরণাদায়ক।’ পাকিস্তানের বিপক্ষে সিরিজসেরা হওয়া মেহেদী হাসান মিরাজ বললেন, ‘আমাদের অনেক প্রশংসা করলেন স্যার। তিনি বললেন, খেলা নিয়ে আমি খুব আশাবাদী। অলিম্পিকেও আমাদের ভালো করতে হবে।’
তরুণ ওপেনার সাদমান ইসলাম তাঁর অভিজ্ঞতা নিয়ে বললেন, ‘আসলে আমি এই প্রথম দেশের সরকার প্রধানের অনুষ্ঠানে গেলাম। আগে যাওয়ার সুযোগ হয়নি। দারুণ অনুভূতি। তিনি আমাদের ভারতে ভালো খেলতে বলেছেন। যেন সাফল্য নিয়ে আসতে পারি। আমাদের অনুপ্রেরণা দিয়েছেন। তিনি প্যারিস অলিম্পিকে দূত হিসেবে তাঁর কাজের অভিজ্ঞতা জানিয়েছেন। তাঁকে ফ্রান্স সরকার দারুণ সম্মান দিয়েছেন। আমরাও যেন দেশের জন্য ভালো খেলে সম্মান বয়ে আনতে পারি, এই ব্যাপারগুলো বলেছেন।’
ভারত সফরের আগে কাল ক্রিকেটারদের ব্যস্ত সময় কাটল একটি গুরুত্বপূর্ণ সাক্ষাতে। সাক্ষাৎটা প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে।
গতকাল বেলা ২টার দিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে বাংলাদেশ টেস্ট দল যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ধবলধোলাই করে বীরের বেশে দেশে ফেরা বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সান্নিধ্য পেয়ে দলের সবাই খুশি।
দলের প্রতিটি ক্রিকেটারের কাছে গিয়ে হাত মিলিয়েছেন, নিজে আগ্রহী হয়ে ছবি তুলেছেন প্রধান উপদেষ্টা। ছবি তুলতে গিয়ে মুমিনুল হকের সঙ্গেই যেমন রসিকতা করে বলেছেন, ‘এসো, তোমাদের সঙ্গে ছবি তুলি। এই ছবি অনেক দামি হবে! সবার সঙ্গে দামি ছবি তুলব।’ মুমিনুল শুনে অবাক, বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী তিনি, সারা বিশ্ব যাঁকে এত সম্মান করে, সেই ড. ইউনূস তাঁর সঙ্গে নিজ আগ্রহে ছবি তুলতে চাইছেন! অথচ এই গুণী ব্যক্তির সঙ্গে লিওনেল মেসিরা পর্যন্ত আগ্রহ নিয়ে ছবি তুলতে আসেন। বিস্ময় নিয়ে মুমিনুল বলেন, ‘লাজুক কণ্ঠে বললাম, স্যার, আপনি এত বড় মানুষ! তিনি আমাদের সাফল্যে অনেক খুশি। বললেন, তোমাদের সাফল্যে বাংলাদেশের মানুষ অনেক উচ্ছ্বসিত। সবার সঙ্গে তিনি কথা বললেন।’
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘প্রতিটি খেলোয়াড় এখানে আসতে পেরে খুশি। সত্যি এটা অনেক অনুপ্রেরণাদায়ক।’ পাকিস্তানের বিপক্ষে সিরিজসেরা হওয়া মেহেদী হাসান মিরাজ বললেন, ‘আমাদের অনেক প্রশংসা করলেন স্যার। তিনি বললেন, খেলা নিয়ে আমি খুব আশাবাদী। অলিম্পিকেও আমাদের ভালো করতে হবে।’
তরুণ ওপেনার সাদমান ইসলাম তাঁর অভিজ্ঞতা নিয়ে বললেন, ‘আসলে আমি এই প্রথম দেশের সরকার প্রধানের অনুষ্ঠানে গেলাম। আগে যাওয়ার সুযোগ হয়নি। দারুণ অনুভূতি। তিনি আমাদের ভারতে ভালো খেলতে বলেছেন। যেন সাফল্য নিয়ে আসতে পারি। আমাদের অনুপ্রেরণা দিয়েছেন। তিনি প্যারিস অলিম্পিকে দূত হিসেবে তাঁর কাজের অভিজ্ঞতা জানিয়েছেন। তাঁকে ফ্রান্স সরকার দারুণ সম্মান দিয়েছেন। আমরাও যেন দেশের জন্য ভালো খেলে সম্মান বয়ে আনতে পারি, এই ব্যাপারগুলো বলেছেন।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৪ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৪ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৫ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৫ দিন আগে