নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৃষ্টির কারণে হারটা খানিকটা বিলম্বিত হয়েছে, এই যা! সেন্ট লুসিয়া টেস্টে চার দিনে হেরেছে বাংলাদেশ। ১০ উইকেটে হেরে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হলেন সাকিবরা। সাদা পোশাকে আরেকটি লেজেগোবরে পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেটারদের।
এমন ছন্নছাড়া হারে প্রশ্নের মুখোমুখি যে হতে হবে, সেই প্রস্তুতিটা যেন নেওয়াই ছিল সাকিব আল হাসানের। প্রশ্ন করে কখনো তাঁকে বিভ্রান্তিতে ফেলা যায়নি, এবারও গেল না। সেন্ট লুসিয়া টেস্ট শেষে সাংবাদিকদের প্রশ্নে উল্টো তোপ দেগেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
বাংলাদেশের খেলোয়াড়েরা টেস্টের প্রতি পুরোপুরি মনোযোগী বা আগ্রহী কি না—এমন প্রশ্নের জবাবে সাকিবের পাল্টা প্রশ্ন, ‘আপনি কবে দেখেছেন ২৫-৩০ হাজার দর্শক (স্টেডিয়ামে) টেস্ট ম্যাচ দেখেছে? ইংল্যান্ডের তো প্রত্যেকে ম্যাচ দেখে।’
এরপর দেশের টেস্ট ক্রিকেটের সমস্যা নিয়ে সাকিব বলেছেন, ‘ক্রিকেটারদের ওপরেই যে দোষটা শুধু দেবেন তা নয়, আমাদের দেশের ক্রিকেট সংস্কৃতিটাই এমন। টেস্ট ক্রিকেটের সংস্কৃতিটা আমাদের দেশে আগেও কখনো ছিল না, এখনো নেই। নেই বলে যে হবেও না এমনটাও না, ওই জিনিসটা পরিবর্তন করা আমাদের বড় দায়িত্ব। সেটার জন্য একসঙ্গে পরিকল্পনা করে যদি আগানো যায়, আমার মনে হয় তাহলে সম্ভব হবে। তা না হলে আগানো সম্ভব হবে না।’
টেস্টে ভালো খেলতে হলে আগে ঘরের মাটিতে শক্তিশালী হতে বলেছেন সাকিব, ‘আপনাকে আগে ঘরে ভালো খেলা নিশ্চিত করতে হবে, তখন আপনি যখন দুইটা অ্যাওয়ে সিরিজ খেলে একটাতে খারাপ করবেন, সেটা আসলে চোখে ধরবে না। তো এই কারণে আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমরা ঘরের মাঠে ভালো খেলি।’
বৃষ্টির কারণে হারটা খানিকটা বিলম্বিত হয়েছে, এই যা! সেন্ট লুসিয়া টেস্টে চার দিনে হেরেছে বাংলাদেশ। ১০ উইকেটে হেরে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হলেন সাকিবরা। সাদা পোশাকে আরেকটি লেজেগোবরে পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেটারদের।
এমন ছন্নছাড়া হারে প্রশ্নের মুখোমুখি যে হতে হবে, সেই প্রস্তুতিটা যেন নেওয়াই ছিল সাকিব আল হাসানের। প্রশ্ন করে কখনো তাঁকে বিভ্রান্তিতে ফেলা যায়নি, এবারও গেল না। সেন্ট লুসিয়া টেস্ট শেষে সাংবাদিকদের প্রশ্নে উল্টো তোপ দেগেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
বাংলাদেশের খেলোয়াড়েরা টেস্টের প্রতি পুরোপুরি মনোযোগী বা আগ্রহী কি না—এমন প্রশ্নের জবাবে সাকিবের পাল্টা প্রশ্ন, ‘আপনি কবে দেখেছেন ২৫-৩০ হাজার দর্শক (স্টেডিয়ামে) টেস্ট ম্যাচ দেখেছে? ইংল্যান্ডের তো প্রত্যেকে ম্যাচ দেখে।’
এরপর দেশের টেস্ট ক্রিকেটের সমস্যা নিয়ে সাকিব বলেছেন, ‘ক্রিকেটারদের ওপরেই যে দোষটা শুধু দেবেন তা নয়, আমাদের দেশের ক্রিকেট সংস্কৃতিটাই এমন। টেস্ট ক্রিকেটের সংস্কৃতিটা আমাদের দেশে আগেও কখনো ছিল না, এখনো নেই। নেই বলে যে হবেও না এমনটাও না, ওই জিনিসটা পরিবর্তন করা আমাদের বড় দায়িত্ব। সেটার জন্য একসঙ্গে পরিকল্পনা করে যদি আগানো যায়, আমার মনে হয় তাহলে সম্ভব হবে। তা না হলে আগানো সম্ভব হবে না।’
টেস্টে ভালো খেলতে হলে আগে ঘরের মাটিতে শক্তিশালী হতে বলেছেন সাকিব, ‘আপনাকে আগে ঘরে ভালো খেলা নিশ্চিত করতে হবে, তখন আপনি যখন দুইটা অ্যাওয়ে সিরিজ খেলে একটাতে খারাপ করবেন, সেটা আসলে চোখে ধরবে না। তো এই কারণে আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমরা ঘরের মাঠে ভালো খেলি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫