নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুর টেস্টে আজ আফগানিস্তানকে রেকর্ড ৫৪৬ রানে হারিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ দল। সেই উচ্ছ্বাসের ঢেউ ছুঁয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদেরও। মিরপুর টেস্ট জেতার আনন্দের মধ্যেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সতর্ক করলেন বাংলাদেশ দলের সামনের চ্যালেঞ্জগুলো নিয়ে।
মিরপুর টেস্ট আফগানিস্তান খেলতে এসেছিল অনভিজ্ঞ সব খেলোয়াড়দের নিয়ে। ঈদের পর সাদা বলের সিরিজে আফগানরা যে শক্তিশালী বোলিং আক্রমণ নিয়ে আসবে, না বললেও চলছে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তারা আবার যথেষ্ট শক্তিশালী। আগামী পাঁচ মাসে বাংলাদেশ দলের বড় বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এশিয়া কাপ, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট আগামী পাঁচ মাসে।
আজ বিকেলে সাংবাদিকদের পাপন তাই বলছেন, ‘তবে কঠিন সময় আসছে। কঠিন সময় বলতে আফগানিস্তানের বিপক্ষে সামনে যে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ওদের সেরা বোলাররা খেলবে। আমাদের আশা ওখানেও এভাবে জিতি। এরপর এশিয়া কাপ (সেপ্টেম্বরে), তারপর নিউজিল্যান্ড (সেপ্টেম্বরে), এরপর বিশ্বকাপ (অক্টোবর-নভেম্বরে)। এখন সব কঠিন কঠিন খেলা।’
বাংলাদেশ হারলে আগে পাপনের মন খারাপ হতো। এখন অবশ্য তাঁর মানসিকতায় পরিবর্তন এসেছে। বিসিবি সভাপতি বলছেন, ‘এসব কঠিন খেলায় যদি ভালো খেলি, জয়-পরাজয় কোনো ব্যাপার না। আগে হারলে আমার মন খুব খারাপ হতো। এখন একটু পরিবর্তন হয়েছে। দেখি (দল) ভালো খেলছে কি না। হারতেই তো পারি। বড় কথা, হচ্ছে ভালো খেলা। এখন যে মানসিকতায় খেলছে, এটা ভালো লাগছে। তিন সংস্করণে যদি আমরা এটা ধরে রাখতে পারি, তবেই খুশি।’
এখন সবাই যে মানসিকতায় ক্রিকেটকে এগিয়ে নিচ্ছে তাতে বিসিবি সভাপতি খুশি। পাপন সংবাদমাধ্যমকে বলছেন, ‘ক্রিকেট বোর্ড সব সময়ই থাকবে। ক্রিকেট সারা জীবন থাকবে। অনেক খেলোয়াড় থাকবে, যারা অনেক দিন খেলবে। আমি তো স্থায়ী নই। সবাই মিলে চেষ্টা করছি, পরিকল্পনা করছি। পরিকল্পনা ভুলও হতে পারে, সঠিক হতে পারে।’
মিরপুর টেস্টে আজ আফগানিস্তানকে রেকর্ড ৫৪৬ রানে হারিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ দল। সেই উচ্ছ্বাসের ঢেউ ছুঁয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদেরও। মিরপুর টেস্ট জেতার আনন্দের মধ্যেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সতর্ক করলেন বাংলাদেশ দলের সামনের চ্যালেঞ্জগুলো নিয়ে।
মিরপুর টেস্ট আফগানিস্তান খেলতে এসেছিল অনভিজ্ঞ সব খেলোয়াড়দের নিয়ে। ঈদের পর সাদা বলের সিরিজে আফগানরা যে শক্তিশালী বোলিং আক্রমণ নিয়ে আসবে, না বললেও চলছে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তারা আবার যথেষ্ট শক্তিশালী। আগামী পাঁচ মাসে বাংলাদেশ দলের বড় বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এশিয়া কাপ, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট আগামী পাঁচ মাসে।
আজ বিকেলে সাংবাদিকদের পাপন তাই বলছেন, ‘তবে কঠিন সময় আসছে। কঠিন সময় বলতে আফগানিস্তানের বিপক্ষে সামনে যে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ওদের সেরা বোলাররা খেলবে। আমাদের আশা ওখানেও এভাবে জিতি। এরপর এশিয়া কাপ (সেপ্টেম্বরে), তারপর নিউজিল্যান্ড (সেপ্টেম্বরে), এরপর বিশ্বকাপ (অক্টোবর-নভেম্বরে)। এখন সব কঠিন কঠিন খেলা।’
বাংলাদেশ হারলে আগে পাপনের মন খারাপ হতো। এখন অবশ্য তাঁর মানসিকতায় পরিবর্তন এসেছে। বিসিবি সভাপতি বলছেন, ‘এসব কঠিন খেলায় যদি ভালো খেলি, জয়-পরাজয় কোনো ব্যাপার না। আগে হারলে আমার মন খুব খারাপ হতো। এখন একটু পরিবর্তন হয়েছে। দেখি (দল) ভালো খেলছে কি না। হারতেই তো পারি। বড় কথা, হচ্ছে ভালো খেলা। এখন যে মানসিকতায় খেলছে, এটা ভালো লাগছে। তিন সংস্করণে যদি আমরা এটা ধরে রাখতে পারি, তবেই খুশি।’
এখন সবাই যে মানসিকতায় ক্রিকেটকে এগিয়ে নিচ্ছে তাতে বিসিবি সভাপতি খুশি। পাপন সংবাদমাধ্যমকে বলছেন, ‘ক্রিকেট বোর্ড সব সময়ই থাকবে। ক্রিকেট সারা জীবন থাকবে। অনেক খেলোয়াড় থাকবে, যারা অনেক দিন খেলবে। আমি তো স্থায়ী নই। সবাই মিলে চেষ্টা করছি, পরিকল্পনা করছি। পরিকল্পনা ভুলও হতে পারে, সঠিক হতে পারে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৪ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৪ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৫ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৫ দিন আগে