নিজস্ব প্রতিবেদক, দিল্লি থেকে
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম বাংলাদেশের কাছে ভারতের সবচেয়ে পয়মন্ত ভেন্যু! কীভাবে? এখানে যে দুটি ম্যাচ বাংলাদেশ এখনো পর্যন্ত খেলেছে, দুটিতেই জয়। বাংলাদেশের শতভাগ জয়ের হার ভারতের আর কোনো ভেন্যুতে নেই।
গত ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সেই টাইমড আউট বিতর্কের ম্যাচে বড় জয় পেয়ে বাংলাদেশ অর্জন করেছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলার যোগ্যতা। এই ভেন্যুতে ২০১৯ সালে মাহমুদউল্লাহর নেতৃত্ব ভারতের বিপক্ষে আছে স্মরণীয় টি-টোয়েন্টি জয়ও। এসব সুখস্মৃতি হয়তো আজ শান্তদের জোগাবে বাড়তি আত্মবিশ্বাস। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হার এবং ভারতীয় বোলারদের সামনে ব্যাটিং লাইনআপের দুর্বলতা নিয়ে ভাবতে হচ্ছে বাংলাদেশকে। গতকাল ফ্লাডলাইটের আলোয় শান্ত-লিটনেরা প্রথমবার অনুশীলনের সুযোগ পেয়েছেন। নিবিড় প্রস্তুতি সেরে আজ সিরিজে সমতায় ফেরার চেষ্টায় মাঠে নামবেন তাঁরা। অন্যদিকে ফুরফুরে মেজাজে থাকা ভারতের বেশির ভাগ ক্রিকেটার কাল অনুশীলনে আসেননি।
গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টিতে কোনো বিভাগেই ভালো করতে পারেনি বাংলাদেশ। ভারতের নতুন দলের বোলিং আক্রমণের মুখে বিপদে পড়েছিলেন ব্যাটাররা। অরুণ জেটলির সবুজাভ উইকেটে রান করার সুযোগ থাকে ব্যাটারদের। আইপিএলে নিয়মিত হাই স্কোরিং ম্যাচ বলে দিচ্ছে রানের বিকল্প নেই এ মাঠে। দিল্লিতে সেই সুযোগ কাজে লাগাতে পারবে তো বাংলাদেশের টপ অর্ডার? টি-টোয়েন্টি থেকে গতকাল অবসরের ঘোষণা দেওয়া মাহমুদউল্লাহও চাইবেন নিভে যাওয়ার আগে দপ করে জ্বলে উঠতে। তাঁর কথায় সেটি স্পষ্ট, ‘এই মাঠে রান করা তুলনামূলকভাবে সহজ। আমরা প্রথম ম্যাচে কোনো বিভাগে ভালো খেলতে পারিনি। কিন্তু আমরা জানি, ভালো ক্রিকেট খেলতে পারি। আমাদের চেষ্টা ও মানসিকতা সঠিকভাবে প্রয়োগ করতে পারলে প্রত্যাশা মেটাতে পারব।’
সিরিজে ফিরতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের। ২০১৯ সালে টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে দিল্লি জয়ে মাহমুদউল্লাহ ছিলেন সম্মুখসারির যোদ্ধা। ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে শিবম দুবেকে ছয় মেরে নিশ্চিত করেছিলেন জয়। বিদায়ের আগে তেমন আরেকটি ইনিংস খেলার আশায় আছেন মাহমুদউল্লাহও। মাহমুদউল্লাহ যেমনই খেলুক, তাঁর বিদায় বেলার রাঙানোর সবচেয়ে বড় দায়িত্ব শান্তদেরই।
আরও পড়ুন—
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম বাংলাদেশের কাছে ভারতের সবচেয়ে পয়মন্ত ভেন্যু! কীভাবে? এখানে যে দুটি ম্যাচ বাংলাদেশ এখনো পর্যন্ত খেলেছে, দুটিতেই জয়। বাংলাদেশের শতভাগ জয়ের হার ভারতের আর কোনো ভেন্যুতে নেই।
গত ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সেই টাইমড আউট বিতর্কের ম্যাচে বড় জয় পেয়ে বাংলাদেশ অর্জন করেছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলার যোগ্যতা। এই ভেন্যুতে ২০১৯ সালে মাহমুদউল্লাহর নেতৃত্ব ভারতের বিপক্ষে আছে স্মরণীয় টি-টোয়েন্টি জয়ও। এসব সুখস্মৃতি হয়তো আজ শান্তদের জোগাবে বাড়তি আত্মবিশ্বাস। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হার এবং ভারতীয় বোলারদের সামনে ব্যাটিং লাইনআপের দুর্বলতা নিয়ে ভাবতে হচ্ছে বাংলাদেশকে। গতকাল ফ্লাডলাইটের আলোয় শান্ত-লিটনেরা প্রথমবার অনুশীলনের সুযোগ পেয়েছেন। নিবিড় প্রস্তুতি সেরে আজ সিরিজে সমতায় ফেরার চেষ্টায় মাঠে নামবেন তাঁরা। অন্যদিকে ফুরফুরে মেজাজে থাকা ভারতের বেশির ভাগ ক্রিকেটার কাল অনুশীলনে আসেননি।
গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টিতে কোনো বিভাগেই ভালো করতে পারেনি বাংলাদেশ। ভারতের নতুন দলের বোলিং আক্রমণের মুখে বিপদে পড়েছিলেন ব্যাটাররা। অরুণ জেটলির সবুজাভ উইকেটে রান করার সুযোগ থাকে ব্যাটারদের। আইপিএলে নিয়মিত হাই স্কোরিং ম্যাচ বলে দিচ্ছে রানের বিকল্প নেই এ মাঠে। দিল্লিতে সেই সুযোগ কাজে লাগাতে পারবে তো বাংলাদেশের টপ অর্ডার? টি-টোয়েন্টি থেকে গতকাল অবসরের ঘোষণা দেওয়া মাহমুদউল্লাহও চাইবেন নিভে যাওয়ার আগে দপ করে জ্বলে উঠতে। তাঁর কথায় সেটি স্পষ্ট, ‘এই মাঠে রান করা তুলনামূলকভাবে সহজ। আমরা প্রথম ম্যাচে কোনো বিভাগে ভালো খেলতে পারিনি। কিন্তু আমরা জানি, ভালো ক্রিকেট খেলতে পারি। আমাদের চেষ্টা ও মানসিকতা সঠিকভাবে প্রয়োগ করতে পারলে প্রত্যাশা মেটাতে পারব।’
সিরিজে ফিরতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের। ২০১৯ সালে টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে দিল্লি জয়ে মাহমুদউল্লাহ ছিলেন সম্মুখসারির যোদ্ধা। ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে শিবম দুবেকে ছয় মেরে নিশ্চিত করেছিলেন জয়। বিদায়ের আগে তেমন আরেকটি ইনিংস খেলার আশায় আছেন মাহমুদউল্লাহও। মাহমুদউল্লাহ যেমনই খেলুক, তাঁর বিদায় বেলার রাঙানোর সবচেয়ে বড় দায়িত্ব শান্তদেরই।
আরও পড়ুন—
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে