আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনটা দারুণ কাটিয়েছে বাংলাদেশ। পুরো ৯০ ওভার না খেললেও সাড়ে তিন শর বেশি রান করে লিটন দাসের বাংলাদেশ। এখান থেকেই ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী আফগান প্রধান কোচ জনাথন ট্রট।
টস জিতে আজ বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। বোলিং নিয়েও বাংলাদেশের ব্যাটারদের তেমন একটা পরীক্ষা নিতে পারেননি সফরকারীরা। ৭৯ ওভার ব্যাটিং করে ৫ উইকেটে ৩৬২ রানে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় দিন খুব দ্রুতই স্বাগতিকদের অলআউট করে নিজেদের (আফগানিস্তান) রানের পাহাড় গড়ার স্বপ্ন দেখছেন ট্রট। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আফগান প্রধান কোচ বলেন, ‘১০ রানে ৫ উইকেট নিয়ে এরপর ৫০০ রান করব। লাঞ্চের আগে তাদের (বাংলাদেশ) অলআউট করলে ভালোই হবে। এক ওভারের জন্য আমরা আবারও নতুন বল পাব। আশা করি, নিজাত ও অন্য বোলাররা আগামীকাল ভালো বোলিং করবে।’
দ্বিতীয় ওভারে ৬ রানেই ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। এরপর দ্বিতীয় উইকেটে নাজমুল হাসান শান্ত ও মাহমুদুল হাসান জয়ের ২১২ রানের জুটিতে চাপ কাটিয়ে ওঠে স্বাগতিকেরা। ৭৬ রান করা জয়ের বিদায়ের পর সাময়িক সময়ের জন্য ম্যাচে ফেরে আফগানরা। ২১৮ থেকে ২৯০-৭২ রান তুলতেই বাংলাদেশ হারায় জয়, মুমিনুল হক, শান্ত ও লিটনের উইকেট। আর ষষ্ঠ উইকেটে ৭২ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে প্রথম দিনের খেলা শেষ করেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। প্রথম দিন ভালো বোলিং না হওয়ার আক্ষেপ ট্রটের, ‘আমরা ভালো বোলিং করতে পারিনি। যথেষ্ট নিখুঁত হয়নি বোলিং। টেস্টে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আপনাকে নিখুঁত হতে হবে। প্রতিপক্ষকে চাপে রাখতে পারিনি। সাময়িক সময়ে ভালো করলেও তা যথেষ্ট ছিল না।’
আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনটা দারুণ কাটিয়েছে বাংলাদেশ। পুরো ৯০ ওভার না খেললেও সাড়ে তিন শর বেশি রান করে লিটন দাসের বাংলাদেশ। এখান থেকেই ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী আফগান প্রধান কোচ জনাথন ট্রট।
টস জিতে আজ বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। বোলিং নিয়েও বাংলাদেশের ব্যাটারদের তেমন একটা পরীক্ষা নিতে পারেননি সফরকারীরা। ৭৯ ওভার ব্যাটিং করে ৫ উইকেটে ৩৬২ রানে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় দিন খুব দ্রুতই স্বাগতিকদের অলআউট করে নিজেদের (আফগানিস্তান) রানের পাহাড় গড়ার স্বপ্ন দেখছেন ট্রট। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আফগান প্রধান কোচ বলেন, ‘১০ রানে ৫ উইকেট নিয়ে এরপর ৫০০ রান করব। লাঞ্চের আগে তাদের (বাংলাদেশ) অলআউট করলে ভালোই হবে। এক ওভারের জন্য আমরা আবারও নতুন বল পাব। আশা করি, নিজাত ও অন্য বোলাররা আগামীকাল ভালো বোলিং করবে।’
দ্বিতীয় ওভারে ৬ রানেই ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। এরপর দ্বিতীয় উইকেটে নাজমুল হাসান শান্ত ও মাহমুদুল হাসান জয়ের ২১২ রানের জুটিতে চাপ কাটিয়ে ওঠে স্বাগতিকেরা। ৭৬ রান করা জয়ের বিদায়ের পর সাময়িক সময়ের জন্য ম্যাচে ফেরে আফগানরা। ২১৮ থেকে ২৯০-৭২ রান তুলতেই বাংলাদেশ হারায় জয়, মুমিনুল হক, শান্ত ও লিটনের উইকেট। আর ষষ্ঠ উইকেটে ৭২ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে প্রথম দিনের খেলা শেষ করেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। প্রথম দিন ভালো বোলিং না হওয়ার আক্ষেপ ট্রটের, ‘আমরা ভালো বোলিং করতে পারিনি। যথেষ্ট নিখুঁত হয়নি বোলিং। টেস্টে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আপনাকে নিখুঁত হতে হবে। প্রতিপক্ষকে চাপে রাখতে পারিনি। সাময়িক সময়ে ভালো করলেও তা যথেষ্ট ছিল না।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫