নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাকিস্তানকে তাদের মাঠে টেস্টে ধবলধোলাই করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সেই সিরিজ শেষ হতে না হতেই আবার ভারত সিরিজে নামতে হচ্ছে বাংলাদেশ। ভারত সিরিজের আগে পাকিস্তানকে ধবলধোলাই নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশকে অনেক আত্মবিশ্বাসী করেছে বলে মনে করেন জাকের আলী অনিক।
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ চলার সময়ই রবীচন্দ্রন অশ্বিন, সুরেশ রায়নারা ভারতকে হুঁশিয়ার করেছিলেন বাংলাদেশের ব্যাপারে। ভারত যেন বাংলাদেশকে হালকাভাবে না নেয়, সেটাই ছিল অশ্বিন ও রায়নার বক্তব্য। তাঁদের (অশ্বিন-রায়না) কথার প্রতিধ্বনিই যেন আজ শোনা গেল জাকেরের কণ্ঠে। মিরপুরে আজ দুপুরে ভারত সিরিজের প্রস্তুতি ক্যাম্পের ফাঁকে সংবাদমাধ্যমকে জাকের বলেন, ‘আমরা এখন ভারত সিরিজের জন্য সাদা বলের জন্য অনুশীলন করেছি। পাকিস্তানের সঙ্গে আমরা দারুণ একটা সিরিজ জয় করেছি। এই জয় দারুণ অনুপ্রেরণা আমাদের সবার জন্য। সবাই দারুণ ভালো খেলেছে। ভারতও এবার আমাদের হালকাভাবে নেবে না। ভারতের সঙ্গে বাংলাদেশের সিরিজকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিচ্ছে ভারতের সাবেক ক্রিকেটাররা।’
বড় দলের বিপক্ষে জিততে পারলে দলের পাশাপাশি ক্রিকেটারদের মানসিকতায় পরিবর্তন আসে বলে উল্লেখ করেছেন জাকের। বাংলাদেশের তরুণ ক্রিকেটার বলেন, ‘লাল কিংবা সাদা বলে খেলা হোক না কেন। যখন দল হিসাবে বড় দলের বিপক্ষে বড় পারফরম্যান্স করে দল, তখন অন্য রকম একটা আত্মবিশ্বাস তৈরি হয়। আমরা সেই আত্মবিশ্বাস নিয়ে ভারতে জেতার জন্য যাব। আমাদের মানসিকতাই এখন এমন—আমরা জেতার জন্য যাব। ভারত সিরিজে আমাদের লক্ষ্য থাকবে আমরা যেন সেরা সাফল্য করে আসতে পারি।’
পাকিস্তানের বিপক্ষে সিরিজে শান্তর সাহসী অধিনায়কত্বেও মুগ্ধ জাকের, ‘আপনারা দেখেছেন শান্ত কত দারুণ অধিনায়কত্ব করেছেন। সিরিজের এই ফলাফলই তার প্রমাণ। শান্ত সিরিজে বেশ কিছু ঝুঁকি নিয়েছেন। আপনি যখন অধিনায়ক হিসাবে ঝুঁকি নেবেন, তখন ফল আপনার পক্ষে আসতেও পারে আবার নাও পারে। তবে বেশির ভাগ সময় ইতিবাচক বিষয়গুলোই ঘটে দলের জন্য। তবে ঝুঁকি নেওয়ার সাহসটাই থাকা উচিত একজন অধিনায়কের। যেটা শান্তর আছে।’
পাকিস্তানকে তাদের মাঠে টেস্টে ধবলধোলাই করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সেই সিরিজ শেষ হতে না হতেই আবার ভারত সিরিজে নামতে হচ্ছে বাংলাদেশ। ভারত সিরিজের আগে পাকিস্তানকে ধবলধোলাই নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশকে অনেক আত্মবিশ্বাসী করেছে বলে মনে করেন জাকের আলী অনিক।
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ চলার সময়ই রবীচন্দ্রন অশ্বিন, সুরেশ রায়নারা ভারতকে হুঁশিয়ার করেছিলেন বাংলাদেশের ব্যাপারে। ভারত যেন বাংলাদেশকে হালকাভাবে না নেয়, সেটাই ছিল অশ্বিন ও রায়নার বক্তব্য। তাঁদের (অশ্বিন-রায়না) কথার প্রতিধ্বনিই যেন আজ শোনা গেল জাকেরের কণ্ঠে। মিরপুরে আজ দুপুরে ভারত সিরিজের প্রস্তুতি ক্যাম্পের ফাঁকে সংবাদমাধ্যমকে জাকের বলেন, ‘আমরা এখন ভারত সিরিজের জন্য সাদা বলের জন্য অনুশীলন করেছি। পাকিস্তানের সঙ্গে আমরা দারুণ একটা সিরিজ জয় করেছি। এই জয় দারুণ অনুপ্রেরণা আমাদের সবার জন্য। সবাই দারুণ ভালো খেলেছে। ভারতও এবার আমাদের হালকাভাবে নেবে না। ভারতের সঙ্গে বাংলাদেশের সিরিজকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিচ্ছে ভারতের সাবেক ক্রিকেটাররা।’
বড় দলের বিপক্ষে জিততে পারলে দলের পাশাপাশি ক্রিকেটারদের মানসিকতায় পরিবর্তন আসে বলে উল্লেখ করেছেন জাকের। বাংলাদেশের তরুণ ক্রিকেটার বলেন, ‘লাল কিংবা সাদা বলে খেলা হোক না কেন। যখন দল হিসাবে বড় দলের বিপক্ষে বড় পারফরম্যান্স করে দল, তখন অন্য রকম একটা আত্মবিশ্বাস তৈরি হয়। আমরা সেই আত্মবিশ্বাস নিয়ে ভারতে জেতার জন্য যাব। আমাদের মানসিকতাই এখন এমন—আমরা জেতার জন্য যাব। ভারত সিরিজে আমাদের লক্ষ্য থাকবে আমরা যেন সেরা সাফল্য করে আসতে পারি।’
পাকিস্তানের বিপক্ষে সিরিজে শান্তর সাহসী অধিনায়কত্বেও মুগ্ধ জাকের, ‘আপনারা দেখেছেন শান্ত কত দারুণ অধিনায়কত্ব করেছেন। সিরিজের এই ফলাফলই তার প্রমাণ। শান্ত সিরিজে বেশ কিছু ঝুঁকি নিয়েছেন। আপনি যখন অধিনায়ক হিসাবে ঝুঁকি নেবেন, তখন ফল আপনার পক্ষে আসতেও পারে আবার নাও পারে। তবে বেশির ভাগ সময় ইতিবাচক বিষয়গুলোই ঘটে দলের জন্য। তবে ঝুঁকি নেওয়ার সাহসটাই থাকা উচিত একজন অধিনায়কের। যেটা শান্তর আছে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫