ক্রীড়া ডেস্ক
শারজায় গত রাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে একের পর এক চমক দেখিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশকে হারানোর চমক তো রয়েছেই। ম্যাচ শেষে বাংলায় কথা বললেন আমিরাতের এক ক্রিকেটার।
বাংলাদেশের দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করে ১ বল হাতে রেখে ২ উইকেটে জিতে ইতিহাস গড়েছে আরব আমিরাত। নিজেদের ইতিহাসে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে আমিরাতের জয়ের কীর্তি এটাই। ম্যাচ শেষে বাংলাদেশের প্রশংসা করেছেন আসিফ খান। সাংবাদিকদের আমিরাতের এই ক্রিকেটার বলেন, ‘বাংলাদেশ তো দারুণ দল। বাংলাদেশকে বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি।’ আমি তোমাকে ভালোবাসি কথাটা বাংলায় বলেছেন আসিফ খান।
আরব আমিরাত ২ বছর আগে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারিয়েছে। এই সংস্করণে আফগানদের তিনবার হারিয়েছে আমিরাত। বাংলাদেশকে হারানোর পর নিজেদের সামর্থ্যের কথা গত রাতে আবারও জানান দিল আমিরাত। সাংবাদিকদের আসিফ বলেন,‘প্রথমেই মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। আমরা এর আগেও আফগানিস্তান, নিউজিল্যান্ড—দুটি টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে জিতেছি। আমাদের দলটা টি-টোয়েন্টিতে অনেক ভালো।’
২০৬ রানের লক্ষ্যে নেমে ৬৩ বলে ১০৭ রানের উদ্বোধনী জুটি গড়েন আমিরাতের দুই ওপেনার মুহাম্মদ ওয়াসিম ও মুহাম্মদ জোহেব। এটাই মূলত আমিরাতের জয়ের পথে অনেকটাই এগিয়ে দিয়েছে। যেখানে আমিরাত অধিনায়ক ওয়াসিম ৪২ বলে ৯ চার ও ৫ ছক্কায় ৮২ রান করে ম্যাচসেরা হয়েছেন। ম্যাচ জয়ের কৃতিত্ব দলপতি ওয়াসিমসহ পুরো দলকেই দিয়েছেন আসিফ। ম্যাচ শেষে আসিফ বলেন, ‘ওয়াসিম ভাই যেভাবে বিধ্বংসী ব্যাটিং করেছেন, সেটাই প্রয়োজন। ২১০-২১৫ রান কীভাবে তাড়া করে জিততে হবে, বিভিন্ন টুর্নামেন্ট খেলার কারণে ধারণা ছিল। ৬ ওভারে ৬০ রান করার লক্ষ্য ছিল। ওয়াসিম ভাই তাই করেছেন। নিচের ব্যাটাররাও পরিকল্পনা অনুযায়ী খেলেছে। আলহামদুলিল্লাহ ম্যাচ জিতেছি।’
ঝড় তুলতে আসিফ কতটা সিদ্ধহস্ত, সেটা শনিবার প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ২১ বলে ৪২ রানের বিধ্বংসী ইনিংস খেলে দেখিয়েছেন। সেই ম্যাচে তিনি উইকেটে আরেকটু টিকলে আমিরাত জিততেও পারত। ২৭ রানে হারের পর গত রাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতে চমক দেখিয়েছে আমিরাত। ইতিহাস গড়া ম্যাচে ১২ বলে ১৯ রান করেন আসিফ।
আরও পড়ুন:
শারজায় গত রাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে একের পর এক চমক দেখিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশকে হারানোর চমক তো রয়েছেই। ম্যাচ শেষে বাংলায় কথা বললেন আমিরাতের এক ক্রিকেটার।
বাংলাদেশের দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করে ১ বল হাতে রেখে ২ উইকেটে জিতে ইতিহাস গড়েছে আরব আমিরাত। নিজেদের ইতিহাসে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে আমিরাতের জয়ের কীর্তি এটাই। ম্যাচ শেষে বাংলাদেশের প্রশংসা করেছেন আসিফ খান। সাংবাদিকদের আমিরাতের এই ক্রিকেটার বলেন, ‘বাংলাদেশ তো দারুণ দল। বাংলাদেশকে বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি।’ আমি তোমাকে ভালোবাসি কথাটা বাংলায় বলেছেন আসিফ খান।
আরব আমিরাত ২ বছর আগে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারিয়েছে। এই সংস্করণে আফগানদের তিনবার হারিয়েছে আমিরাত। বাংলাদেশকে হারানোর পর নিজেদের সামর্থ্যের কথা গত রাতে আবারও জানান দিল আমিরাত। সাংবাদিকদের আসিফ বলেন,‘প্রথমেই মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। আমরা এর আগেও আফগানিস্তান, নিউজিল্যান্ড—দুটি টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে জিতেছি। আমাদের দলটা টি-টোয়েন্টিতে অনেক ভালো।’
২০৬ রানের লক্ষ্যে নেমে ৬৩ বলে ১০৭ রানের উদ্বোধনী জুটি গড়েন আমিরাতের দুই ওপেনার মুহাম্মদ ওয়াসিম ও মুহাম্মদ জোহেব। এটাই মূলত আমিরাতের জয়ের পথে অনেকটাই এগিয়ে দিয়েছে। যেখানে আমিরাত অধিনায়ক ওয়াসিম ৪২ বলে ৯ চার ও ৫ ছক্কায় ৮২ রান করে ম্যাচসেরা হয়েছেন। ম্যাচ জয়ের কৃতিত্ব দলপতি ওয়াসিমসহ পুরো দলকেই দিয়েছেন আসিফ। ম্যাচ শেষে আসিফ বলেন, ‘ওয়াসিম ভাই যেভাবে বিধ্বংসী ব্যাটিং করেছেন, সেটাই প্রয়োজন। ২১০-২১৫ রান কীভাবে তাড়া করে জিততে হবে, বিভিন্ন টুর্নামেন্ট খেলার কারণে ধারণা ছিল। ৬ ওভারে ৬০ রান করার লক্ষ্য ছিল। ওয়াসিম ভাই তাই করেছেন। নিচের ব্যাটাররাও পরিকল্পনা অনুযায়ী খেলেছে। আলহামদুলিল্লাহ ম্যাচ জিতেছি।’
ঝড় তুলতে আসিফ কতটা সিদ্ধহস্ত, সেটা শনিবার প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ২১ বলে ৪২ রানের বিধ্বংসী ইনিংস খেলে দেখিয়েছেন। সেই ম্যাচে তিনি উইকেটে আরেকটু টিকলে আমিরাত জিততেও পারত। ২৭ রানে হারের পর গত রাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতে চমক দেখিয়েছে আমিরাত। ইতিহাস গড়া ম্যাচে ১২ বলে ১৯ রান করেন আসিফ।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫