২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ যত এগোচ্ছে, প্রতিযোগিতা জমে উঠেছে। পয়েন্ট টেবিলের লড়াইটা কোনো নির্দিষ্ট ম্যাচের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। যেখানে লন্ডনের ওভালে চলমান ইংল্যান্ড-শ্রীলঙ্কা তৃতীয় টেস্টের ফলও বদলে দিতে পারে বাংলাদেশের অবস্থান।
৪৫.৮৩ শতাংশ সফলতার হার নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার চারে আছে বাংলাদেশ। ইংল্যান্ড ও শ্রীলঙ্কা এখন অবস্থান করছে
পাঁচ ও সাত নম্বরে। যদি ওভালে শ্রীলঙ্কা জেতে, তাহলে তাঁদের সফলতার হার ৩৩.৩৩ শতাংশ থেকে বেড়ে হবে ৪২.৮৬। তখন বাংলাদেশ চার নম্বর স্থান ধরে রাখলেও তিনটি দলের অবস্থান পরিবর্তন হবে। ৪৫ শতাংশ থেকে কমে ইংলিশদের সফলতার হার হবে ৪২.১৮। সেক্ষেত্রে শ্রীলঙ্কা দুই ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে আসবে। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা এক ধাপ করে পিছিয়ে ছয় ও সাতে নেমে যাবে। যেখানে ৩৮.৮৯ শতাংশ নিয়ে সফলতার হার নিয়ে বর্তমানে ছয় নম্বরে অবস্থান করছে।
ওভাল টেস্টের যে অবস্থা, তাতে আজ চতুর্থ দিনেই ফল আসার সমূহ সম্ভাবনা রয়েছে। ইংল্যান্ডের দেওয়া ২১৯ রানের জবাবে শ্রীলঙ্কা এরই মধ্যে ১ উইকেটে ৯৪ রান করে ফেলেছে। পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস ৫৩ ও ৩০ রানে অপরাজিত আছেন। এখনো ব্যাটিংয়ে আসার অপেক্ষায় আছেন দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, কামিন্দু মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভার মতো ক্রিকেটাররা। ব্যাটিং লাইন আপে ধস না নামলে শ্রীলঙ্কারই ওভাল টেস্ট জয়ের সম্ভাবনা বেশি।
যদি উল্টোটা হয়? মানে ব্যাটিং বিপর্যয়ে লঙ্কানরা হেরে গেল। তখন পয়েন্ট তালিকায় চার থেকে পাঁচে নেমে যাবে বাংলাদেশ। ইংল্যান্ড উঠে আসবে চারে। ওলি পোপের নেতৃত্বাধীন ইংলিশদের সফলতার হার তখন হবে ৪৮.৪৩। লঙ্কানরা সাত নম্বরেই থাকবে। তাঁদের সাফল্যের হার কমে হবে ২৮.৫৭। বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় শুরু হবে ইংল্যান্ড-শ্রীলঙ্কা তৃতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা।
৬৮.৫২ ও ৬২.৫০ সফলতার হার নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার প্রথম ও দুইয়ে রয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। তিনে থাকা নিউজিল্যান্ডের সফলতার হার ৫০ শতাংশ। শীর্ষে থাকা ভারতের বিপক্ষেই ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। প্রথম ম্যাচটি হবে চেন্নাইতে। চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার তলানিতে থাকা পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের সফলতার হার ১৯.০৫ ও ১৮.৫২। যেখানে পাকিস্তান ঘরের মাঠে কদিন আগে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে।
২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ যত এগোচ্ছে, প্রতিযোগিতা জমে উঠেছে। পয়েন্ট টেবিলের লড়াইটা কোনো নির্দিষ্ট ম্যাচের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। যেখানে লন্ডনের ওভালে চলমান ইংল্যান্ড-শ্রীলঙ্কা তৃতীয় টেস্টের ফলও বদলে দিতে পারে বাংলাদেশের অবস্থান।
৪৫.৮৩ শতাংশ সফলতার হার নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার চারে আছে বাংলাদেশ। ইংল্যান্ড ও শ্রীলঙ্কা এখন অবস্থান করছে
পাঁচ ও সাত নম্বরে। যদি ওভালে শ্রীলঙ্কা জেতে, তাহলে তাঁদের সফলতার হার ৩৩.৩৩ শতাংশ থেকে বেড়ে হবে ৪২.৮৬। তখন বাংলাদেশ চার নম্বর স্থান ধরে রাখলেও তিনটি দলের অবস্থান পরিবর্তন হবে। ৪৫ শতাংশ থেকে কমে ইংলিশদের সফলতার হার হবে ৪২.১৮। সেক্ষেত্রে শ্রীলঙ্কা দুই ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে আসবে। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা এক ধাপ করে পিছিয়ে ছয় ও সাতে নেমে যাবে। যেখানে ৩৮.৮৯ শতাংশ নিয়ে সফলতার হার নিয়ে বর্তমানে ছয় নম্বরে অবস্থান করছে।
ওভাল টেস্টের যে অবস্থা, তাতে আজ চতুর্থ দিনেই ফল আসার সমূহ সম্ভাবনা রয়েছে। ইংল্যান্ডের দেওয়া ২১৯ রানের জবাবে শ্রীলঙ্কা এরই মধ্যে ১ উইকেটে ৯৪ রান করে ফেলেছে। পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস ৫৩ ও ৩০ রানে অপরাজিত আছেন। এখনো ব্যাটিংয়ে আসার অপেক্ষায় আছেন দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, কামিন্দু মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভার মতো ক্রিকেটাররা। ব্যাটিং লাইন আপে ধস না নামলে শ্রীলঙ্কারই ওভাল টেস্ট জয়ের সম্ভাবনা বেশি।
যদি উল্টোটা হয়? মানে ব্যাটিং বিপর্যয়ে লঙ্কানরা হেরে গেল। তখন পয়েন্ট তালিকায় চার থেকে পাঁচে নেমে যাবে বাংলাদেশ। ইংল্যান্ড উঠে আসবে চারে। ওলি পোপের নেতৃত্বাধীন ইংলিশদের সফলতার হার তখন হবে ৪৮.৪৩। লঙ্কানরা সাত নম্বরেই থাকবে। তাঁদের সাফল্যের হার কমে হবে ২৮.৫৭। বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় শুরু হবে ইংল্যান্ড-শ্রীলঙ্কা তৃতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা।
৬৮.৫২ ও ৬২.৫০ সফলতার হার নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার প্রথম ও দুইয়ে রয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। তিনে থাকা নিউজিল্যান্ডের সফলতার হার ৫০ শতাংশ। শীর্ষে থাকা ভারতের বিপক্ষেই ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। প্রথম ম্যাচটি হবে চেন্নাইতে। চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার তলানিতে থাকা পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের সফলতার হার ১৯.০৫ ও ১৮.৫২। যেখানে পাকিস্তান ঘরের মাঠে কদিন আগে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫