বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট হওয়ার কথা ছিল করাচি ন্যাশনাল স্টেডিয়ামে। দুই ম্যাচের টেস্ট সিরিজ যখন দরজায় কড়া নাড়ছে, তখন জানানো হলো ভেন্যু বদলের কথা। করাচির পরিবর্তে সিরিজের দ্বিতীয় টেস্ট হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে।
স্টেডিয়ামের সংস্কারকাজ চলার কারণে করাচি থেকে দ্বিতীয় টেস্ট সরানো হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভেন্যু বদলের কথা জানিয়েছে। ভেন্যু বদলের ব্যাখ্যায় পিসিবি বলেছে, ‘নির্ধারিত সময়ের মধ্যে ভেন্যু তৈরির ব্যাপারে নির্মাণ বিশেষজ্ঞদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা জানিয়েছে, খেলা চলার সময় নির্মাণকাজ হলে সেটার শব্দ ঝামেলায় ফেলবে। এ ছাড়া নির্মাণকাজের ধুলো খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তা, সম্প্রচারক ও গণমাধ্যমকেও সমস্যায় ফেলবে।’
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে। আইসিসি এখনো আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেনি ঠিকই। তবে ক্রিকেটের অভিভাবক সংস্থার কাছে পিসিবি অনেক আগেই লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি এই তিন ভেন্যুর নাম প্রস্তাব করেছে। আইসিসির ইভেন্টটি আয়োজন করতে তারা যে কতটা দৃঢ়প্রতিজ্ঞ, সেটা করাচির সংস্কারকাজ দেখলেই বোঝা যাচ্ছে। ১৪ আগস্ট পিসিবি জানিয়েছিল, করাচিতে ৩০ আগস্ট শুরু হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট রুদ্ধদ্বার স্টেডিয়ামে হবে। এখন তো দর্শকবিহীন মাঠে হওয়ার কোনো সুযোগই নেই।
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের আটে বাংলাদেশ। পাঁচে থাকা পাকিস্তানের সফলতার হার ৩৬.৬৭ শতাংশ। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে প্রথম টেস্ট। একই মাঠেই হচ্ছে দ্বিতীয় টেস্ট।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট হওয়ার কথা ছিল করাচি ন্যাশনাল স্টেডিয়ামে। দুই ম্যাচের টেস্ট সিরিজ যখন দরজায় কড়া নাড়ছে, তখন জানানো হলো ভেন্যু বদলের কথা। করাচির পরিবর্তে সিরিজের দ্বিতীয় টেস্ট হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে।
স্টেডিয়ামের সংস্কারকাজ চলার কারণে করাচি থেকে দ্বিতীয় টেস্ট সরানো হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভেন্যু বদলের কথা জানিয়েছে। ভেন্যু বদলের ব্যাখ্যায় পিসিবি বলেছে, ‘নির্ধারিত সময়ের মধ্যে ভেন্যু তৈরির ব্যাপারে নির্মাণ বিশেষজ্ঞদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা জানিয়েছে, খেলা চলার সময় নির্মাণকাজ হলে সেটার শব্দ ঝামেলায় ফেলবে। এ ছাড়া নির্মাণকাজের ধুলো খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তা, সম্প্রচারক ও গণমাধ্যমকেও সমস্যায় ফেলবে।’
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে। আইসিসি এখনো আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেনি ঠিকই। তবে ক্রিকেটের অভিভাবক সংস্থার কাছে পিসিবি অনেক আগেই লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি এই তিন ভেন্যুর নাম প্রস্তাব করেছে। আইসিসির ইভেন্টটি আয়োজন করতে তারা যে কতটা দৃঢ়প্রতিজ্ঞ, সেটা করাচির সংস্কারকাজ দেখলেই বোঝা যাচ্ছে। ১৪ আগস্ট পিসিবি জানিয়েছিল, করাচিতে ৩০ আগস্ট শুরু হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট রুদ্ধদ্বার স্টেডিয়ামে হবে। এখন তো দর্শকবিহীন মাঠে হওয়ার কোনো সুযোগই নেই।
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের আটে বাংলাদেশ। পাঁচে থাকা পাকিস্তানের সফলতার হার ৩৬.৬৭ শতাংশ। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে প্রথম টেস্ট। একই মাঠেই হচ্ছে দ্বিতীয় টেস্ট।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫