নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিসিবির একটি সভাকক্ষে পরশু দুপুরে মিরপুরের কিউরেটর গামিনি ডি সিলভার উপস্থিতিতে জাতীয় লিগের প্রস্তুতি সভা করছিল গ্রাউন্ডস বিভাগ। এ সময় হুট করে সভায় ঢুকে পড়েন ২০ মাঠকর্মী। সারা দেশের সব মাঠকর্মীর পক্ষে কিছু দাবি-দাওয়া তুলে ধরেন তাঁরা।
সূত্র জানায়, মাঠকর্মীদের দাবি ছিল তাঁদের বেতন বৃদ্ধি, দীর্ঘদিন ঝুলে থাকা কর্মীদের চাকরি স্থায়ীকরণ, সাপ্তাহিক ও বার্ষিক ছুটি বাড়ানো। সঙ্গে গামিনির বিরুদ্ধে মাঠকর্মীদের প্রাপ্য বকশিশ বুঝিয়ে না দেওয়ার অভিযোগ ওঠে। গামিনির বাজে আচরণ নিয়ে তাঁরা ক্ষুব্ধ। প্রায়ই নাকি বাংলাদেশ নিয়েও তুচ্ছতাচ্ছিল্য করেন লঙ্কান কিউরেটর। গত বছর চীন সফরে তাঁর স্বদেশি কিউরেটরদের সামনে বাংলাদেশকে হেয় করে মন্তব্য করেছেন বলেও অভিযোগ এক মাঠকর্মীর।
মাঠকর্মীরা যখন গামিনির বিপক্ষে একের পর এক অভিযোগ করছিলেন, একপর্যায়ে লঙ্কান কিউরেটর বলে ওঠেন, ‘ওরা সবাই মিথ্যুক!’ সঙ্গে সঙ্গে চিৎকার করে প্রতিবাদ জানান সব মাঠকর্মী। দ্রুত বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।
গতকাল গামিনির প্রসঙ্গ আসে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সংবাদ সম্মেলনেও। ফারুক বিষয়টি অবগত নন বলে জানান। ৬৩ বছর বয়সী বিতর্কিত গামিনির ভবিষ্যৎ নিয়ে ব্যাখ্যা দিতে হয়েছে তাঁকে। বিসিবি গামিনিকে চুক্তি অনুযায়ী ২০২৫ সালের জুন পর্যন্ত রেখে দেওয়ার পক্ষে। এক যুগের বেশি সময় বিসিবিতে কর্মরত গামিনির বর্তমান বেতন প্রায় সাড়ে ৫ হাজার ডলার (প্রায় ৬ লাখ টাকা)।
বিসিবির একটি সভাকক্ষে পরশু দুপুরে মিরপুরের কিউরেটর গামিনি ডি সিলভার উপস্থিতিতে জাতীয় লিগের প্রস্তুতি সভা করছিল গ্রাউন্ডস বিভাগ। এ সময় হুট করে সভায় ঢুকে পড়েন ২০ মাঠকর্মী। সারা দেশের সব মাঠকর্মীর পক্ষে কিছু দাবি-দাওয়া তুলে ধরেন তাঁরা।
সূত্র জানায়, মাঠকর্মীদের দাবি ছিল তাঁদের বেতন বৃদ্ধি, দীর্ঘদিন ঝুলে থাকা কর্মীদের চাকরি স্থায়ীকরণ, সাপ্তাহিক ও বার্ষিক ছুটি বাড়ানো। সঙ্গে গামিনির বিরুদ্ধে মাঠকর্মীদের প্রাপ্য বকশিশ বুঝিয়ে না দেওয়ার অভিযোগ ওঠে। গামিনির বাজে আচরণ নিয়ে তাঁরা ক্ষুব্ধ। প্রায়ই নাকি বাংলাদেশ নিয়েও তুচ্ছতাচ্ছিল্য করেন লঙ্কান কিউরেটর। গত বছর চীন সফরে তাঁর স্বদেশি কিউরেটরদের সামনে বাংলাদেশকে হেয় করে মন্তব্য করেছেন বলেও অভিযোগ এক মাঠকর্মীর।
মাঠকর্মীরা যখন গামিনির বিপক্ষে একের পর এক অভিযোগ করছিলেন, একপর্যায়ে লঙ্কান কিউরেটর বলে ওঠেন, ‘ওরা সবাই মিথ্যুক!’ সঙ্গে সঙ্গে চিৎকার করে প্রতিবাদ জানান সব মাঠকর্মী। দ্রুত বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।
গতকাল গামিনির প্রসঙ্গ আসে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সংবাদ সম্মেলনেও। ফারুক বিষয়টি অবগত নন বলে জানান। ৬৩ বছর বয়সী বিতর্কিত গামিনির ভবিষ্যৎ নিয়ে ব্যাখ্যা দিতে হয়েছে তাঁকে। বিসিবি গামিনিকে চুক্তি অনুযায়ী ২০২৫ সালের জুন পর্যন্ত রেখে দেওয়ার পক্ষে। এক যুগের বেশি সময় বিসিবিতে কর্মরত গামিনির বর্তমান বেতন প্রায় সাড়ে ৫ হাজার ডলার (প্রায় ৬ লাখ টাকা)।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫