৬ বছরের বালকটির নাম আছাদুজ্জামান সাদিদ। বরিশালে মা ও মামার সঙ্গে থাকে সে। এই বয়সেই সাদিদ হয়ে উঠেছে এক বিস্ময়কর প্রতিভা!
লেগ স্পিন-গুগলিতে সবাইকে মন্ত্রমুগ্ধ করে চলেছে সাদিদ। বাংলাদেশের এই খুদে স্পিন জাদুরকরের কয়েকটি ডেলিভারির ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল।
বহু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর ডিভাইস ঘুরে সাদিদের ভিডিওটি এবার পৌঁছে গেছে ভারতের ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকারের কাছে। টেন্ডুলকারের এক বন্ধু তাঁকে ভিডিওটি দিয়েছেন।
সাদিদের বোলিং দেখে অভিভূত টেন্ডুলকার। ৪৮ বছর বয়সী মহাতারকা অবাক এইটুকু বয়সে কীভাবে এতটা ক্রিকেটপ্রেম দেখাতে পেরেছে সে, রপ্ত করে ফেলেছে লেগ স্পিন বোলিংয়ের সব রকম বৈচিত্র্য।
বন্ধুর কাছ থেকে ভিডিওটি পেয়ে নিজের ফেসবুক ও টুইটার পেজে সেটি আপলোড করতে একটুও কার্পণ্য করেননি টেন্ডুলকার। লিখেছেন, ‘কী দুর্দান্ত! আমার এক বন্ধুর কাছ থেকে ভিডিওটি পেয়েছি...অসাধারণ। খেলার প্রতি ছেলেটির ভালোবাসা ও নিবেদনের প্রমাণ এটি। ক্রিকেটই আমাদের একতা।’
সম্প্রতি ফেসবুকে সাদিদের মামা ভিডিওটি পোস্ট করেন। ২২ গজ দূর থেকেই বোলিং করেছে সাদিদ। ডান হাত ঘুরিয়ে যেভাবে বল ছুড়ছে, দেখে মনে হতে পারে পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার। তার লেগ স্পিন-গুগলিতে পরাস্ত ব্যাটাররা। অনেকে তার ডেলিভারিগুলো পড়তেই পারেনি। মিস করলেই ব্যাটাররা হয়েছে ক্লিন বোল্ড। তা সে ঘাসে ঢাকা মাঠ কিংবা পাকা সড়ক, যেকোনো পিচে বল একই রকম দুর্বোধ্য।
আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানকে ভীষণ পছন্দ সাদিদের। রশিদের বোলিং টিভি ও ইউটিউবে দেখেই রপ্ত করে ফেলেছে সে।
এই বিস্ময় বালককে এখন সম্পদে পরিণত করতে পারলে বাংলাদেশেরই লাভ। আজ টেন্ডুলকারও চিনে ফেললেন সাদিদকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চিনবে কবে?
শচীন টেন্ডুলকারের আপলোড করা ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন →
৬ বছরের বালকটির নাম আছাদুজ্জামান সাদিদ। বরিশালে মা ও মামার সঙ্গে থাকে সে। এই বয়সেই সাদিদ হয়ে উঠেছে এক বিস্ময়কর প্রতিভা!
লেগ স্পিন-গুগলিতে সবাইকে মন্ত্রমুগ্ধ করে চলেছে সাদিদ। বাংলাদেশের এই খুদে স্পিন জাদুরকরের কয়েকটি ডেলিভারির ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল।
বহু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর ডিভাইস ঘুরে সাদিদের ভিডিওটি এবার পৌঁছে গেছে ভারতের ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকারের কাছে। টেন্ডুলকারের এক বন্ধু তাঁকে ভিডিওটি দিয়েছেন।
সাদিদের বোলিং দেখে অভিভূত টেন্ডুলকার। ৪৮ বছর বয়সী মহাতারকা অবাক এইটুকু বয়সে কীভাবে এতটা ক্রিকেটপ্রেম দেখাতে পেরেছে সে, রপ্ত করে ফেলেছে লেগ স্পিন বোলিংয়ের সব রকম বৈচিত্র্য।
বন্ধুর কাছ থেকে ভিডিওটি পেয়ে নিজের ফেসবুক ও টুইটার পেজে সেটি আপলোড করতে একটুও কার্পণ্য করেননি টেন্ডুলকার। লিখেছেন, ‘কী দুর্দান্ত! আমার এক বন্ধুর কাছ থেকে ভিডিওটি পেয়েছি...অসাধারণ। খেলার প্রতি ছেলেটির ভালোবাসা ও নিবেদনের প্রমাণ এটি। ক্রিকেটই আমাদের একতা।’
সম্প্রতি ফেসবুকে সাদিদের মামা ভিডিওটি পোস্ট করেন। ২২ গজ দূর থেকেই বোলিং করেছে সাদিদ। ডান হাত ঘুরিয়ে যেভাবে বল ছুড়ছে, দেখে মনে হতে পারে পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার। তার লেগ স্পিন-গুগলিতে পরাস্ত ব্যাটাররা। অনেকে তার ডেলিভারিগুলো পড়তেই পারেনি। মিস করলেই ব্যাটাররা হয়েছে ক্লিন বোল্ড। তা সে ঘাসে ঢাকা মাঠ কিংবা পাকা সড়ক, যেকোনো পিচে বল একই রকম দুর্বোধ্য।
আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানকে ভীষণ পছন্দ সাদিদের। রশিদের বোলিং টিভি ও ইউটিউবে দেখেই রপ্ত করে ফেলেছে সে।
এই বিস্ময় বালককে এখন সম্পদে পরিণত করতে পারলে বাংলাদেশেরই লাভ। আজ টেন্ডুলকারও চিনে ফেললেন সাদিদকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চিনবে কবে?
শচীন টেন্ডুলকারের আপলোড করা ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন →
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২২ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২২ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে