টেস্টে পাকিস্তান সবশেষ ম্যাচ খেলেছে সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে। রাওয়ালপিন্ডিতে সেই বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টে শাহিন শাহ আফ্রিদিকে না খেলানোয় অনেক সমালোচনা হয়েছিল। এক মাস পর শাহিনকে এবার ফেরাল পাকিস্তান।
মুলতানে আগামীকাল শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্ট। এই ম্যাচ সামনে রেখে পাকিস্তান আজ একাদশ ঘোষণা করেছে। শাহিন, আমির জামাল, নাসিম শাহ-এই তিন পেসার ফিরেছেন মুলতান টেস্টে। তাতে করে সবশেষ বাংলাদেশের বিপক্ষে টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন খুররম শেহজাদ, মীর হামজা ও মোহাম্মদ আলী। যেখানে শেহজাদ পিঠের চোটে ভোগায় ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে সিরিজের দলে জায়গাই পাননি।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শান মাসুদ। সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন সৌদ শাকিল। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন মোহাম্মদ রিজওয়ান।ওপেনিংয় জুটি বাঁধবেন সাঈম আইয়ুব ও আবদুল্লাহ শফিক। তিনে নামবেন অধিনায়ক মাসুদ। বাবর আজম ব্যাটিং করবেন চার নম্বরে। শাকিল, রিজওয়ান, সালমান আলী আগা খেলবেন মিডল অর্ডারে। লেগ স্পিনার আবরার আহমেদ মুলতান টেস্টে পাকিস্তানের একমাত্র স্বীকৃত স্পিনার। সালমানও খন্ডকালীন স্পিনে দারুণ কার্যকরী হতে পারেন।
মুলতানেই সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তান-ইংল্যান্ড মুখোমুখি হবে ১৫ অক্টোবর। সিরিজের তৃতীয় তখা শেষ টেস্ট সামনে রেখে দুই দলকেই ভেন্যু বদলাতে হবে। রাওয়ালপিন্ডিতে ২৪ অক্টোবর শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড শেষ টেস্ট।
২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে পাকিস্তান ৯ দলের মধ্যে ৮ নম্বরে অবস্থান করছে। এশিয়ার দলটির সাফল্যের হার ১৯.০৫ শতাংশ। চারে থাকা ইংল্যান্ডের সফলতার হার ৪২.১৯। ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম তিনে অবস্থান করছে।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানের একাদশ
শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, সাইম আইয়ুব, সালমান আলী আগা, আমির জামাল
আরও পড়ুন:
টেস্টে পাকিস্তান সবশেষ ম্যাচ খেলেছে সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে। রাওয়ালপিন্ডিতে সেই বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টে শাহিন শাহ আফ্রিদিকে না খেলানোয় অনেক সমালোচনা হয়েছিল। এক মাস পর শাহিনকে এবার ফেরাল পাকিস্তান।
মুলতানে আগামীকাল শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্ট। এই ম্যাচ সামনে রেখে পাকিস্তান আজ একাদশ ঘোষণা করেছে। শাহিন, আমির জামাল, নাসিম শাহ-এই তিন পেসার ফিরেছেন মুলতান টেস্টে। তাতে করে সবশেষ বাংলাদেশের বিপক্ষে টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন খুররম শেহজাদ, মীর হামজা ও মোহাম্মদ আলী। যেখানে শেহজাদ পিঠের চোটে ভোগায় ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে সিরিজের দলে জায়গাই পাননি।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শান মাসুদ। সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন সৌদ শাকিল। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন মোহাম্মদ রিজওয়ান।ওপেনিংয় জুটি বাঁধবেন সাঈম আইয়ুব ও আবদুল্লাহ শফিক। তিনে নামবেন অধিনায়ক মাসুদ। বাবর আজম ব্যাটিং করবেন চার নম্বরে। শাকিল, রিজওয়ান, সালমান আলী আগা খেলবেন মিডল অর্ডারে। লেগ স্পিনার আবরার আহমেদ মুলতান টেস্টে পাকিস্তানের একমাত্র স্বীকৃত স্পিনার। সালমানও খন্ডকালীন স্পিনে দারুণ কার্যকরী হতে পারেন।
মুলতানেই সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তান-ইংল্যান্ড মুখোমুখি হবে ১৫ অক্টোবর। সিরিজের তৃতীয় তখা শেষ টেস্ট সামনে রেখে দুই দলকেই ভেন্যু বদলাতে হবে। রাওয়ালপিন্ডিতে ২৪ অক্টোবর শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড শেষ টেস্ট।
২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে পাকিস্তান ৯ দলের মধ্যে ৮ নম্বরে অবস্থান করছে। এশিয়ার দলটির সাফল্যের হার ১৯.০৫ শতাংশ। চারে থাকা ইংল্যান্ডের সফলতার হার ৪২.১৯। ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম তিনে অবস্থান করছে।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানের একাদশ
শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, সাইম আইয়ুব, সালমান আলী আগা, আমির জামাল
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫